গাজা শাসন ইস্যুতে ঐকমত্যের দ্বারপ্রান্তে হামাস-ফাতাহ

অনলাইন ডেস্ক
Thumbnail image
গাজা শাসনের বিষয়ে ঐকমত্যের বেশ কাছাকাছি পৌঁছেছে হামাস ও ফাতাহ। ছবি: আল-কুদস

যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজার শাসন কার্যক্রম যৌথভাবে পরিচালনার লক্ষ্যে ঐকমত্যের দ্বারপ্রান্তে পৌঁছেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী দুটি গোষ্ঠী হামাস ও ফাতাহ। একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনকে বলেছেন, এই বিষয়ে হামাস ও ফাতাহের মধ্যে মিসরের রাজধানীতে যে আলোচনা হয়েছে তা ইতিবাচক।

সূত্রটি জানিয়েছে, গাজা শাসনের লক্ষ্যে একটি কৌশলগত প্রশাসনিক কাঠামোর বিষয়ে মৌলিক অগ্রগতি অর্জন করেছে। তবে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকটি বিতর্কিত বিষয় রয়ে গেছে। এই বিষয়ে উভয় পক্ষ আরও আলোচন চালিয়ে যাবে বলেও জানিয়েছে ওই সূত্র।

সূত্রটি জানিয়েছে, হামাস পেশাদার ও দক্ষ ব্যক্তিদের নিয়ে গঠিত একটি প্রশাসনের প্রতি সমর্থন জানিয়েছে। যারা রামাল্লায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করবে। তবে ফাতাহ চায়, এই প্রশাসনিক কমিটি সরাসরি সরকারের সঙ্গে যুক্ত থাক। এ ছাড়া, মিসর এই শাসন কাঠামোকে আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদের মাঝে গ্রহণযোগ্য করার জন্য পদক্ষেপ নেবে বলেও জানিয়েছে সূত্রটি।

তবে, হামাস-ফাতাহ ঐক্যের পরও একটি বড় অনিশ্চয়তা রয়ে গেছে। কারণ, ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকায় এমন একটি প্রশাসন পরিচালনা করতে দেবে এর নিশ্চয়তা নেই। এ ছাড়া, আল মায়েদিনকে এক ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি আলোচনা থমকে আছে এবং এক দুষ্টচক্রে প্রবেশ করেছে। তবে তিনি জোর দিয়ে বলেছেন, যুদ্ধবিরতির আংশিক প্রস্তাবটি আর কার্যকর নয়।

গত শনিবার রাতে ফাতাহর কেন্দ্রীয় কমিটির সদস্য আব্বাস জাকি আল-মায়েদিনকে বলেছেন, ফাতাহ ও হামাস ফিলিস্তিনের দুটি প্রধান রাজনৈতিক দল। তাদের মধ্যকার সহযোগিতা নিয়ে আলোচনা ‘ফলপ্রসূ’ হয়েছে। ফাতাহের এই কর্মকর্তা উল্লেখ করেন, এই দুই দলের মধ্যকার সহযোগিতা ফিলিস্তিনি জনগণের ওপর যার নিজেদের অভিভাবকত্ব আরোপ করতে চায় তাদের পথ বন্ধ করে দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত