অনলাইন ডেস্ক
চরম ডানপন্থী ইসরায়েলি সরকার ফিলিস্তিনের পশ্চিম তীরে ৫ হাজার ৭০০ নতুন বসতি স্থাপনের পরিককল্পনা করায় বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। পশ্চিম তীরে ইহুদিদের নতুন বসতি স্থাপনে মার্কিন প্রশাসনের বিরোধিতার মধ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।
মার্কিন সরকারের এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, ওয়াশিংটন ইসরায়েলের এই পরিকল্পনায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’।
গত সপ্তাহে ফিলিস্তিনিদের গুলিতে চার নতুন ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত হয়েছেন। বসত গাড়া নতুন ইসরায়েলিদের সঙ্গে ফিলিস্তিনিদের এমন সহিংসতা দিনে দিনে বাড়ছে।
গত বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফের ক্ষমতায় আসার পর থেকে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়েছে। নেতানিয়াহুর জাতীয়তাবাদী-ধর্মীয় জোট পশ্চিম তীরে ইসরায়েলিদের উপস্থিতি বাড়ানোর অঙ্গীকার করেছে।
ইসরায়েলি বসতি স্থাপন বিরোধী গ্রুপ ‘পিস নাউ’-এর মতে, গত ছয় মাসে এই অঞ্চলে ১৩ হাজারেরও বেশি বসতি স্থাপন করা হয়েছে, যা গত বছরের পুরো সময়ের তুলনায় তিন গুণ।
সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলি সরকার পশ্চিম তীর সম্পূর্ণভাবে দখলের পরিকল্পনা করছে। আমাদের দ্রুত সেখানে বসতি স্থাপন করতে বাধ্য করছে।’
বিশ্বের বেশির ভাগ দেশ ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর সিনাই অঞ্চল দখল ও বসতি নির্মাণের নিন্দা জানিয়ে আসছে। আন্তর্জাতিক আইনেও এটি অবৈধ। তবে বরাবরই তা অস্বীকার করে আসছে ইসরায়েল।
মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র পশ্চিম তীরে বসতি স্থাপন সম্প্রসারণের নিন্দা করে বলেছেন, এটি দুই রাষ্ট্র সমাধানের শান্তিপূর্ণ সহাবস্থানকে ক্ষুণ্ন করে, উত্তেজনা বাড়ায় এবং দুই পক্ষের মধ্যে আস্থাহীনতা তৈরি করে।
গত সপ্তাহে ফিলিস্তিনিদের গুলিতে চার ইসরায়েলি নিহতের পর ইসরায়েলি সরকার ‘এলি’ এলাকায় নতুন করে আরও ১ হাজার বসতি স্থাপনের পরিকল্পনা করছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, বন্দুকধারীরা তাদের সদস্য।
সেই হামলার পর নতুন বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি গ্রামে তাণ্ডব চালায়। বাড়িঘরে আগুন দেয় এবং এক ফিলিস্তিনিকে হথ্যা করে। এরপর ইসরায়েলের সামরিক বাহিনী, পুলিশ ও শিন বেট নিরাপত্তা পরিষেবার প্রধানেরা আইন হাতে তুলে নেওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে একটি অস্বাভাবিক যৌথ বিবৃতি দেয়। এই পদক্ষেপ ইসরায়েলি শাসক জোটের ডানপন্থী সদস্যদের মধ্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি করে।
চরম ডানপন্থী ইসরায়েলি সরকার ফিলিস্তিনের পশ্চিম তীরে ৫ হাজার ৭০০ নতুন বসতি স্থাপনের পরিককল্পনা করায় বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। পশ্চিম তীরে ইহুদিদের নতুন বসতি স্থাপনে মার্কিন প্রশাসনের বিরোধিতার মধ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।
মার্কিন সরকারের এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, ওয়াশিংটন ইসরায়েলের এই পরিকল্পনায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’।
গত সপ্তাহে ফিলিস্তিনিদের গুলিতে চার নতুন ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত হয়েছেন। বসত গাড়া নতুন ইসরায়েলিদের সঙ্গে ফিলিস্তিনিদের এমন সহিংসতা দিনে দিনে বাড়ছে।
গত বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফের ক্ষমতায় আসার পর থেকে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়েছে। নেতানিয়াহুর জাতীয়তাবাদী-ধর্মীয় জোট পশ্চিম তীরে ইসরায়েলিদের উপস্থিতি বাড়ানোর অঙ্গীকার করেছে।
ইসরায়েলি বসতি স্থাপন বিরোধী গ্রুপ ‘পিস নাউ’-এর মতে, গত ছয় মাসে এই অঞ্চলে ১৩ হাজারেরও বেশি বসতি স্থাপন করা হয়েছে, যা গত বছরের পুরো সময়ের তুলনায় তিন গুণ।
সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলি সরকার পশ্চিম তীর সম্পূর্ণভাবে দখলের পরিকল্পনা করছে। আমাদের দ্রুত সেখানে বসতি স্থাপন করতে বাধ্য করছে।’
বিশ্বের বেশির ভাগ দেশ ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর সিনাই অঞ্চল দখল ও বসতি নির্মাণের নিন্দা জানিয়ে আসছে। আন্তর্জাতিক আইনেও এটি অবৈধ। তবে বরাবরই তা অস্বীকার করে আসছে ইসরায়েল।
মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র পশ্চিম তীরে বসতি স্থাপন সম্প্রসারণের নিন্দা করে বলেছেন, এটি দুই রাষ্ট্র সমাধানের শান্তিপূর্ণ সহাবস্থানকে ক্ষুণ্ন করে, উত্তেজনা বাড়ায় এবং দুই পক্ষের মধ্যে আস্থাহীনতা তৈরি করে।
গত সপ্তাহে ফিলিস্তিনিদের গুলিতে চার ইসরায়েলি নিহতের পর ইসরায়েলি সরকার ‘এলি’ এলাকায় নতুন করে আরও ১ হাজার বসতি স্থাপনের পরিকল্পনা করছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, বন্দুকধারীরা তাদের সদস্য।
সেই হামলার পর নতুন বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি গ্রামে তাণ্ডব চালায়। বাড়িঘরে আগুন দেয় এবং এক ফিলিস্তিনিকে হথ্যা করে। এরপর ইসরায়েলের সামরিক বাহিনী, পুলিশ ও শিন বেট নিরাপত্তা পরিষেবার প্রধানেরা আইন হাতে তুলে নেওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে একটি অস্বাভাবিক যৌথ বিবৃতি দেয়। এই পদক্ষেপ ইসরায়েলি শাসক জোটের ডানপন্থী সদস্যদের মধ্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি করে।
ভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
২৪ মিনিট আগেমানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য। গতকাল নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
৩০ মিনিট আগেআয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পরোয়ানা জারি করায় বেনিয়ামিন নেতানিয়াহু আয়ারল্যান্ডে এলে তাকে গ্রেপ্তার করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি প
২ ঘণ্টা আগেনিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ‘মানবতার শত্রু’ বলে অবহিত করেছেন নেতানিয়াহু। হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত, মানবতাকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আজ সেটি মানবতার শত্রুতে পরিণত হয়েছে।
৩ ঘণ্টা আগে