অনলাইন ডেস্ক
ইসরায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার দুজন সৈন্য নিহত হয়েছেন। এই হামলার পর দেশটির প্রধান বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সিরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় রোববার দিবাগত রাত ২টার সময় দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের এলাকা লক্ষ্য করে ইসরায়েলের লেক টাইবেরিয়াসের দিক থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এতে দুজন সিরীয় সেনা নিহত হয়েছেন। এ ছাড়া আরও দুজন আহত হয়েছেন। বিমানবন্দরের কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। এ জন্য বিমানবন্দরের পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
এদিকে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, বিমানবন্দরে হামলার পাশাপাশি দামেস্কের দক্ষিণে একটি অস্ত্রের ডিপো লক্ষ্য করেও হামলা করেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন।
তবে এসব হামলার ব্যাপারে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এই হামলার পর এক বছরেরও কম সময়ের মধ্যে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম দ্বিতীয়বারের মতো বন্ধ করা হলো। এর আগে গত ১০ জুনে দামেস্ক বিমানবন্দরে হামলা করেছিল ইসরায়েলি বিমানবাহিনী। তখন রানওয়েসহ বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল। দুই সপ্তাহ পর বিমানবন্দরটি মেরামত করে পুনরায় চালু করা হয়েছিল।
এ ছাড়া গত সেপ্টেম্বরে আলেপ্পো শহরের আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা করেছিল ইসরায়েলি বাহিনী। তখন কয়েক সপ্তাহ বন্ধ রাখা হয়েছিল বিমানবন্দরটি।
সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে শত শত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে বেশির ভাগ হামলার কথা অস্বীকার করেছে তারা। কখনো কখনো ইসরায়েল বলেছে, তারা সিরিয়ার মিত্র ইরানের সশস্ত্র ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালায়। যেমন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীকে সমর্থন করার জন্য লেবাননের হিজবুল্লাহ হাজার হাজার যোদ্ধা পাঠিয়েছে, তাদের লক্ষ্য করে হামলা করেছে।
ইসরায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার দুজন সৈন্য নিহত হয়েছেন। এই হামলার পর দেশটির প্রধান বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সিরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় রোববার দিবাগত রাত ২টার সময় দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের এলাকা লক্ষ্য করে ইসরায়েলের লেক টাইবেরিয়াসের দিক থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এতে দুজন সিরীয় সেনা নিহত হয়েছেন। এ ছাড়া আরও দুজন আহত হয়েছেন। বিমানবন্দরের কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। এ জন্য বিমানবন্দরের পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
এদিকে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, বিমানবন্দরে হামলার পাশাপাশি দামেস্কের দক্ষিণে একটি অস্ত্রের ডিপো লক্ষ্য করেও হামলা করেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন।
তবে এসব হামলার ব্যাপারে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এই হামলার পর এক বছরেরও কম সময়ের মধ্যে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম দ্বিতীয়বারের মতো বন্ধ করা হলো। এর আগে গত ১০ জুনে দামেস্ক বিমানবন্দরে হামলা করেছিল ইসরায়েলি বিমানবাহিনী। তখন রানওয়েসহ বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল। দুই সপ্তাহ পর বিমানবন্দরটি মেরামত করে পুনরায় চালু করা হয়েছিল।
এ ছাড়া গত সেপ্টেম্বরে আলেপ্পো শহরের আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা করেছিল ইসরায়েলি বাহিনী। তখন কয়েক সপ্তাহ বন্ধ রাখা হয়েছিল বিমানবন্দরটি।
সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে শত শত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে বেশির ভাগ হামলার কথা অস্বীকার করেছে তারা। কখনো কখনো ইসরায়েল বলেছে, তারা সিরিয়ার মিত্র ইরানের সশস্ত্র ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালায়। যেমন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীকে সমর্থন করার জন্য লেবাননের হিজবুল্লাহ হাজার হাজার যোদ্ধা পাঠিয়েছে, তাদের লক্ষ্য করে হামলা করেছে।
কংগ্রেস ভবনের সব শৌচাগার, পোশাক পরিবর্তনের কক্ষ, লকার রুমগুলো নারী–পুরুষ অনুযায়ী ভাগ করা আছে। নারীদের জন্য নির্ধারিত পরিসরে শুধু নারীদের অধিকার থাকা উচিত বলেও মন্তব্য করেন লুইজিয়ানার এই রিপাবলিকান প্রতিনিধি।
১ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
১৪ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
১৪ ঘণ্টা আগেমার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে
১৪ ঘণ্টা আগে