সৌদি আরবে এবার পর্যটকদের জোয়ার, বিশ্বে দ্বিতীয়

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ১৮: ৫৬
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১৯: ০৯

চলতি বছরের প্রথম সাত মাসে পর্যটকদের আগমনের দিক থেকে সৌদি আরব বিশ্বব্যাপী দ্বিতীয় স্থানে দখল করেছে। আজ মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়ের মতে, ২০১৯ সালের জুলাইয়ের শেষ পর্যন্ত বা প্রথম সাত মাসের চেয়ে এটি ৫৮ শতাংশ বেশি।

এ তথ্য গত সেপ্টেম্বরে জাতিসংঘের ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন থেকে নিয়ে প্রকাশ করে ইউএনডব্লিউটিও ওয়ার্ল্ড ট্যুরিজম ব্যারোমিটার।

রিয়াদ ২৭-২৮ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসের আয়োজন করে, যা বিশ্বব্যাপী পর্যটন খাতে দেশটির প্রতিশ্রুতির প্রতিফলন বলে জানানো হয়।

সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব বলেছেন, এই অর্জন মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদের রক্ষক বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের সমর্থন ছাড়া সম্ভব হতো না।

আল-খতিব আরও বলেন, সর্বশেষ এই র‍্যাঙ্কিং বিশ্বের অন্যতম পর্যটন গন্তব্য হাসেবে সৌদি আরবের মর্যাদাকে শক্তিশালী করেছে। পর্যটক আগমনের উল্লেখযোগ্য সংখ্যা বৃদ্ধি সৌদি আরবের বৈচিত্র্যময় পর্যটনকেন্দ্রের দিককে প্রতিফলিত করেছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত