Ajker Patrika

গাজায় ইসরায়েলি আগ্রাসনের ৩০০ দিন, প্রতিদিন গড়ে হত্যা ১৩৩ জন

অনলাইন ডেস্ক
আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১২: ০৬
গাজায় ইসরায়েলি আগ্রাসনের ৩০০ দিন, প্রতিদিন গড়ে হত্যা ১৩৩ জন

ফিলিস্তিনি অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসনের ৩০০ দিন পূর্ণ হয়েছে আজ শুক্রবার। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে হত্যার শিকার হয়েছেন ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি। সেই হিসেবে এই সময়ে প্রতিদিন পুরো ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী গড়ে ১৩৩ জনের বেশি লোককে হত্যা করেছে। 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৯ হাজার ৪৮০। একই সময়ে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী হত্যা করেছে ৫৯৪ জনকে। সব মিলিয়ে বিগত ৩০০ দিনে ইসরায়েল ফিলিস্তিনে ৪০ হাজার ৭৪ জনকে হত্যা করেছে। 

গাজায় নিহতদের মধ্যে ১৫ হাজারের বেশি শিশু। এ ছাড়া ১০ হাজারে বেশি ফিলিস্তিনি নিখোঁজ এখনো। এর বাইরে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছেন ৯১ হাজার ১২৮ জন আহত হয়েছে। একই সময়ে পশ্চিম তীরে নিহত ৫৪৯ জনের মধ্যে ১৪৪ জনই শিশু। এ ছাড়া এই অঞ্চলটিতে আহত হয়েছে আরও ৫ হাজার ৩৫০ জন। 

গাজায় ইসরায়েলি আগ্রাসনের ৩০০তম দিন উপলক্ষে ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও তাত্ত্বিক নুরা ইরাকাত বলেছেন, ‘এটি বিদ্বেষজনক ও লজ্জাজনক যে, বিশ্ব সবচেয়ে ভয়ংকর, সবচেয়ে নির্মম ঔপনিবেশিক গণহত্যা বন্ধ করতে পারেনি।’ 

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে ইরাকাত বলেছেন, ‘গাজায় ইসরায়েলের গণহত্যায় উন্নত অস্ত্র ব্যবহার করা হয়েছে, যা অঞ্চলটিতে রোগের বিস্তার ঘটিয়েছে, সেখানকার মাটি বিষাক্ত করে তুলেছে। পাশাপাশি যৌন নিপীড়ন ও নির্যাতনও চালিয়েছে তারা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত