অনলাইন ডেস্ক
নানা কল্পনা-জল্পনা আছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিওম প্রকল্প নিয়ে। মাঝে গুঞ্জন উঠেছিল অর্থের অভাবে দেড় লাখ কোটি ডলারের এই প্রকল্পের ৯৮ শতাংশই বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু সৌদি নীতি নির্ধারকেরা সেই বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন। তাঁরা এখনো আশবাদী, এই প্রকল্প অবশ্যই বাস্তবায়িত হবে। আর এই প্রকল্পেরই অংশ অত্যাধুনিক বিলাসবহুল নগরী নূরলানা।
নিওম প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানা গেছে, গত বছরের ডিসেম্বরে নিওম কর্তৃপক্ষ এই নূরলানা শহরের ঘোষণা দেন। আকাবা উপসাগরের উপকূলে অবস্থিত এই শহরে ৩ হাজার এলিট মানুষকে বাসিন্দা করা হবে। এই নগরীতে সর্বাধুনিক জীবনযাপনের সব উপকরণ থেকে শুরু করে সর্বশেষ প্রযুক্তির সেবাও দেওয়া হবে এই নগরীতে।
মোদ্দা কথা, সর্বাধুনিক জীবনযাপন পদ্ধতি ও সর্বশেষ প্রযুক্তির সহায়তা টেকসই জীবনযাপন পরিবেশ নিশ্চিত করা হবে এই শহর নূরলানায়। এই নগরীতে থাকবে ৭১১টি আবাসন ইউনিট। এসব ইউনিট বিলাসবহুল ম্যানসন, পর্যাপ্ত কামরার ফ্ল্যাট, সমুদ্র উপকূলের ভিলা—নিয়ে গঠিত হবে। সমুদ্র, বালিয়াড়ি ও প্রযুক্তির সংমিশ্রণে সৃষ্ট এসব আবাসন ইউনিটকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে নিরাপত্তার পাশাপাশি শান্ত-সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
এই নূরলানার সমুদ্র বন্দরে একসঙ্গে ১২০টি ইয়ট বা প্রমোদতরী ভেড়ানোর ব্যবস্থা থাকবে। এই বন্দর স্থানীয় এবং পর্যটক উভয় শ্রেণির মানুষ ব্যবহার করতে পারবেন। এ ছাড়া, এই বন্দরে দেওয়া হবে ওয়াটার ট্যাক্সি সেবাও।
এ ছাড়া, নূরলানায় পাহাড়ের মাঝে অবস্থিত একটি সুপরিসর গলফ কোর্স এবং এর কাছেই একটি বিশ্বমানের পোলো এবং রেসকোর্স মাঠ থাকবে। এ ছাড়া পানিতে খেলার উপযোগী বিভিন্ন ধরনের জল ক্রীড়া—যেমন সেইলিং বা নৌকা চালানো, গভীর সমুদ্রের নিচে যাওয়ার মতো ব্যবস্থাও থাকবে।
নিওমের ওয়েবসাইটে বলা হয়েছে, নূরলানা গড়ে তোলার লক্ষ্য হলো—আধুনিক ও সক্রিয় জীবনকে নতুন করে আবিষ্কারের সুযোগ তৈরি করে দেওয়া। এই উদ্ভাবনী শহরটিতে বাসিন্দা ও পর্যটকদের মনোমুগ্ধকর পরিবেশবান্ধব পদ্ধতি তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রচুর সুযোগ থাকবে।
নানা কল্পনা-জল্পনা আছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিওম প্রকল্প নিয়ে। মাঝে গুঞ্জন উঠেছিল অর্থের অভাবে দেড় লাখ কোটি ডলারের এই প্রকল্পের ৯৮ শতাংশই বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু সৌদি নীতি নির্ধারকেরা সেই বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন। তাঁরা এখনো আশবাদী, এই প্রকল্প অবশ্যই বাস্তবায়িত হবে। আর এই প্রকল্পেরই অংশ অত্যাধুনিক বিলাসবহুল নগরী নূরলানা।
