অনলাইন ডেস্ক
রয়্যাল আমওয়াজ প্রকল্পের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের পাম জুমেইরাহ এলাকায় ৯৪ কোটি দিরহাম মূল্যে একটি জমির লেনদেন সম্পন্ন হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকা। গালফ নিউজের একটি প্রতিবেদনে তথ্যটি জানান হয়েছে।
দুবাই ভূমি বিভাগের তথ্য অনুসারে, ২ লাখ ৬১ হাজার ৭১২ বর্গফুট আয়তনের এই প্লটের প্রতি বর্গফুটের দামটিও মাথা ঘুরিয়ে দেওয়ার মতো- ৩ হাজার ৫৯১ দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ লাখ ৭ হাজার টাকা।
আর এই ঘটনায়ই দুবাই আবাসন সংশ্লিষ্ট বাজারে শুরু হয়েছে অর্থের বিশাল তরঙ্গ। দুবাই রিয়েল এস্টেট মার্কেটে দুই ঘণ্টারও কম সময়ে ৯০টি প্লটের বেচাকেনা সম্পন্ন হয়েছে। এতে মোট লেনদেনের ১০৮ কোটি দিরহাম-বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ হাজার ২৪০ কোটি টাকার সমান। আর এসব বেচাকেনার মধ্যে স্বাভাবিকভাবেই এগিয়ে ছিল পাম জুমেইরাহ।
জায়গার এই উচ্চমূল্যের কাছাকাছি আসতে পারে সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ বিন রশিদ সিটি বা এমবিআর সিটি ও মামজার এলাকার দুটি প্লটের দাম।
এমবিআর সিটির প্লটের দাম প্রায় ১.৬ কোটি দিরহাম-বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৮ কোটি টাকা। মামজারের প্লটটির দাম ১.৪৯ কোটি দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৭ কোটি টাকার সমান।
দুবাইয়ের বিখ্যাত পাম জুমেইরাহ দ্বীপটি পাম গাছের আকৃতির। এই দ্বীপের পুরোটাই মনুষ্য নির্মিত। প্রাচীন সমুদ্রসৈকত, বিলাসবহুল হোটেল এবং প্রায় ৮০,০০০ মানুষ নিয়ে এই দ্বীপ। ২০০১ সালের জুনে পাম জুমেইরাহ প্রকল্পের কাজ শুরু হয়।
স্টিল বা কংক্রিট নয়, শুধুমাত্র বালু ও পাথর দিয়ে নির্মিত হয়েছে পাম জুমেইরাহ দ্বীপের ভিত্তি। দ্বীপ থেকে ১০ নটিক্যাল মাইল দূরে পারস্য উপসাগরের তলদেশ থেকে ১২০ মিলিয়ন কিউবিক মিটার বালু তুলে আনা হয়।
সংযুক্ত আরব আমিরাতের উত্তরে অবস্থিত পাহাড় থেকে আনা হয় ৭ মিলিয়ন টন পাথর। এসব পাথর দিয়ে সমুদ্রের বড় ঢেউ ও ঝড়ো বাতাস থেকে দ্বীপকে রক্ষা করতে নির্মিত হয়েছে ১১ কিলোমিটার লম্বা অর্ধচন্দ্রাকৃতি বাঁধ। প্রায় ৫৬০ হেক্টর (১৩৮০ একর) আয়তনের পাম জুমেইরাহ দ্বীপ এতটাই বিশাল যে পাতা আকৃতির এই দ্বীপটি নির্মাণ করতে স্যাটেলাইট প্রযুক্তির সাহায্য নিতে হয়েছে।
রয়্যাল আমওয়াজ প্রকল্পের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের পাম জুমেইরাহ এলাকায় ৯৪ কোটি দিরহাম মূল্যে একটি জমির লেনদেন সম্পন্ন হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকা। গালফ নিউজের একটি প্রতিবেদনে তথ্যটি জানান হয়েছে।
দুবাই ভূমি বিভাগের তথ্য অনুসারে, ২ লাখ ৬১ হাজার ৭১২ বর্গফুট আয়তনের এই প্লটের প্রতি বর্গফুটের দামটিও মাথা ঘুরিয়ে দেওয়ার মতো- ৩ হাজার ৫৯১ দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ লাখ ৭ হাজার টাকা।
আর এই ঘটনায়ই দুবাই আবাসন সংশ্লিষ্ট বাজারে শুরু হয়েছে অর্থের বিশাল তরঙ্গ। দুবাই রিয়েল এস্টেট মার্কেটে দুই ঘণ্টারও কম সময়ে ৯০টি প্লটের বেচাকেনা সম্পন্ন হয়েছে। এতে মোট লেনদেনের ১০৮ কোটি দিরহাম-বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ হাজার ২৪০ কোটি টাকার সমান। আর এসব বেচাকেনার মধ্যে স্বাভাবিকভাবেই এগিয়ে ছিল পাম জুমেইরাহ।
জায়গার এই উচ্চমূল্যের কাছাকাছি আসতে পারে সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ বিন রশিদ সিটি বা এমবিআর সিটি ও মামজার এলাকার দুটি প্লটের দাম।
এমবিআর সিটির প্লটের দাম প্রায় ১.৬ কোটি দিরহাম-বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৮ কোটি টাকা। মামজারের প্লটটির দাম ১.৪৯ কোটি দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৭ কোটি টাকার সমান।
দুবাইয়ের বিখ্যাত পাম জুমেইরাহ দ্বীপটি পাম গাছের আকৃতির। এই দ্বীপের পুরোটাই মনুষ্য নির্মিত। প্রাচীন সমুদ্রসৈকত, বিলাসবহুল হোটেল এবং প্রায় ৮০,০০০ মানুষ নিয়ে এই দ্বীপ। ২০০১ সালের জুনে পাম জুমেইরাহ প্রকল্পের কাজ শুরু হয়।
স্টিল বা কংক্রিট নয়, শুধুমাত্র বালু ও পাথর দিয়ে নির্মিত হয়েছে পাম জুমেইরাহ দ্বীপের ভিত্তি। দ্বীপ থেকে ১০ নটিক্যাল মাইল দূরে পারস্য উপসাগরের তলদেশ থেকে ১২০ মিলিয়ন কিউবিক মিটার বালু তুলে আনা হয়।
সংযুক্ত আরব আমিরাতের উত্তরে অবস্থিত পাহাড় থেকে আনা হয় ৭ মিলিয়ন টন পাথর। এসব পাথর দিয়ে সমুদ্রের বড় ঢেউ ও ঝড়ো বাতাস থেকে দ্বীপকে রক্ষা করতে নির্মিত হয়েছে ১১ কিলোমিটার লম্বা অর্ধচন্দ্রাকৃতি বাঁধ। প্রায় ৫৬০ হেক্টর (১৩৮০ একর) আয়তনের পাম জুমেইরাহ দ্বীপ এতটাই বিশাল যে পাতা আকৃতির এই দ্বীপটি নির্মাণ করতে স্যাটেলাইট প্রযুক্তির সাহায্য নিতে হয়েছে।
ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অবস্থান নিয়ে উত্তেজনা বাড়ছে। সর্বশেষ আজ বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে এক হয়েছেন ইউরোপের নেতারা। জেলেনস্কিকে তাঁরা বলেছেন—ইউরোপ রাশিয়ার চেয়ে শক্তিশালী। ইউক্রেনকে রক্ষা করতে তাঁরা প্রস্তুত।
৪ ঘণ্টা আগেএপ্রিলের শুরুতেই এই পদক্ষেপ কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিদায়ের আগে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন অভিবাসীদের সুরক্ষায় এই অস্থায়ী আইনি মর্যাদা অনুমোদন করেন। গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য বিরোধ শুরু হওয়ার আগে থেকেই...
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থা ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভ্যালেরি জালুঝনি। আজ বৃহস্পতিবার লন্ডনের চ্যাথাম হাউসে এক সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি বলেন, নতুন ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির ধরন পশ্চিমা বিশ্বের ঐক্যকে প্রশ্নবিদ্ধ করেছে। আমেরিকা, যুক্তরাষ্ট্র,
৬ ঘণ্টা আগেইউক্রেনের নিরাপত্তায় যুক্তরাজ্য নেতৃত্ব দেবে বলে বক্তব্য দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। আজ বৃহস্পতিবার রাতে বিবিসি জানিয়েছে, লিভারপুলের একটি প্রতিরক্ষা কারখানায় শ্রমিক ও গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি ওই বক্তব্য দেন।
৭ ঘণ্টা আগে