অনলাইন ডেস্ক
লেবাননের সীমান্তবর্তী এলাকায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। তবে সেখানে হিজবুল্লাহর বাধার মুখে পড়ে এখন পর্যন্ত ৮ জন সেনা হারিয়েছে ইসরায়েল। একই সঙ্গে ইসরায়েলি বাহিনীর ৩টি ট্যাংক ধ্বংস করার দাবি করেছে হিজবুল্লাহ। লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলি দখলদার বাহিনী এই ৮ সেনা নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এ ছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। এক বিবৃতিতে গতকাল বুধবার রাতে আইডিএফ জানিয়েছে, নিহতদের মধ্যে ২ জন ক্যাপ্টেনও আছেন।
ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, এই ৮ জন সেনা পৃথক দুটি অবস্থানে নিহত হয়েছে। লেবাননের সীমান্তবর্তী দুটি অবস্থানে ইসরায়েলি দখলদার বাহিনী ও হিজবুল্লাহর সদস্যরা খুব কাছাকাছি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়লে ওই ৮ সেনা মারা যায়। এ ছাড়া, আইডিএফের ইগোজ কমান্ডো ইউনিটের ১ কর্মকর্তাসহ ৫ সেনা গুরুতর আহত হয়েছেন।
দখলদার ইসরায়েলি বাহিনীর সেনাদের সরিয়ে দিতে অভিযান চালাচ্ছে হিজবুল্লাহও। ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে মর্টার শেল ও রকেট নিক্ষেপ করছে তারা। দক্ষিণ লেবাননে অবস্থানরত আল-মায়েদিনের সংবাদদাতা জানিয়েছেন, আইতা আল-শাব জুড়ে অবস্থিত ইসরায়েলি সামরিক অবস্থানে ব্যাপক রকেট হামলা করেছে হিজবুল্লাহ।
এদিকে, হিজবুল্লাহ এক বিবৃতিতে দাবি করেছে—তাদের যোদ্ধারা ইসরায়েলের ৩টি মেরকাভা ট্যাংক ধ্বংস করে দিয়েছে। গাইডেড মিসাইল বা নির্ভুল নিশানার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই ট্যাংকগুলো ধ্বংস করা হয়েছে। দক্ষিণ লেবাননের মারুন আল-রাস শহরের কাছে সেগুলোকে ধ্বংস করা হয়।
আজ বৃহস্পতিবার সকালের লড়াইয়ের বিষয়ে হিজবুল্লাহর একটি সূত্র আল মায়েদিনকে বলেছে, ‘আমাদের যোদ্ধারা যে মহাকাব্যিক বীরত্ব ইসরায়েলি এলিট বাহিনীর বিরুদ্ধে দক্ষিণ লেবাননে দেখিয়েছে তাতে দখলদার বাহিনীর বেশ কয়েকজন নিহত এবং ৮০ জনেরও বেশি সৈন্য ও কর্মকর্তা আহত হয়েছে। পাঁচটি ট্যাংক ধ্বংস হয়েছে।’
লেবাননের সীমান্তবর্তী এলাকায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। তবে সেখানে হিজবুল্লাহর বাধার মুখে পড়ে এখন পর্যন্ত ৮ জন সেনা হারিয়েছে ইসরায়েল। একই সঙ্গে ইসরায়েলি বাহিনীর ৩টি ট্যাংক ধ্বংস করার দাবি করেছে হিজবুল্লাহ। লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলি দখলদার বাহিনী এই ৮ সেনা নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এ ছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। এক বিবৃতিতে গতকাল বুধবার রাতে আইডিএফ জানিয়েছে, নিহতদের মধ্যে ২ জন ক্যাপ্টেনও আছেন।
ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, এই ৮ জন সেনা পৃথক দুটি অবস্থানে নিহত হয়েছে। লেবাননের সীমান্তবর্তী দুটি অবস্থানে ইসরায়েলি দখলদার বাহিনী ও হিজবুল্লাহর সদস্যরা খুব কাছাকাছি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়লে ওই ৮ সেনা মারা যায়। এ ছাড়া, আইডিএফের ইগোজ কমান্ডো ইউনিটের ১ কর্মকর্তাসহ ৫ সেনা গুরুতর আহত হয়েছেন।
দখলদার ইসরায়েলি বাহিনীর সেনাদের সরিয়ে দিতে অভিযান চালাচ্ছে হিজবুল্লাহও। ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে মর্টার শেল ও রকেট নিক্ষেপ করছে তারা। দক্ষিণ লেবাননে অবস্থানরত আল-মায়েদিনের সংবাদদাতা জানিয়েছেন, আইতা আল-শাব জুড়ে অবস্থিত ইসরায়েলি সামরিক অবস্থানে ব্যাপক রকেট হামলা করেছে হিজবুল্লাহ।
এদিকে, হিজবুল্লাহ এক বিবৃতিতে দাবি করেছে—তাদের যোদ্ধারা ইসরায়েলের ৩টি মেরকাভা ট্যাংক ধ্বংস করে দিয়েছে। গাইডেড মিসাইল বা নির্ভুল নিশানার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই ট্যাংকগুলো ধ্বংস করা হয়েছে। দক্ষিণ লেবাননের মারুন আল-রাস শহরের কাছে সেগুলোকে ধ্বংস করা হয়।
আজ বৃহস্পতিবার সকালের লড়াইয়ের বিষয়ে হিজবুল্লাহর একটি সূত্র আল মায়েদিনকে বলেছে, ‘আমাদের যোদ্ধারা যে মহাকাব্যিক বীরত্ব ইসরায়েলি এলিট বাহিনীর বিরুদ্ধে দক্ষিণ লেবাননে দেখিয়েছে তাতে দখলদার বাহিনীর বেশ কয়েকজন নিহত এবং ৮০ জনেরও বেশি সৈন্য ও কর্মকর্তা আহত হয়েছে। পাঁচটি ট্যাংক ধ্বংস হয়েছে।’
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
৮ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
৮ ঘণ্টা আগেমার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে
৮ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিশ্চিত করেছেন, আগামী ২৪ নভেম্বর তাঁর দল রাজধানী ইসলামাবাদে যে বিক্ষোভের পরিকল্পনা করেছে তা স্থগিত করলে, তাঁকে মুক্তি দেওয়া হবে বলে ‘প্রস্তাব’ এসেছে। পিটিআইয়ের শীর্ষ নেতাদের কাছে পাকিস্তান সরকার এই প্রস্তাব দিয়েছে
৮ ঘণ্টা আগে