সৌদি আরবে স্ন্যাপচ্যাট ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার, সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়াকড়ি

অনলাইন ডেস্ক
Thumbnail image

সামাজিক যোগাযোগের মাধ্যমে মতপ্রকাশে কড়াকড়ি আরোপ করছে সৌদি আরব। সম্প্রতি স্ন্যাপচ্যাটে জনপ্রিয় এক গবেষককে গ্রেপ্তার করা হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে। 

গ্রেপ্তার মোহাম্মদ আলহাজ্জি গণস্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি করেছেন। এর আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচনা ও নারী অধিকার নিয়ে সোচ্চার হওয়ায় অনেক সামাজিক মাধ্যমে জনপ্রিয় অনেক সমালোচক আটক ও গুমের শিকার হয়েছেন।   

আলহাজ্জির আটকের বিষয়ে বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাটি দুটি উৎস থেকে নিশ্চিত করা হয়েছে বলে দ্য গার্ডিয়ান দাবি করেছে। 

প্রতিবেদনে বলা হয়, আলহাজ্জি অরাজনৈতিক ব্যক্তি এবং তিনি সৌদি আরবের সরকারের সমর্থক। তারপরও তাকে কেন আটক করা হলো- তা সেবিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। 

গত রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদে এক অনুষ্ঠানে আলহাজ্জির বক্তৃতা দেওয়ার কথা ছিল। একজন পর্যবেক্ষককে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, এই বক্তৃতা নিয়ে এক্স (টুইটার) প্ল্যাটফর্মে একটি পোস্ট ছিল। সেটা কিছুদিন আগে সরিয়ে ফেলা হয়েছে। 

এর আগে সৌদি আরবে ২৯ বছর বয়সী শরীরচর্চা প্রশিক্ষক ও শিল্পী মানহাল আল ওতায়িবিকে গ্রেপ্তার করা হয়। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের ক্ষমতায়ন নিয়ে লেখালেখি করতেন। ওতায়িবির বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ ‘সোসাইটিইজরেডি’ ব্যবহার করেছেন। এর মধ্য দিয়ে নারীর ওপর পুরুষের আধিপত্য বন্ধের বার্তা দেওয়া হয়।

মানসুর আল রাকিবা নামে স্নাপচ্যাটে বেশ জনপ্রিয় এক ইনফ্লুয়েন্সারকে সম্প্রতি ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার অ্যাকাউন্টে গোপনে যুবরাজের সমালোচনা করেছেন। স্নাপচ্যাটে তাঁর ২০ লাখ অনুসারী আছে। 

২০১৮ সালে নিষ্ঠুরভাবে খুন হওয়ার আগে সৌদি সাংবাদিক জামাল খাসোগি ওয়াশিংটন পোস্টের এক কলামে যুবরাজ সরকারের এ ধরনের গ্রেপ্তারের সমালোচনা করেন। ‘রাজতন্ত্রের নেতৃত্বের বিরুদ্ধ মত পোষণ করলেও বুদ্ধিজীবী ও ধর্মীয় ব্যক্তিদের জনসম্মুখে হেয় করা হয়’ বলেও সেই নিবন্ধে তিনি তেল ধরেছিলেন।   

যুক্তরাজ্যভিত্তিক সৌদি ভিন্নমতাবলম্বী ও মানবাধিকার গ্রুপ এএলকিউএসটির প্রতিষ্ঠাতা ইয়াহইয়া ইব্রাহিম আসিরি বলেন, খাসোগি পাঁচ বছর আগে যে ‘গণগ্রেপ্তারের’ কথা বলেছিলেন, তা এখন আর হচ্ছে না। 

এখন ভিন্নমত দমনের ভিন্ন কৌশলের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, এখন কেউ দুর্নীতি বা অনিয়মের বিরুদ্ধে সমালোচনা করতে পারে না। ভবিষ্যতে সরকারবিরোধী মতপ্রকাশ করতে পারে এমন মানুষদেরও সৌদি কর্তৃপক্ষ টার্গেট করছে। আলহাজ্জি কর্তৃপক্ষের সমালোচনা না করলে অনেকের মত তাকেও অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। 

স্নাপচ্যাটে আলহাজ্জির ভ্যারিফাইড অ্যাকাউন্ট আছে। এক্স প্লাটফর্মে তাঁর ৩৮ লাখ ৫ হাজার অনুসারী আছে। তিনি যুক্তরাষ্ট্র থেকে সফলতার সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। আলহাজ্জ তার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সৌদির দর্শকদের গণস্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে চেয়েছেন। 

২০২০ সালে আলহাজ্জ টেমপল বিশ্ববিদ্যালয়ে পিএইচডি শেষ করেন। তিনি রক্তে ‘সিকল সেল’ রোগের বিস্তার নিয়ে গবেষণা করেন। এটি সৌদি আরব প্রদেশের জিনতাত্ত্বিক রোগ। এ নিয়ে গবেষণা করার জন্য আমেরিকান পাবলিক হেল্থ অ্যাসোসিয়েশন জিনোমিক্স ফোরাম ও সোসাইটি অব বিহেভিওরাল মেডিসিন থেকে পদক পান। 

খাসোগির ঘনিষ্ঠ ছিলেন কানাডাভিত্তিক সৌদিপ্রবাসী ওমর আবদুল আজিজ। তিনি বলেন, আলহাজ্জির গ্রেপ্তারের বিষয়টি ‘আশ্চর্যজনক’। কারণ আলহাজ্জি বর্তমান সৌদি সরকারকে সমর্থন করতেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলো সৌদি আরবের ব্যবহারকারীদের গুম ও আটক নিয়ে কোনো মন্তব্য করেনি। এমনকি নুরা আল–কাহতানি ও সালমা আল–শীহাবের মত দুই নারীর কয়েক দশকের বেশি সময়ের সাজা নিয়েও কিছু বলেননি। 

স্নাপচ্যাটের সিইও ও প্রতিষ্ঠাতা ইভান স্পাইগেল ২০২২ সালের ডিসেম্বরে সৌদি আরব সফর করেন। সেখানে কোম্পানিটির ২ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে। এর মধ্যে আনুমানিক ১৩ থেকে ৩৪ বছর বয়সীদের ৯০ শতাংশ আলহাজ্জির গ্রেপ্তারের প্রতিবাদ জানান।

ওয়াশিংটনের সৌদি আরবের দূতাবাস থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত