অনলাইন ডেস্ক
মিত্র দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৮ দশমিক ৭ বিলিয়ন ডলার বা ৮৭০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ পেতে যাচ্ছে ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি কর্তৃপক্ষ নিজেই বিষয়টি জানিয়েছে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল ইয়াল জামির ইসরায়েলের চলমান সামরিক প্রচেষ্টাকে সমর্থন করার জন্য ৮৭০ কোটি ডলারের মার্কিন সামরিক সহায়তা প্যাকেজের জন্য ওয়াশিংটনে আলোচনা শেষ করেছেন।’
বিবৃতিতে আরও বলা হয়, এই প্যাকেজের মধ্যে রয়েছে যুদ্ধকালে প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের জন্য বরাদ্দ করা ৩৫০ কোটি ডলার, যা এরই মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে স্থানান্তরিত হয়েছে এবং আয়রন ডোম, ডেভিডস স্লিং এবং একটি উন্নত লেজার সিস্টেমসহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বরাদ্দ করা ৫২০ কোটি ডলার।’ উল্লেখ্য, ইসরায়েলের কাছে বর্তমানে ডেভিডের স্লিং, অ্যারো এবং আয়রন ডোমসহ বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আছে।
ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, চুক্তির আওতায় উল্লিখিত তহবিল ও সামরিক সরঞ্জামগুলো শিগগিরই ইসরায়েলে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে।
বিভিন্ন জরিপে দেখা গেছে, অর্ধেকেরও বেশি মার্কিনি ইসরায়েলে সামরিক সহায়তা সীমিত করা উচিত বলে মত দিয়েছেন। কিন্তু জনমতকে উপেক্ষা করে ওয়াশিংটন তেল আবিবকে উল্লেখযোগ্য সামরিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। তারই সর্বশেষ প্যাকেজ এই ৮৭০ কোটি ডলারের সহায়তা।
এদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, গত সোমবার ভোর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় সাত শতাধিক লেবানিজ নিহত হয়েছেন। এই সময়ে আহত হয়েছেন আড়াই হাজারেরও বেশি। অন্যদিকে, গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যাও বাড়ছে। অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় ৪১ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১ লাখ।
মিত্র দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৮ দশমিক ৭ বিলিয়ন ডলার বা ৮৭০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ পেতে যাচ্ছে ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি কর্তৃপক্ষ নিজেই বিষয়টি জানিয়েছে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল ইয়াল জামির ইসরায়েলের চলমান সামরিক প্রচেষ্টাকে সমর্থন করার জন্য ৮৭০ কোটি ডলারের মার্কিন সামরিক সহায়তা প্যাকেজের জন্য ওয়াশিংটনে আলোচনা শেষ করেছেন।’
বিবৃতিতে আরও বলা হয়, এই প্যাকেজের মধ্যে রয়েছে যুদ্ধকালে প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের জন্য বরাদ্দ করা ৩৫০ কোটি ডলার, যা এরই মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে স্থানান্তরিত হয়েছে এবং আয়রন ডোম, ডেভিডস স্লিং এবং একটি উন্নত লেজার সিস্টেমসহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বরাদ্দ করা ৫২০ কোটি ডলার।’ উল্লেখ্য, ইসরায়েলের কাছে বর্তমানে ডেভিডের স্লিং, অ্যারো এবং আয়রন ডোমসহ বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আছে।
ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, চুক্তির আওতায় উল্লিখিত তহবিল ও সামরিক সরঞ্জামগুলো শিগগিরই ইসরায়েলে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে।
বিভিন্ন জরিপে দেখা গেছে, অর্ধেকেরও বেশি মার্কিনি ইসরায়েলে সামরিক সহায়তা সীমিত করা উচিত বলে মত দিয়েছেন। কিন্তু জনমতকে উপেক্ষা করে ওয়াশিংটন তেল আবিবকে উল্লেখযোগ্য সামরিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। তারই সর্বশেষ প্যাকেজ এই ৮৭০ কোটি ডলারের সহায়তা।
এদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, গত সোমবার ভোর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় সাত শতাধিক লেবানিজ নিহত হয়েছেন। এই সময়ে আহত হয়েছেন আড়াই হাজারেরও বেশি। অন্যদিকে, গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যাও বাড়ছে। অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় ৪১ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১ লাখ।
ভারতের বিশেষ করে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় পরিবারগুলোর সন্তান দেখাশোনার কাজ বেছে নিচ্ছেন। প্রতি ঘণ্টা ১৩ থেকে ১৮ ডলার পান তাঁরা। তবে এই সম্মানী এলাকা ও প্রয়োজনের ওপর নির্ভর করে। অনেক পরিবার বেবি সিটারদের থাকা–খাওয়ার ব্যবস্থাও করে দিচ্ছে।
১৫ মিনিট আগেইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াতে হামলা চালানোর পর যুদ্ধের তীব্রতা বেড়েছে। এর মধ্যে রাশিয়া জানাল, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দালনে গ্রাম দখলে নিয়েছে তাদের সেনারা। অবশ্য রাশিয়ার গ্রাম দখলের বিষয়টি স্বীকার করেনি ইউক্রেনের জেনারেল স্টাফ।
৩২ মিনিট আগেট্রাম্প প্রশাসনের অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত হওয়ার পরপরই যৌন কেলেঙ্কারিসহ নানা অভিযোগে সরে দাঁড়াতে হলো ম্যাট গেটজকে। কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে পুরোনো মিত্র পাম বন্ডিকে বেছে নিলেন ট্রাম্প।
১ ঘণ্টা আগেকংগ্রেস ভবনের সব শৌচাগার, পোশাক পরিবর্তনের কক্ষ, লকার রুমগুলো নারী–পুরুষ অনুযায়ী ভাগ করা আছে। নারীদের জন্য নির্ধারিত পরিসরে শুধু নারীদের অধিকার থাকা উচিত বলেও মন্তব্য করেন লুইজিয়ানার এই রিপাবলিকান প্রতিনিধি।
৩ ঘণ্টা আগে