অনলাইন ডেস্ক
সৌদি আরবের সঙ্গে সরাসরি হজ ফ্লাইট চালু করতে চাচ্ছে ইসরায়েল। আগামী মাসে এই ফ্লাইট চালু হতে পারে বলে আশাবাদও ব্যক্ত করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
২০২০ সালে উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপনে সমর্থন দিয়েছিল সৌদি আরব। তবে ফিলিস্তিনিদের রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে আগে সমাধান হওয়া উচিত জানিয়ে ইসরায়েলের সঙ্গে সে অর্থে সম্পর্ক উন্নয়ন করেনি সৌদি আরব।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েন, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন এবং বেনিয়ামিন নেতানিয়াহুর উত্থানের কারণে ইসরায়েলের সঙ্গে সম্পর্কে উন্নতির সম্ভাবনা আরও কমে যায়।
নেতানিয়াহুর পূর্বসূরি ইয়ার লাপিদ গত ১০ মার্চ বলেছিলেন, গত বছর প্রধানমন্ত্রী হিসাবে তিনি ইসরায়েল থেকে প্রথম সরাসরি হজ ফ্লাইটের বিষয়ে সৌদির সম্মতি পেয়েছেন। এক মার্কিন কর্মকর্তাও গত বছরের জুনে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ ধরনের ইঙ্গিত দিয়েছিলেন। তবে এ বিষয়ে রিয়াদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সৌদি মক্কায় আসন্ন জুন-আগস্টে হজযাত্রার জন্য সরাসরি ফ্লাইট হবে কিনা জানতে চাইলে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেন, একটি আবেদন জমা দেওয়া হয়েছে। ইসরায়েলের আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বিষয়টি আলোচনায় রয়েছে। কোনো অগ্রগতি আছে কিনা তা আমি বলতে পারব না। তবে আমি আশাবাদী যে সৌদি আরবের সঙ্গে শান্তি কর্মসূচি এগিয়ে নিতে পারব।’
প্রতি বছর হজ মৌসুমে বিশ্বের লাখ লাখ মুসল্লি সৌদি আরব যান। ইসরায়েল এবং ফিলিস্তিন থেকেও বিপুলসংখ্যক মুসলিম সৌদিতে যান, কিন্তু সরাসরি ফ্লাইট না থাকায় তাদের তৃতীয় কোনো দেশ হয়ে সৌদিতে পৌঁছাতে হয়।
হজ সম্পর্কিত আরও পড়ুন:
সৌদি আরবের সঙ্গে সরাসরি হজ ফ্লাইট চালু করতে চাচ্ছে ইসরায়েল। আগামী মাসে এই ফ্লাইট চালু হতে পারে বলে আশাবাদও ব্যক্ত করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
২০২০ সালে উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপনে সমর্থন দিয়েছিল সৌদি আরব। তবে ফিলিস্তিনিদের রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে আগে সমাধান হওয়া উচিত জানিয়ে ইসরায়েলের সঙ্গে সে অর্থে সম্পর্ক উন্নয়ন করেনি সৌদি আরব।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েন, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন এবং বেনিয়ামিন নেতানিয়াহুর উত্থানের কারণে ইসরায়েলের সঙ্গে সম্পর্কে উন্নতির সম্ভাবনা আরও কমে যায়।
নেতানিয়াহুর পূর্বসূরি ইয়ার লাপিদ গত ১০ মার্চ বলেছিলেন, গত বছর প্রধানমন্ত্রী হিসাবে তিনি ইসরায়েল থেকে প্রথম সরাসরি হজ ফ্লাইটের বিষয়ে সৌদির সম্মতি পেয়েছেন। এক মার্কিন কর্মকর্তাও গত বছরের জুনে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ ধরনের ইঙ্গিত দিয়েছিলেন। তবে এ বিষয়ে রিয়াদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সৌদি মক্কায় আসন্ন জুন-আগস্টে হজযাত্রার জন্য সরাসরি ফ্লাইট হবে কিনা জানতে চাইলে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেন, একটি আবেদন জমা দেওয়া হয়েছে। ইসরায়েলের আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বিষয়টি আলোচনায় রয়েছে। কোনো অগ্রগতি আছে কিনা তা আমি বলতে পারব না। তবে আমি আশাবাদী যে সৌদি আরবের সঙ্গে শান্তি কর্মসূচি এগিয়ে নিতে পারব।’
প্রতি বছর হজ মৌসুমে বিশ্বের লাখ লাখ মুসল্লি সৌদি আরব যান। ইসরায়েল এবং ফিলিস্তিন থেকেও বিপুলসংখ্যক মুসলিম সৌদিতে যান, কিন্তু সরাসরি ফ্লাইট না থাকায় তাদের তৃতীয় কোনো দেশ হয়ে সৌদিতে পৌঁছাতে হয়।
হজ সম্পর্কিত আরও পড়ুন:
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করেছেন। এই সফরের অংশ হিসেবে তাঁরা ভারত, পাকিস্তান ও বাংলাদেশেও সফর করতে পারেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্ভাব্য সফরের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের জন্য প্রস্তাবিত সফরের খসড়াও তৈরি করা হচ
৭ ঘণ্টা আগেহেজ ফান্ডের ম্যানেজার স্কট বেসেন্টকে অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬২ বছর বয়সী বেসেন্ট, বিনিয়োগকারী সংস্থা ‘কি স্কয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্টে’র প্রতিষ্ঠাতা।
৭ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর প্রধান বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। গতকাল শুক্রবার ফ্লোরিডার পাম বিচে বৈঠক করেন ট্রাম্প ও ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি রুটের সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাৎ।
১১ ঘণ্টা আগেআরজি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রাজ্যটির ছয় বিধানসভার উপনির্বাচনে। ছয় আসনেই ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল।
১২ ঘণ্টা আগে