নাসরুল্লাহর মরদেহ ‘অক্ষত’ অবস্থায় উদ্ধার

অনলাইন ডেস্ক
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২২: ৪৯
Thumbnail image

শুক্রবার রাতে ইসরায়েলের অতর্কিত হামলার পর থেকেই খোঁজ ছিল না লেবাননের সশস্ত্র হিজবুল্লাহ গোষ্ঠীর প্রধান হাসান নাসরুল্লাহর। তবে সূত্রের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চল থেকে হিজবুল্লাহ প্রধানের মরদেহ উদ্ধার হয়েছে। এমনকি ওই মরদেহ অক্ষত অবস্থায় পাওয়া গেছে। 

শুক্রবার রাতে ইসরায়েলের অতর্কিত হামলার পর প্রাথমিকভাবে হিজবুল্লাহ গোষ্ঠী দাবি করেছিল, তাদের দলের প্রধান ভালোই আছেন। তবে পরদিন শনিবার সকালেই ইসরায়েল দাবি করে, নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে। দিনের শেষে নাসরুল্লাহর মৃত্যু স্বীকার করে নেয় হিজবুল্লাহও। 

সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, নাসরুল্লাহর মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই। এটি অক্ষত অবস্থাতেই আছে। তবে ইসরায়েলের বিমান হামলায় তাঁর মৃত্যু হয়েছে। হামলার কয়েক ঘণ্টা আগে নাসরুল্লাহ কোথায় আছেন, তা জানিয়ে দেয় ইরানের এক গুপ্তচর। 

আজ রোববার সকালে নাসরুল্লাহর মরদেহ উদ্ধারের খবরে শোরগোল পড়ে যায়। তবে এই খবরের সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। পুরো বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে বিশ্ব গণমাধ্যম। 

ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, নাসরুল্লাহসহ হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতাকেই বিমান হামলায় হত্যা করেছে তারা। বিবিসির একটি প্রতিবেদনে হিজবুল্লাহর প্রথম সারির ২০ নেতাকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে। 

শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত লেবাননের দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিগুলো লক্ষ্য করে টানা বিমান হামলা চালায় ইসরায়েল। বৈরুতের জনবসতি এলাকায়ও বোমাবর্ষণ করা হয়। হিজবুল্লাহর প্রধানসহ শীর্ষ বাকি নেতাদের হত্যা করাই ছিল এই হামলার উদ্দেশ্য। শুক্রবার রাতে বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মেয়ে জইনব নাসরুল্লাহও নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত