ইরানে আবারও হিজাব কাণ্ড! মাহসা আমিনির (২২) মৃত্যুর ঠিক এক বছরের মাথায় দেশটিতে ফের নীতিপুলিশের ‘হামলার’ শিকার হলেন আরেক কিশোরী। মাত্র ১৬ বছর বয়সি মেয়েটির নাম আর্মিতা গারাওয়ান্দ। তেহরানের পাতাল রেলে এ হামলার শিকার হয় সে। গুরুতর জখম আর্মিতাকে হাসপাতালে কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে।
আজ মঙ্গলবার এ ঘটনায় দেশটির বিতর্কিত নীতিপুলিশকেই দায়ী করেছে কুর্দিভিত্তিক অধিকার গোষ্ঠী হেনগাও। তবে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে তেহরান পুলিশ। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
তাদের দাবি, মেয়েটি নিম্ন রক্তচাপের কারণে ‘অজ্ঞান’ হয়ে পড়ে এবং এতে নিরাপত্তা বাহিনীর কোনো সম্পৃক্ততা ছিল না। তবে অধিকার সংস্থাটির দাবি, রোববার তেহরানের শোহাদা মেট্রো স্টেশনে তথাকথিত নৈতিকতা পুলিশের এজেন্টদের দ্বারা গ্রেফতার এবং শারীরিকভাবে আক্রমণ করার পর আর্মিতাকে গুরুতরভাবে জখম করা হয়েছিল। এএফপি।
ইরানের বাইরে অবস্থিত ইরানওয়্যার নিউজ সাইট, একটি সূত্রের বরাত দিয়ে বলেছে যে, অফিসারদের ধাক্কার কারণেই তিনি ‘মাথায় আঘাত’ পেয়েছেন।
অন্যদিকে হেনগাও অধিকারগোষ্ঠী বলছে, ভুক্তভোগীকে তেহরানের ফজর হাসপাতালে রাখা হয়েছে। ‘বর্তমানে ভিকটিমকে দেখার অনুমতি নেই, এমনকি তার পরিবার থেকেও নয়।’
সংস্থাটি পরে একটি ছবি প্রকাশ করে বলে, আর্মিতা তার হাসপাতালের বিছানায়, তার মাথা এবং ঘাড়ে ভারী ব্যান্ডেজ করা এবং একটি ফিডিং টিউবের সঙ্গে সংযুক্ত দেখানো হয়েছে। সে এখনো অচেতন বলে জানিয়েছে সংস্থাটি।
গত বছরের ১৩ সেপ্টেম্বর হিজাব ইস্যুতে পৈশাচিক ঘটনার শিকার হন মাহসা আমিনি। নারীদের জন্য কঠোর পোশাকের নিয়ম লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। পরে মাথায় আঘাতজনিত কারণে ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতেই মৃত্যু হয় তার। তার মৃত্যুর বেশ কয়েক মাস পর বিক্ষোভ হয় দেশটিতে। এরই এক বছর পর আবার এ ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো।
আমিনির মৃত্যুর পর ইরানি কর্তৃপক্ষ বাধ্যতামূলক হিজাবসহ পোশাকের নিয়ম অমান্যকারী নারীদের দমন করার জন্য নতুন করে চাপ শুরু করেছে। মামলাটি বর্তমানে তীব্র আলোচনার বিষয় হয়ে উঠেছে।
নিউইয়র্কভিত্তিক সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান (সিএইচআরআই) বলেছে, ইসলামিক জোরপূর্বক পর্দাপ্রবণ পুলিশ টহল পুনরায় সক্রিয় করায় নারী ও মেয়েরা ‘বর্ধিত সহিংসতা, নির্বিচারে গ্রেফতার এবং উচ্চ বৈষম্যের সম্মুখীন হয়েছে।’
ইরানে আবারও হিজাব কাণ্ড! মাহসা আমিনির (২২) মৃত্যুর ঠিক এক বছরের মাথায় দেশটিতে ফের নীতিপুলিশের ‘হামলার’ শিকার হলেন আরেক কিশোরী। মাত্র ১৬ বছর বয়সি মেয়েটির নাম আর্মিতা গারাওয়ান্দ। তেহরানের পাতাল রেলে এ হামলার শিকার হয় সে। গুরুতর জখম আর্মিতাকে হাসপাতালে কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে।
আজ মঙ্গলবার এ ঘটনায় দেশটির বিতর্কিত নীতিপুলিশকেই দায়ী করেছে কুর্দিভিত্তিক অধিকার গোষ্ঠী হেনগাও। তবে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে তেহরান পুলিশ। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
