হিজবুল্লাহর পেজার বিস্ফোরণে নাম জড়ানো ভারতীয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১৮: ২৭

লেবাননে হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা পেজার বিস্ফোরণের তদন্তে এক ভারতীয় বংশোদ্ভূত যুবকের নাম উঠে এসেছিল। রিনসন হোসে নামের এই যুবক বর্তমানে নরওয়ের নাগরিক। উচ্চ শিক্ষার জন্য কেরালার ওয়েনাড থেকে নরওয়েতে গিয়েছিলেন তিনি। বর্তমানে পূর্ব ইউরোপের দেশ বুলগেরিয়ায় তাঁর মালিকানাধীন একটি কোম্পানিও রয়েছে। 

হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্যবস্তু করে ইসরায়েলের বিমান হামলা চালানোর আগে গত ১৮ সেপ্টেম্বর ওই গোষ্ঠীর সদস্যদের ব্যবহৃত পেজারগুলো একযোগে বিস্ফোরিত হলে ৩৯ জন নিহত এবং সহস্রাধিক আহত হন। এই ঘটনার পর প্রাথমিক তদন্তে জানা যায়, ৩৭ বছর বয়সী রিনসন হোসের কোম্পানিই লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে পেজার সরবরাহ করেছিল। এর কয়েক মাস আগেই হিজবুল্লাহ গোষ্ঠী তাইওয়ানের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পাঁচ হাজার পেজারের ক্রয়াদেশ দিয়েছিল। অভিযোগ রয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যরা এই পেজারগুলোর চালানে হস্তক্ষেপ করে প্রতিটি ডিভাইসের সঙ্গে অল্প পরিমাণ বিস্ফোরক উপকরণ যুক্ত করে দিয়েছিল। 

বুলগেরিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা ডিএএনএসের তথ্যমতে, পেজারগুলো তৈরি ও বিক্রি করেছিল নর্টা গ্লোবাল লিমিটেড নামে একটি কোম্পানি। ২০২২ সালে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় এই কোম্পানিটি নিবন্ধিত হয়। এই প্রতিষ্ঠানেই ভারতীয় বংশোদ্ভূত রিনসন হোসের মালিকানা রয়েছে। 

তবে প্রথমে স্বীকার করে নিলেও একদিন পর বুলগেরিয়ার নিরাপত্তা সংস্থা দাবি করেছিল, বিস্ফোরণে ব্যবহৃত পেজারগুলো তাদের দেশে আমদানি, রপ্তানি বা উৎপাদন কিছুই করা হয়নি। 

নর্টা গ্লোবাল লিমিটেড কোম্পানিও আন্তর্জাতিক এক বার্তা সংস্থাকে জানায়, এই কোম্পানি এবং এর মালিক এমন কোনো পণ্যদ্রব্য বিক্রয় বা ক্রয়ের সঙ্গে জড়িত নন, যা জঙ্গিদের অর্থায়ন সম্পর্কিত আইনের আওতায় পড়ে। 

এ অবস্থায় নরওয়ের রাজধানী অসলোর পুলিশ জানিয়েছে, তারা রিনসন হোসের সঙ্গে সম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য প্রাথমিক তদন্ত শুরু করেছে। কিন্তু আজ মঙ্গলবার (১ অক্টোবর) এএফপি জানিয়েছে, লেবাননে পেজার বিস্ফোরণের পর থেকেই খোঁজ মিলছে না ভারতীয় বংশোদ্ভূত নরওয়ের নাগরিক রিনসন হোসের। 

লেবাননে পেজার বিস্ফোরণে নাম জড়ানোর ফলে রিনসন হোসের খুঁজে বেড়াচ্ছে নরওয়ে সহ একাধিক দেশের তদন্তকারী সংস্থা। তাঁকে খুঁজে বের করার জন্য ইন্টারপোল থেকে ‘ইয়েলো নোটিশ’ জারি করিয়েছে নরওয়ের জাতীয় তদন্তকারী সংস্থা ক্রিপোস। 

নরওয়ে পুলিশ জানিয়েছে, লেবাননে পেজার বিস্ফোরণের পর থেকেই রিনসনের খোঁজ পাওয়া যাচ্ছে না। সেই কারণেই তাঁর খোঁজে ইন্টারপোল থেকে ‘ইয়েলো নোটিশ’ জারি করানো হয়েছে। 

ইন্টারপোল হলো একাধিক দেশের তদন্তকারী সংস্থার তথ্য আদান-প্রদানের জন্য একটি আন্তর্জাতিক মঞ্চ। ইন্টারপোল কোনো নোটিশ জারি করার অর্থ প্রতিটি সদস্য দেশের তদন্তকারী সংস্থা সে বিষয়ে সজাগ থাকবে। নরওয়ের ক্ষেত্রে দেশটির জাতীয় তদন্তকারী সংস্থা ক্রিপোস এই দায়িত্বে রয়েছে। 

এএফপির পক্ষ থেকে এই বিষয়ে ক্রিপোসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তারাও নিশ্চিত করেছে, রিনসনের বিরুদ্ধে আন্তর্জাতিক পরোয়ানা জারি করার কথা। 

সংবাদ সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের (আইএএনএস) তথ্য অনুযায়ী, কয়েক বছর আগে উচ্চশিক্ষার জন্য নরওয়েতে গিয়েছিলেন ভারতীয় যুবক হোসে। তাঁর লিংকডইন প্রোফাইল থেকে জানা যায়, নরওয়ের প্রেস গ্রুপ ডিএন মিডিয়ার কাস্টমার কেয়ারে প্রায় পাঁচ বছর কাজ করেছেন তিনি। ডিএন মিডিয়া ভার্দেনস নামে একটি সংবাদপত্রকে জানিয়েছে, কাজের জন্য বিদেশে সফরে রয়েছেন হোসে। তবে বর্তমানে তারাও হোসের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। 

স্বজনদের বরাত দিয়ে আইএএনএস আরও জানিয়েছে, স্ত্রীকে নিয়ে হোসে নরওয়ের অসলোতে বসবাস করেন। লন্ডনে তাঁর এক যমজ ভাইও রয়েছেন। জানা গেছে, হোসের প্রতিষ্ঠিত নর্টা গ্লোবাল গত বছর ইউরোপীয় ইউনিয়নের বাইরে পরামর্শক হিসেবে কাজ করে প্রায় ৭ লাখ ২৫ হাজার ডলার (প্রায় ৬ কোটি টাকা) আয় করেছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত