Ajker Patrika

বিশ্বের বৃহত্তম বিমানবন্দর টার্মিনাল নির্মাণ শুরু করেছে দুবাই

অনলাইন ডেস্ক
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১৮: ৩৫
বিশ্বের বৃহত্তম বিমানবন্দর টার্মিনাল নির্মাণ শুরু করেছে দুবাই

আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নতুন টার্মিনালের নির্মাণ শুরুর ঘোষণা দিয়েছে দুবাই। আজ রোববার দেওয়া এই ঘোষণায় উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের শাসক বলেছেন যে, প্রায় ৩ হাজার ৫০০ কোটি ডলার ব্যয়ে নির্মিত এই টার্মিনালটি হবে বিশ্বের বৃহত্তম টার্মিনাল।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ বলেছেন, ‘আমরা আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন প্যাসেঞ্জার টার্মিনালের নকশা অনুমোদন করেছি এবং ৩ হাজার ৪৮৫ কোটি ডলার ব্যয়ে স্থাপনাটির নির্মাণ শুরু করছি।’

সংযুক্ত আরব আমিরাত সরকার এক বিবৃতিতে বলেছে যে, সম্পূর্ণরূপে চালু হলে বিমানবন্দরটির যাত্রী ধারণক্ষমতা হবে বছরে ২৬ কোটি।

শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেছেন, নির্মাণ শেষ হলে টার্মিনালটি হবে বিশ্বের বৃহত্তম ধারণক্ষমতাসম্পন্ন এবং এটি হবে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের পাঁচগুণ।

দুবাই সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট এবং ফ্ল্যাগ ক্যারিয়ার এমিরেটসের প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাইদ আল মাকতুমের মতে, প্রকল্পের প্রথম পর্যায়টি ১০ বছরের মধ্যে তৈরি হবে। এর বার্ষিক যাত্রী ধারণক্ষমতা হবে প্রায় ১৫ কোটি।

উপসাগরীয় অঞ্চলটির আর্থিক কেন্দ্র দুবাই হলেও শহরটির উপকণ্ঠে নির্মিত আল মাকতুম বিমানবন্দরটি ২০১০ সালে চালুর পর থেকে যাত্রীদের যাতায়াতের কেন্দ্রবিন্দুতে আসতে পারেনি। এবার কর্তৃপক্ষ চায়, বিমানবন্দরটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রতিস্থাপন করুক।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের বার্ষিক ধারণক্ষমতা প্রায় ১২ কোটি। বিমানবন্দরটি শহরের কেন্দ্রে অবস্থিত হওয়ায় এর সম্প্রসারণ করা কঠিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত