বিশ্ববাণিজ্যের স্বার্থে কর্মদিবস কমিয়েছে সংযুক্ত আরব আমিরাত

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২১, ১৮: ০২

বিশ্ববাজারে অর্থনৈতিক প্রতিযোগিতায় উন্নতির লক্ষ্যে সাপ্তাহিক ছুটির দিন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। নতুন এ সিদ্ধান্ত অনুসারে শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি চলে যাচ্ছে শনি-রোববারে। একই সঙ্গে শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে অফিস ছুটি দেওয়া হবে দুপুর ১টা ১৫ মিনিটের মধ্যেই। 

আজ মঙ্গলবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০২২ সালের ১ জানুয়ারি 'জাতীয় কর্ম সপ্তাহ' থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এই হিসেবে দেশটিতে সরকারি-খাতের ছুটি শুক্রবার দুপুরে শুরু হয়ে রোববার শেষ হবে। সাড়ে চার দিনের এই কর্মদিবসকে বিশ্বের সবচেয়ে সংক্ষিপ্ততম বলে উল্লেখ করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম। 

এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে শুক্রবার-শনিবার সাপ্তাহিক ছুটি না থাকা একমাত্র উপসাগরীয় দেশ হয়ে উঠল সংযুক্ত আরব আমিরাত। তবে উন্নত অ-আরব দেশগুলোর সঙ্গে কার্যদিবসে মিল থাকায় বিশ্ববাজারের সঙ্গে বাণিজ্যিক লেনদেন সহজ হবে। আরব আমিরাতকে বিশ্ব বাজারের সঙ্গে আরও ভালোভাবে সারিবদ্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বহু বছরের আলোচনার পরে এ সিদ্ধান্ত নেওয়া হলো। 

২০০৬ সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতি-শুক্রবার সাপ্তাহিক ছুটি পালন করা হতো। এর পরে বেসরকারি খাতের সঙ্গে সরকারি খাতেও সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার করা হয়। 

টুইট বার্তায় একজন প্রতিক্রিয়ায় লিখেছেন, যদিও আমি এত বছর শুক্রবার-শনিবার সাপ্তাহিক ছুটিতে অভ্যস্ত হয়েছি, আমি এই পরিবর্তন দেখে খুশি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত