অনলাইন ডেস্ক
ইরাকের পার্লামেন্টে প্রস্তাবিত একটি বিল ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের জন্ম দিয়েছে। কারণ ওই বিলে মেয়েদের বিয়ের বৈধ বয়স কমিয়ে ৯ বছর করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে দেশটিতে মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ বছর।
এ বিষয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত বিলটি নাগরিকদের পারিবারিক বিষয়ে সিদ্ধান্ত নিতে ধর্মীয় কর্তৃপক্ষ কিংবা দেওয়ানি বিচার বিভাগের মধ্যে যে কোনো একটিকে বেছে নেওয়ার অনুমতি দেবে। সমালোচকেরা আশঙ্কা করছেন, বিলটি পাস হলে তা উত্তরাধিকার, বিবাহবিচ্ছেদ এবং সন্তানের হেফাজতের বিষয়ে অধিকার হ্রাস করবে।
প্রস্তাবিত বিলে মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স ৯ বছরের পাশাপাশি ছেলেদের বিয়ের সর্বনিম্ন বয়স ১৫ বছর করা হয়েছে।
মানবাধিকার সংস্থা, নারী গোষ্ঠী এবং সুশীল সমাজের কর্মীরা এই বিলের তীব্র বিরোধিতা করেছে। অল্পবয়সী মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য এবং সুস্থতার জন্য এটি একটি গুরুতর পরিণতি নিয়ে আসবে বলে সতর্ক করেছেন তাঁরা। এর ফলে কম বয়সে গর্ভধারণ ছাড়াও পারিবারিক সহিংসতার উচ্চ ঝুঁকি বাড়বে বলে মনে করেন তাঁরা।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী, আইনে সর্বনিম্ন বয়স ১৮ বছর হলেও এর আগেই ইরাকের ২৮ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যায়। হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) গবেষক সারাহ সানবার বলেন, ‘এই আইন পাস হলে একটি দেশ পিছিয়ে যাবে, সামনের দিকে নয়।’
ইরাক উইমেন্স নেটওয়ার্কের আমাল কাবাশিও বিলটির দৃঢ় বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, সংশোধনীটি একটি রক্ষণশীল সমাজে পারিবারিক সমস্যাগুলোর ওপর পুরুষের আধিপত্যের জন্য বিশাল সুযোগ তৈরি করে।
বিলের সমর্থকেরা দাবি করছেন, এটির লক্ষ্য ইসলামি আইনকে মানসম্মত করা এবং অল্পবয়সী মেয়েদেরকে অনৈতিক সম্পর্ক থেকে রক্ষা করা।
ইরাকের পার্লামেন্টে প্রস্তাবিত একটি বিল ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের জন্ম দিয়েছে। কারণ ওই বিলে মেয়েদের বিয়ের বৈধ বয়স কমিয়ে ৯ বছর করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে দেশটিতে মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ বছর।
এ বিষয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত বিলটি নাগরিকদের পারিবারিক বিষয়ে সিদ্ধান্ত নিতে ধর্মীয় কর্তৃপক্ষ কিংবা দেওয়ানি বিচার বিভাগের মধ্যে যে কোনো একটিকে বেছে নেওয়ার অনুমতি দেবে। সমালোচকেরা আশঙ্কা করছেন, বিলটি পাস হলে তা উত্তরাধিকার, বিবাহবিচ্ছেদ এবং সন্তানের হেফাজতের বিষয়ে অধিকার হ্রাস করবে।
প্রস্তাবিত বিলে মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স ৯ বছরের পাশাপাশি ছেলেদের বিয়ের সর্বনিম্ন বয়স ১৫ বছর করা হয়েছে।
মানবাধিকার সংস্থা, নারী গোষ্ঠী এবং সুশীল সমাজের কর্মীরা এই বিলের তীব্র বিরোধিতা করেছে। অল্পবয়সী মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য এবং সুস্থতার জন্য এটি একটি গুরুতর পরিণতি নিয়ে আসবে বলে সতর্ক করেছেন তাঁরা। এর ফলে কম বয়সে গর্ভধারণ ছাড়াও পারিবারিক সহিংসতার উচ্চ ঝুঁকি বাড়বে বলে মনে করেন তাঁরা।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী, আইনে সর্বনিম্ন বয়স ১৮ বছর হলেও এর আগেই ইরাকের ২৮ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যায়। হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) গবেষক সারাহ সানবার বলেন, ‘এই আইন পাস হলে একটি দেশ পিছিয়ে যাবে, সামনের দিকে নয়।’
ইরাক উইমেন্স নেটওয়ার্কের আমাল কাবাশিও বিলটির দৃঢ় বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, সংশোধনীটি একটি রক্ষণশীল সমাজে পারিবারিক সমস্যাগুলোর ওপর পুরুষের আধিপত্যের জন্য বিশাল সুযোগ তৈরি করে।
বিলের সমর্থকেরা দাবি করছেন, এটির লক্ষ্য ইসলামি আইনকে মানসম্মত করা এবং অল্পবয়সী মেয়েদেরকে অনৈতিক সম্পর্ক থেকে রক্ষা করা।
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে ট্রাক উঠিয়ে ১৫ জনকে হত্যার পর লাস ভেগাসে ট্রাম্পের হোটেলের সামনে একটি সাইবার ট্রাক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, নিউ অরলিন্সে হামলাকারী সন্দেহভাজনের মতো লাস ভেগাসের বিস্ফোরণে নিহত ব্যক্তি মার্কিন সেনাবাহিনীর সক্রিয় সদস্য ছিলেন। বৃহস্পতিবার বার্ত
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের জন্য ‘এইচ-১ বি’ ভিসার সমর্থন দেওয়ায় ইলন মাস্ককে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সাবেক হোয়াইট হাউস কৌশলবিদ স্টিভ ব্যানন। তিনি মাস্ককে সতর্ক করেছেন, যদি তিনি আমেরিকানদের চাকরি বিদেশিদের হাতে তুলে দেওয়ার পক্ষে কাজ করেন, তাহলে ‘মাগা’ (এমএজিএ—মেক আমেরিকা গ্রেট..
৪ ঘণ্টা আগে২০২৪ সালকে বলা হচ্ছে ধনীদের ‘স্বর্ণযুগ’। এই বছরে বিশ্বের শীর্ষ ৫০০ ধনী ব্যক্তির সম্মিলিত সম্পদ প্রথমবারের মতো ১০ ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছে। ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্সের সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিশ্বজুড়ে মূলত প্রযুক্তি খাতের শীর্ষ বিনিয়োগকারীরাই এই
৫ ঘণ্টা আগেশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবিত সংস্কারের মধ্যে রয়েছে পাঠ্যবই থেকে সিরিয়ার ঐতিহাসিক বহুদেবতাবাদী ধর্মের ইতিহাস বাদ দেওয়া। এ ছাড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বহু পাঠ্যবই সম্পূর্ণ নতুন করে লেখা হবে। কিছু অংশ মুছে ফেলা হবে, কিছু
৫ ঘণ্টা আগে