নিওম প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানা গেছে, গত বছরের ডিসেম্বরে নিওম কর্তৃপক্ষ এই নূরলানা শহরের ঘোষণা দেন। আকাবা উপসাগরের উপকূলে অবস্থিত এই শহরে ৩ হাজার এলিট মানুষকে বাসিন্দা করা হবে। এই নগরীতে সর্বাধুনিক জীবনযাপনের সব উপকরণ থেকে শুরু করে সর্বশেষ প্রযুক্তির সেবাও দেওয়া হবে এই নগরীতে।
মোদ্দা কথা, সর্বাধুনিক জীবনযাপন পদ্ধতি ও সর্বশেষ প্রযুক্তির সহায়তা টেকসই জীবনযাপন পরিবেশ নিশ্চিত করা হবে এই শহর নূরলানায়। এই নগরীতে থাকবে ৭১১টি আবাসন ইউনিট। এসব ইউনিট বিলাসবহুল ম্যানসন, পর্যাপ্ত কামরার ফ্ল্যাট, সমুদ্র উপকূলের ভিলা—নিয়ে গঠিত হবে। সমুদ্র, বালিয়াড়ি ও প্রযুক্তির সংমিশ্রণে সৃষ্ট এসব আবাসন ইউনিটকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে নিরাপত্তার পাশাপাশি শান্ত-সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
এই নূরলানার সমুদ্র বন্দরে একসঙ্গে ১২০টি ইয়ট বা প্রমোদতরী ভেড়ানোর ব্যবস্থা থাকবে। এই বন্দর স্থানীয় এবং পর্যটক উভয় শ্রেণির মানুষ ব্যবহার করতে পারবেন। এ ছাড়া, এই বন্দরে দেওয়া হবে ওয়াটার ট্যাক্সি সেবাও।
এ ছাড়া, নূরলানায় পাহাড়ের মাঝে অবস্থিত একটি সুপরিসর গলফ কোর্স এবং এর কাছেই একটি বিশ্বমানের পোলো এবং রেসকোর্স মাঠ থাকবে। এ ছাড়া পানিতে খেলার উপযোগী বিভিন্ন ধরনের জল ক্রীড়া—যেমন সেইলিং বা নৌকা চালানো, গভীর সমুদ্রের নিচে যাওয়ার মতো ব্যবস্থাও থাকবে।
নিওমের ওয়েবসাইটে বলা হয়েছে, নূরলানা গড়ে তোলার লক্ষ্য হলো—আধুনিক ও সক্রিয় জীবনকে নতুন করে আবিষ্কারের সুযোগ তৈরি করে দেওয়া। এই উদ্ভাবনী শহরটিতে বাসিন্দা ও পর্যটকদের মনোমুগ্ধকর পরিবেশবান্ধব পদ্ধতি তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রচুর সুযোগ থাকবে।
গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ছয়টি মহাদেশের ১২৪টি দেশে তাঁরা আটক হতে পারেন।
২ মিনিট আগেকলকাতার মেট্রোরেলে এক নারী যাত্রীকে বাংলা বাদ দিয়ে হিন্দিতে কথা বলতে জোরাজুরি করেছেন আরেক নারী। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে হিন্দিতে কথা বলতে না পারা নারীকে ‘বাংলাদেশি’ বলেও তাচ্ছিল্য করা হয়েছে।
৪০ মিনিট আগেভারতের বিশেষ করে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় পরিবারগুলোর সন্তান দেখাশোনার কাজ বেছে নিচ্ছেন। প্রতি ঘণ্টা ১৩ থেকে ১৮ ডলার পান তাঁরা। তবে এই সম্মানী এলাকা ও প্রয়োজনের ওপর নির্ভর করে। অনেক পরিবার বেবি সিটারদের থাকা–খাওয়ার ব্যবস্থাও করে দিচ্ছে।
১ ঘণ্টা আগেইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াতে হামলা চালানোর পর যুদ্ধের তীব্রতা বেড়েছে। এর মধ্যে রাশিয়া জানাল, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দালনে গ্রাম দখলে নিয়েছে তাদের সেনারা। অবশ্য রাশিয়ার গ্রাম দখলের বিষয়টি স্বীকার করেনি ইউক্রেনের জেনারেল স্টাফ।
২ ঘণ্টা আগে