তাদের দাবি, মেয়েটি নিম্ন রক্তচাপের কারণে ‘অজ্ঞান’ হয়ে পড়ে এবং এতে নিরাপত্তা বাহিনীর কোনো সম্পৃক্ততা ছিল না। তবে অধিকার সংস্থাটির দাবি, রোববার তেহরানের শোহাদা মেট্রো স্টেশনে তথাকথিত নৈতিকতা পুলিশের এজেন্টদের দ্বারা গ্রেফতার এবং শারীরিকভাবে আক্রমণ করার পর আর্মিতাকে গুরুতরভাবে জখম করা হয়েছিল। এএফপি।
ইরানের বাইরে অবস্থিত ইরানওয়্যার নিউজ সাইট, একটি সূত্রের বরাত দিয়ে বলেছে যে, অফিসারদের ধাক্কার কারণেই তিনি ‘মাথায় আঘাত’ পেয়েছেন।
অন্যদিকে হেনগাও অধিকারগোষ্ঠী বলছে, ভুক্তভোগীকে তেহরানের ফজর হাসপাতালে রাখা হয়েছে। ‘বর্তমানে ভিকটিমকে দেখার অনুমতি নেই, এমনকি তার পরিবার থেকেও নয়।’
সংস্থাটি পরে একটি ছবি প্রকাশ করে বলে, আর্মিতা তার হাসপাতালের বিছানায়, তার মাথা এবং ঘাড়ে ভারী ব্যান্ডেজ করা এবং একটি ফিডিং টিউবের সঙ্গে সংযুক্ত দেখানো হয়েছে। সে এখনো অচেতন বলে জানিয়েছে সংস্থাটি।
গত বছরের ১৩ সেপ্টেম্বর হিজাব ইস্যুতে পৈশাচিক ঘটনার শিকার হন মাহসা আমিনি। নারীদের জন্য কঠোর পোশাকের নিয়ম লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। পরে মাথায় আঘাতজনিত কারণে ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতেই মৃত্যু হয় তার। তার মৃত্যুর বেশ কয়েক মাস পর বিক্ষোভ হয় দেশটিতে। এরই এক বছর পর আবার এ ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো।
আমিনির মৃত্যুর পর ইরানি কর্তৃপক্ষ বাধ্যতামূলক হিজাবসহ পোশাকের নিয়ম অমান্যকারী নারীদের দমন করার জন্য নতুন করে চাপ শুরু করেছে। মামলাটি বর্তমানে তীব্র আলোচনার বিষয় হয়ে উঠেছে।
নিউইয়র্কভিত্তিক সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান (সিএইচআরআই) বলেছে, ইসলামিক জোরপূর্বক পর্দাপ্রবণ পুলিশ টহল পুনরায় সক্রিয় করায় নারী ও মেয়েরা ‘বর্ধিত সহিংসতা, নির্বিচারে গ্রেফতার এবং উচ্চ বৈষম্যের সম্মুখীন হয়েছে।’
যুদ্ধবিরতি নিয়ে তোড়জোড়ের মধ্যে আবারও ইউক্রেনে বড় ধরনের হামলা চালাল রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শহর ক্রিভি রিহতে চালানো হয়েছে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। এ হামলায় ৯ শিশুসহ ১৯ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অন্তত ৭২ জন। আহতদের মধ্যেও রয়েছে এক নবজাতক।
৩ ঘণ্টা আগেইসরায়েলি বাহিনীর হামলা ও ফিলিস্তিনপন্থী শিক্ষার্থী-অ্যাক্টিভিস্টদের ওপর ট্রাম্প প্রশাসনের দমন-পীড়নের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে রাস্তায় নেমেছে হাজারো মানুষ। শনিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এক বিশাল সমাবেশে অংশ নেয় তিন শতাধিক সংগঠন। এতে প্যালেস্টাইন ইয়ুথ মুভমেন্ট, দ্য পিপলস ফোরাম, জিউস ফর পিস এবং...
৪ ঘণ্টা আগেরুওয়াইদা সেই মেয়ে, যে খুবই কঠিন পরিস্থিতিতেও পড়াশোনা শেষ করেছে। গাজা তখন অত্যন্ত কঠোর অবরোধের মধ্যে। ওই পরিস্থিতিতেই পড়া শেষ করে চারবার চাকরি হারানো অসহায় বাবাকে সাহায্য করতে মরিয়া এক মেয়ে। পরিবারের বড় মেয়ে রুওয়াইদা। পরিবারকে ভালো রাখতে উপার্জন করার চেষ্টা করেছিল। এই লড়াই যেন মানুষ ভুলে না যায়।
৭ ঘণ্টা আগেগাজায় ইসরায়েলি সামরিক বাহিনীতে কর্মরত ১০ ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে। যুক্তরাজ্যের অন্যতম শীর্ষ মানবাধিকার আইনজীবীরা লন্ডন মেট্রোপলিটন পুলিশের কাছে তাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেবেন বলে জানিয়েছেন।
৮ ঘণ্টা আগে