অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের গাজার ভেতর দিয়ে একটি রাস্তা নির্মাণ করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সদ্য নির্মিত রাস্তাটি পুরো গাজা অঞ্চলকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করেছে, যা পূর্ব থেকে পশ্চিম দিকে চলে গেছে। কৃত্রিম উপগ্রহের সাহায্যে তোলা ছবি বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে বিবিসি।
আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, সৈন্য ও সরঞ্জাম চলাচলের সুবিধার্থে রাস্তাটি নির্মিত হয়েছে। তবে কয়েকজন বিশেষজ্ঞের আশঙ্কা, গাজার উত্তরাঞ্চলে ফিলিস্তিনিদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে রাস্তাটি। এও বলা হচ্ছে, এই পদক্ষেপের মাধ্যমে চলমান যুদ্ধের পরও গাজায় স্থায়ীভাবে অবস্থানের পরিকল্পনা করছে ইসরায়েল।
গাজায় যুদ্ধ শুরুর পর চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, যুদ্ধ-পরবর্তী সময়ে তারা গাজার নিরাপত্তা নিয়ে চিন্তিত। তিনি এটাও স্পষ্ট করেছিলেন, এই গাজার নিয়ন্ত্রণে হামাস থাকবে না, এটাও তিনি চান। নেতানিয়াহু এটাও ইঙ্গিত দিয়েছিলেন, গাজা অঞ্চলে যুদ্ধ-পরবর্তী সময়ে অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণ করবে ইসরায়েল। এরপরই উপগ্রহের ছবি বিশ্লেষণ করে এই রাস্তার খবর পাওয়া গেল।
বিবিসি জানায়, রাস্তাটি গাজার দক্ষিণ, মধ্য ও উত্তরাঞ্চলজুড়ে বিস্তৃত। অর্থাৎ এই একটি মাত্র রাস্তা পুরো গাজা অঞ্চলকে নিরবচ্ছিন্নভাবে যুক্ত করেছে। নাহাল ওজ কিব্বুতজের কাছে ইসরায়েল-গাজা সীমান্ত এলাকা থেকে শুরু হয়ে উপকূলের কাছে গিয়ে শেষ হয়েছে নবনির্মিত রাস্তাটি। মাঝে গাজার দুটি প্রধান রাস্তা সালাহ আল-দিন এবং আল-রশিদ রাস্তাকে যুক্ত করেছে নতুন এই সড়ক।
স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিবিসি জানায়, আগের রাস্তাগুলোকে সংযোগ করে নতুন ও তুলনামূলকভাবে প্রশস্ত এই রাস্তা ৫ কিলোমিটার এলাকাজুড়ে নির্মিত হয়েছে। পূর্ব গাজা অংশে এই সড়ক নির্মাণ করা হয়েছে গত বছরের অক্টোবর ও নভেম্বরে। তবে এর বেশির ভাগ অংশের কাজ চলেছে চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চে। রাস্তাটি নির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল।
ফিলিস্তিনের গাজার ভেতর দিয়ে একটি রাস্তা নির্মাণ করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সদ্য নির্মিত রাস্তাটি পুরো গাজা অঞ্চলকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করেছে, যা পূর্ব থেকে পশ্চিম দিকে চলে গেছে। কৃত্রিম উপগ্রহের সাহায্যে তোলা ছবি বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে বিবিসি।
আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, সৈন্য ও সরঞ্জাম চলাচলের সুবিধার্থে রাস্তাটি নির্মিত হয়েছে। তবে কয়েকজন বিশেষজ্ঞের আশঙ্কা, গাজার উত্তরাঞ্চলে ফিলিস্তিনিদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে রাস্তাটি। এও বলা হচ্ছে, এই পদক্ষেপের মাধ্যমে চলমান যুদ্ধের পরও গাজায় স্থায়ীভাবে অবস্থানের পরিকল্পনা করছে ইসরায়েল।
গাজায় যুদ্ধ শুরুর পর চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, যুদ্ধ-পরবর্তী সময়ে তারা গাজার নিরাপত্তা নিয়ে চিন্তিত। তিনি এটাও স্পষ্ট করেছিলেন, এই গাজার নিয়ন্ত্রণে হামাস থাকবে না, এটাও তিনি চান। নেতানিয়াহু এটাও ইঙ্গিত দিয়েছিলেন, গাজা অঞ্চলে যুদ্ধ-পরবর্তী সময়ে অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণ করবে ইসরায়েল। এরপরই উপগ্রহের ছবি বিশ্লেষণ করে এই রাস্তার খবর পাওয়া গেল।
বিবিসি জানায়, রাস্তাটি গাজার দক্ষিণ, মধ্য ও উত্তরাঞ্চলজুড়ে বিস্তৃত। অর্থাৎ এই একটি মাত্র রাস্তা পুরো গাজা অঞ্চলকে নিরবচ্ছিন্নভাবে যুক্ত করেছে। নাহাল ওজ কিব্বুতজের কাছে ইসরায়েল-গাজা সীমান্ত এলাকা থেকে শুরু হয়ে উপকূলের কাছে গিয়ে শেষ হয়েছে নবনির্মিত রাস্তাটি। মাঝে গাজার দুটি প্রধান রাস্তা সালাহ আল-দিন এবং আল-রশিদ রাস্তাকে যুক্ত করেছে নতুন এই সড়ক।
স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিবিসি জানায়, আগের রাস্তাগুলোকে সংযোগ করে নতুন ও তুলনামূলকভাবে প্রশস্ত এই রাস্তা ৫ কিলোমিটার এলাকাজুড়ে নির্মিত হয়েছে। পূর্ব গাজা অংশে এই সড়ক নির্মাণ করা হয়েছে গত বছরের অক্টোবর ও নভেম্বরে। তবে এর বেশির ভাগ অংশের কাজ চলেছে চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চে। রাস্তাটি নির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশের হাতে ‘ব্যবহারের জন্য প্রস্তুত’ নতুন ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র মজুত আছে। এই ‘ওরেশনিক ক্ষেপণাস্ত্র’কে বাধা দেওয়া যায় না। ইউক্রেনের নিপ্রো শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার এক দিন পর গত শুক্রবার এক অনির্ধারিত টেলিভিশন ভাষণে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগেইয়াসমিন ঈদ বলেন, ‘আমার মেয়েরা ক্ষুধার তাড়নায় তাদের আঙুল চুষে, আর আমি তাদের পিঠে হাত বুলিয়ে ঘুম পাড়াই।’ গাজায় দখলদার ইসরায়েলের চলমান হামলায় জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে উঠছে। খাবারের অভাবে অনেক মানুষ দিনে মাত্র একবেলা খাচ্ছেন।
৩ ঘণ্টা আগেব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করেছেন। এই সফরের অংশ হিসেবে তাঁরা ভারত, পাকিস্তান ও বাংলাদেশেও সফর করতে পারেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্ভাব্য সফরের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের জন্য প্রস্তাবিত সফরের খসড়াও তৈরি করা হচ
১১ ঘণ্টা আগেহেজ ফান্ডের ম্যানেজার স্কট বেসেন্টকে অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬২ বছর বয়সী বেসেন্ট, বিনিয়োগকারী সংস্থা ‘কি স্কয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্টে’র প্রতিষ্ঠাতা।
১২ ঘণ্টা আগে