অনলাইন ডেস্ক
কয়েক ডজন জিম্মির মুক্তির বদলে ইসরায়েলের এক সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা জানিয়েছে, হামলা বন্ধ ছাড়া শান্তি আলোচনা করা ও স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো জিম্মিকে মুক্তি দেওয়া হবে না। মিসরের নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে।
গতকাল বুধবার হামাস প্রধান ইসমাইল হানিয়া মিসরে যান। সেখানে মিসরের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি ও গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানো নিয়ে আলোচনা করেন তিনি।
হানিয়ার গণমাধ্যমবিষয়ক মুখপাত্র তাহের আল নোনো রয়টার্সকে বলেন, ‘একদিকে ইসরায়েল সর্বোচ্চ মাত্রায় আগ্রাসন চালিয়ে যাবে, অন্যদিকে আমরা যুদ্ধবিরতি নিয়ে আলাপ চালিয়ে যাবে—এমনটা হতে পারে না। ইসরায়েলি আগ্রাসন বন্ধের পরই এটি সম্ভব।’
হামাসের পলিটব্যুরোর সদস্য গাজি হামাদও গতকাল কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানান, তাঁরা এবার আর কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবেন না। তাঁর দাবি, অস্থায়ী বিরতির মাধ্যমে জিম্মিদের ছাড়িয়ে নিয়ে ইসরায়েলি বাহিনী গাজায় আবারও গণহত্যা চালানো শুরু করবে।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য স্পষ্ট। আমরা আগ্রাসন বন্ধ চাই। এখন যা হচ্ছে তা বড় বিপর্যয়।’
তিনি আরও বলেছেন, ‘কিছু মানুষ অস্থায়ী যুদ্ধবিরতি ও অস্থায়ীভাবে কয়েক দিন বা কয়েক সপ্তাহের জন্য লড়াই বন্ধের কথা ভাবছে। কিন্তু এটি হামাস ও ফিলিস্তিনিদের স্বার্থের সঙ্গে যায় না। ইসরায়েল জিম্মিদের (কার্ড) নিয়ে যাবে এবং এরপর তাঁরা নতুন করে আমাদের মানুষের বিরুদ্ধে গণহত্যা শুরু করবে—আমরা এই খেলা খেলব না।’
হামাসের পলিটব্যুরোর এ সদস্য জানিয়েছেন, যুদ্ধ থামার পর তাঁরা সবার সঙ্গে আলোচনা করতে রাজি আছেন। এরপর ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দীদের নিয়ে ‘বড় ছাড়’ দিতে প্রস্তুত আছেন তাঁরা।
কয়েক ডজন জিম্মির মুক্তির বদলে ইসরায়েলের এক সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা জানিয়েছে, হামলা বন্ধ ছাড়া শান্তি আলোচনা করা ও স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো জিম্মিকে মুক্তি দেওয়া হবে না। মিসরের নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে।
গতকাল বুধবার হামাস প্রধান ইসমাইল হানিয়া মিসরে যান। সেখানে মিসরের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি ও গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানো নিয়ে আলোচনা করেন তিনি।
হানিয়ার গণমাধ্যমবিষয়ক মুখপাত্র তাহের আল নোনো রয়টার্সকে বলেন, ‘একদিকে ইসরায়েল সর্বোচ্চ মাত্রায় আগ্রাসন চালিয়ে যাবে, অন্যদিকে আমরা যুদ্ধবিরতি নিয়ে আলাপ চালিয়ে যাবে—এমনটা হতে পারে না। ইসরায়েলি আগ্রাসন বন্ধের পরই এটি সম্ভব।’
হামাসের পলিটব্যুরোর সদস্য গাজি হামাদও গতকাল কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানান, তাঁরা এবার আর কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবেন না। তাঁর দাবি, অস্থায়ী বিরতির মাধ্যমে জিম্মিদের ছাড়িয়ে নিয়ে ইসরায়েলি বাহিনী গাজায় আবারও গণহত্যা চালানো শুরু করবে।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য স্পষ্ট। আমরা আগ্রাসন বন্ধ চাই। এখন যা হচ্ছে তা বড় বিপর্যয়।’
তিনি আরও বলেছেন, ‘কিছু মানুষ অস্থায়ী যুদ্ধবিরতি ও অস্থায়ীভাবে কয়েক দিন বা কয়েক সপ্তাহের জন্য লড়াই বন্ধের কথা ভাবছে। কিন্তু এটি হামাস ও ফিলিস্তিনিদের স্বার্থের সঙ্গে যায় না। ইসরায়েল জিম্মিদের (কার্ড) নিয়ে যাবে এবং এরপর তাঁরা নতুন করে আমাদের মানুষের বিরুদ্ধে গণহত্যা শুরু করবে—আমরা এই খেলা খেলব না।’
হামাসের পলিটব্যুরোর এ সদস্য জানিয়েছেন, যুদ্ধ থামার পর তাঁরা সবার সঙ্গে আলোচনা করতে রাজি আছেন। এরপর ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দীদের নিয়ে ‘বড় ছাড়’ দিতে প্রস্তুত আছেন তাঁরা।
হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র ভারত। নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর দেশটিতে হিন্দু আধিপত্য ক্রমশ বাড়ছে। সম্প্রতি দিল্লি হাইকোর্টে হিন্দুদের অধিকার ও রীতিনীতি সুরক্ষার জন্য ‘সনাতন ধর্ম রক্ষা বোর্ড’ নামে একটি বোর্ড গঠনের আবেদন করে ‘সনাতন হিন্দু সেবা সংঘ ট্রাস্ট’ নামে একটি সংগঠন। এই বোর্ড গঠনের জন্য জনস্বা
১ ঘণ্টা আগেঅভিনেতার বিয়ে ছাড়াই সন্তান জন্মের ঘোষণাটি দক্ষিণ কোরিয়ায় সামাজিক প্রথার বাইরে গিয়ে পরিবার গঠন নিয়ে একটি জাতীয় বিতর্ককে উসকে দিয়েছে। বুধবার বিবিসি জানিয়েছে, সম্প্রতি জন্ম নেওয়া এক শিশুকে নিজের সন্তান দাবি করে ঘোষণাটি দিয়েছেন ৫১ বছর বয়সী দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র জগতের প্রথম সারির অভিনেতা জং উ-সাং।
২ ঘণ্টা আগেইউক্রেনের পূর্বাঞ্চলে ব্যাপক অগ্রগতি অর্জন করছে রাশিয়ার সেনারা। ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রুশ আক্রমণ শুরুর পর বর্তমানে সবচেয়ে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে তারা। গত এক মাসে লন্ডনের আয়তনের অর্ধেক পরিমাণ এলাকা দখল করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে গতকাল মঙ্গলবার কিছু বিশ্লেষক ও যুদ্ধবিষয়ক
৩ ঘণ্টা আগেএফবিআই এবং ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি, কাউন্টার টেররিজম পুলিশিং ও নর্থ ওয়েলস পুলিশের যৌথ অভিযানে ২৫ নভেম্বর ওয়েলস থেকে ডেনিয়েল আন্দ্রেয়াস সান দিয়েগোকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে