অনলাইন ডেস্ক
গাজার দক্ষিণাঞ্চলে অবস্থিত রাফাহ থেকে প্রায় ১৫ লাখ ফিলিস্তিনিকে সরিয়ে সেখানে অভিযান চালানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল। বিষয়টি সম্পর্কে অবগত হোয়াইট হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এপিকে এ তথ্য জানিয়েছেন।
ইসরায়েলের সেই পরিকল্পনায় কী আছে বা কীভাবে রাফাহ থেকে প্রায় ১৫ লাখ মানুষকে সরিয়ে সেখানে অভিযান চালানো হবে, সে বিষয়ে কোনো তথ্য দেননি ওই মার্কিন কর্মকর্তা। তিনি জানিয়েছেন, তবে ইসরায়েলি পরিকল্পনা রাফাহে অভিযান চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের যে অবস্থান তা পরিবর্তন করতে পারেনি।
ওই কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখনো মনে করে, রাফাহে ইসরায়েলি অভিযান অঞ্চলটিতে কেবল আরও বিপুল পরিমাণ নিরীহ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের প্রাণহানিই বাড়াবে। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলি পরিকল্পনার প্রতিক্রিয়ায় কী জবাব দিয়েছে, তা জানাননি ওই মার্কিন কর্মকর্তা।
ইসরায়েলি প্রধানমন্ত্রী একাধিকবার রাফাহে অভিযানের ব্যাপারে নিজের অবস্থান ব্যক্ত করলেও যুক্তরাষ্ট্র শুরু থেকেই বিষয়টির বিরোধিতা করে আসছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ পশ্চিমা বিশ্বের অন্যান্য নেতা এবং মানবাধিকার সংগঠনগুলো বারবার রাফাহে অভিযান চালানোর বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল গাজায় হামলা চালানো শুরু করার পর থেকেই অঞ্চলটির উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল থেকে সরে লোকজন দক্ষিণ গাজার রাফাহে আশ্রয় নেয়। এরই মধ্যে সেখানকার মানবিক পরিস্থিতি মানবেতর হয়ে উঠেছে। জাতিসংঘের অঙ্গসংগঠনগুলো বলছে, গাজায় একধরনের দুর্ভিক্ষ চলছে। ফলে ইসরায়েলের রাফাহ অভিযান কেবল বেসামরিক প্রাণহানিই বাড়াবে।
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন অভিযোগ করেছেন, গাজায় একটি যুদ্ধবিরতি বাস্তবায়নের পথে একমাত্র বাধা খোদ হামাস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গতকাল শুক্রবার অ্যারিজোনায় এই অভিযোগ করেন। গতকাল শুক্রবার ব্লিঙ্কেন বলেন, ‘আমরা অপেক্ষা করছি যে, কার্যত তাঁরা (হামাস) যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির বিষয়ে হ্যাঁ-সূচক উত্তর দেয় কি না। এই মুহূর্তে বাস্তবতা হলো, গাজার জনগণ ও যুদ্ধবিরতির মধ্যে দাঁড়িয়ে থাকা একমাত্র বিষয়টিই হলো হামাস।’
ব্লিঙ্কেন যুদ্ধবিরতি বাস্তবায়িত না হওয়ার পেছনে হামাসকে দায়ী করলেও গোষ্ঠীটির শীর্ষ নেতারা মনে করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুই যুদ্ধবিরতি আলোচনাকে পথচ্যুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে হামাস নেতা হোসসাম বাদরান এএফপিকে বলেন, ‘এর আগের দফার (যুদ্ধবিরতি) আলোচনায়ও নেতানিয়াহু বাধা হিসেবে হাজির ছিলেন...এবং এটা পরিষ্কার যে, এখনো তিনিই বাধা হিসেবে হাজির।’
গাজার দক্ষিণাঞ্চলে অবস্থিত রাফাহ থেকে প্রায় ১৫ লাখ ফিলিস্তিনিকে সরিয়ে সেখানে অভিযান চালানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল। বিষয়টি সম্পর্কে অবগত হোয়াইট হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এপিকে এ তথ্য জানিয়েছেন।
ইসরায়েলের সেই পরিকল্পনায় কী আছে বা কীভাবে রাফাহ থেকে প্রায় ১৫ লাখ মানুষকে সরিয়ে সেখানে অভিযান চালানো হবে, সে বিষয়ে কোনো তথ্য দেননি ওই মার্কিন কর্মকর্তা। তিনি জানিয়েছেন, তবে ইসরায়েলি পরিকল্পনা রাফাহে অভিযান চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের যে অবস্থান তা পরিবর্তন করতে পারেনি।
ওই কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখনো মনে করে, রাফাহে ইসরায়েলি অভিযান অঞ্চলটিতে কেবল আরও বিপুল পরিমাণ নিরীহ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের প্রাণহানিই বাড়াবে। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলি পরিকল্পনার প্রতিক্রিয়ায় কী জবাব দিয়েছে, তা জানাননি ওই মার্কিন কর্মকর্তা।
ইসরায়েলি প্রধানমন্ত্রী একাধিকবার রাফাহে অভিযানের ব্যাপারে নিজের অবস্থান ব্যক্ত করলেও যুক্তরাষ্ট্র শুরু থেকেই বিষয়টির বিরোধিতা করে আসছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ পশ্চিমা বিশ্বের অন্যান্য নেতা এবং মানবাধিকার সংগঠনগুলো বারবার রাফাহে অভিযান চালানোর বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল গাজায় হামলা চালানো শুরু করার পর থেকেই অঞ্চলটির উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল থেকে সরে লোকজন দক্ষিণ গাজার রাফাহে আশ্রয় নেয়। এরই মধ্যে সেখানকার মানবিক পরিস্থিতি মানবেতর হয়ে উঠেছে। জাতিসংঘের অঙ্গসংগঠনগুলো বলছে, গাজায় একধরনের দুর্ভিক্ষ চলছে। ফলে ইসরায়েলের রাফাহ অভিযান কেবল বেসামরিক প্রাণহানিই বাড়াবে।
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন অভিযোগ করেছেন, গাজায় একটি যুদ্ধবিরতি বাস্তবায়নের পথে একমাত্র বাধা খোদ হামাস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গতকাল শুক্রবার অ্যারিজোনায় এই অভিযোগ করেন। গতকাল শুক্রবার ব্লিঙ্কেন বলেন, ‘আমরা অপেক্ষা করছি যে, কার্যত তাঁরা (হামাস) যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির বিষয়ে হ্যাঁ-সূচক উত্তর দেয় কি না। এই মুহূর্তে বাস্তবতা হলো, গাজার জনগণ ও যুদ্ধবিরতির মধ্যে দাঁড়িয়ে থাকা একমাত্র বিষয়টিই হলো হামাস।’
ব্লিঙ্কেন যুদ্ধবিরতি বাস্তবায়িত না হওয়ার পেছনে হামাসকে দায়ী করলেও গোষ্ঠীটির শীর্ষ নেতারা মনে করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুই যুদ্ধবিরতি আলোচনাকে পথচ্যুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে হামাস নেতা হোসসাম বাদরান এএফপিকে বলেন, ‘এর আগের দফার (যুদ্ধবিরতি) আলোচনায়ও নেতানিয়াহু বাধা হিসেবে হাজির ছিলেন...এবং এটা পরিষ্কার যে, এখনো তিনিই বাধা হিসেবে হাজির।’
তীব্র ঝড়ের মধ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে লন্ডনে বিমান অবতরণ করে প্রশংসার জোয়ারে ভাসছেন সৌদি পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের এক পাইলট। সোমবার গালফ নিউজ জানিয়েছে, ব্রিটেনে আঘাত হানা শক্তিশালী স্টর্ম বার্ট ঝড়ে ভারী তুষার ও বৃষ্টিপাত এবং প্রবল বাতাসের সৃষ্টি হয়েছিল। এই ঝড় যোগাযোগ ব্যবস্থায়ও বড় ধরনের বিশৃঙ্খল
১ ঘণ্টা আগেমিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, এ কারণেই মিয়ানমার জান্তা বাহিনীকে একটি যৌথ নিরাপত্তা কোম্পানি (জেভিএসসি) গঠনের প্রস্তাব দিয়েছে চীন। এটি মিয়ানমারের গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং জান্তার শীর্ষ সামরিক নেতাদের মধ্যে অস্বস্তি
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে বিলিয়নিয়ার ইলন মাস্ককে শুরু থেকেই পাশে পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ট্রাম্পের নির্বাচনী তহবিলে ২০ কোটি ডলার দিয়েছেন। নির্বাচনী প্রচারেও সরব উপস্থিতি দেখা গেছে তাঁর। ট্রাম্প–মাস্কের এই ঘনিষ্ঠতা সবারই নজর কেড়েছে
২ ঘণ্টা আগেইউক্রেনের সাবেক সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি বলেছেন, ‘ইউক্রেন যুদ্ধে রাশিয়ার স্বৈরশাসক মিত্রদের সরাসরি অংশগ্রহণ ইঙ্গিত দিচ্ছে যে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে।’ আজ রোববার ইউক্রেনীয় সংবাদমাধ্যম ইউক্রেইনস্কা প্রাভদার ইউপি-১০০
২ ঘণ্টা আগে