অনলাইন ডেস্ক
লেবাননে ইসরায়েলি হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর নাতি আব্বাস আহমেদ হালিল নিহত হয়েছেন। সিরিয়ার রেডিও চ্যানেল ভয়েস অব দ্য ক্যাপিটালের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গতকাল রোববার ভয়েস অব দ্য ক্যাপিটাল জানায়, গত শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নেকুরায় হামলা চলায় ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী বা আইডিএফ। সেই হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর নাতি আব্বাস আহমেদ হালিল নিহত হন। এ ছাড়া গোষ্ঠীটির আরও দুই সদস্য নিহত হয়েছে বলেও জানিয়েছে ভয়েস অব দ্য ক্যাপিটাল।
তবে হিজবুল্লাহ বা আইডিএফ এখনো আনুষ্ঠানিকভাবে আব্বাস আহমেদ হালিলের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। আইডিএফ কেবল জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় ৩ হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে। আইডিএফ একটি গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছিল।
হিজবুল্লাহ সংলগ্ন সংবাদপত্র আল-মানারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের কিলা গ্রামে আকাশপথে হামলা চালিয়েছিল। একইদিনে আইডিএফ আতিরুন ও বালিদা গ্রামেও গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে সংবাদপত্রটি। এই দুটি গ্রাম ইসরায়েলের সীমান্ত সংলগ্ন।
এর আগে, গত মাসের ২৭ তারিখে লেবাননে আবারও হামলা চালায় ইসরায়েল। এই হামলায় দুজন নিহত হয়। জবাবে ইসরায়েলি সেনা ঘাঁটি লক্ষ্য করে অন্তত ৬০টি রকেট ছুড়ে হিজবুল্লাহ।
গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে হিজবুল্লাহ। তবে কখনোই হামাসের পক্ষ হয়ে সরাসরি যুদ্ধে নামার ঘোষণা দেয়নি গোষ্ঠীটি। ঘোষণা না দিলেও হিজবুল্লাহ ও ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে নিয়মিতই।
লেবাননে ইসরায়েলি হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর নাতি আব্বাস আহমেদ হালিল নিহত হয়েছেন। সিরিয়ার রেডিও চ্যানেল ভয়েস অব দ্য ক্যাপিটালের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গতকাল রোববার ভয়েস অব দ্য ক্যাপিটাল জানায়, গত শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নেকুরায় হামলা চলায় ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী বা আইডিএফ। সেই হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর নাতি আব্বাস আহমেদ হালিল নিহত হন। এ ছাড়া গোষ্ঠীটির আরও দুই সদস্য নিহত হয়েছে বলেও জানিয়েছে ভয়েস অব দ্য ক্যাপিটাল।
তবে হিজবুল্লাহ বা আইডিএফ এখনো আনুষ্ঠানিকভাবে আব্বাস আহমেদ হালিলের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। আইডিএফ কেবল জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় ৩ হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে। আইডিএফ একটি গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছিল।
হিজবুল্লাহ সংলগ্ন সংবাদপত্র আল-মানারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের কিলা গ্রামে আকাশপথে হামলা চালিয়েছিল। একইদিনে আইডিএফ আতিরুন ও বালিদা গ্রামেও গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে সংবাদপত্রটি। এই দুটি গ্রাম ইসরায়েলের সীমান্ত সংলগ্ন।
এর আগে, গত মাসের ২৭ তারিখে লেবাননে আবারও হামলা চালায় ইসরায়েল। এই হামলায় দুজন নিহত হয়। জবাবে ইসরায়েলি সেনা ঘাঁটি লক্ষ্য করে অন্তত ৬০টি রকেট ছুড়ে হিজবুল্লাহ।
গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে হিজবুল্লাহ। তবে কখনোই হামাসের পক্ষ হয়ে সরাসরি যুদ্ধে নামার ঘোষণা দেয়নি গোষ্ঠীটি। ঘোষণা না দিলেও হিজবুল্লাহ ও ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে নিয়মিতই।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
৮ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৮ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
৯ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
১০ ঘণ্টা আগে