অনলাইন ডেস্ক
পশ্চিম তীরের গাজায় রোববার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামাসের অস্ত্র তৈরির কারখানা ও ভূগর্ভস্থ সুড়ঙ্গ লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার সন্ধ্যায় ইসরায়েলে একটি রকেট ভূপাতিত হয়। উন্মুক্ত স্থান হওয়ায় এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কোনো গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। মূলত এই রকেট হামলার জবাবেই গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই উত্তপ্ত অবস্থায় রয়েছে পশ্চিম তীরের গাজা উপত্যকা। গত সপ্তাহ থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ গেছে ১০ ফিলিস্তিনির। সবশেষ ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন আম্মার মিফতাহ নামের ২৩ বছর বয়সী এক যুবক। ওই যুবককে গুলির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় আম্মার মিফতাহকে হত্যার নিন্দা জানিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান জোসেপ বোরেল এক বিবৃতিতে বলেছেন, ‘পশ্চিম তীরে অব্যাহতভাবে সহিংসতা বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে।’
জোসেপ বোরেল বলেন, ‘ইসরায়েলি বাহিনীর গুলিতে সবশেষ আম্মার মিফতাহ নিহতের ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা অগ্রহণযোগ্য। এগুলোর তদন্ত হওয়া উচিত এবং এসবের পূর্ণ জবাবদিহি থাকতে হবে।’
চলতি বছর এ পর্যন্ত গাজা উপত্যকা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ২০৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
পশ্চিম তীরের গাজায় রোববার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামাসের অস্ত্র তৈরির কারখানা ও ভূগর্ভস্থ সুড়ঙ্গ লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার সন্ধ্যায় ইসরায়েলে একটি রকেট ভূপাতিত হয়। উন্মুক্ত স্থান হওয়ায় এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কোনো গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। মূলত এই রকেট হামলার জবাবেই গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই উত্তপ্ত অবস্থায় রয়েছে পশ্চিম তীরের গাজা উপত্যকা। গত সপ্তাহ থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ গেছে ১০ ফিলিস্তিনির। সবশেষ ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন আম্মার মিফতাহ নামের ২৩ বছর বয়সী এক যুবক। ওই যুবককে গুলির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় আম্মার মিফতাহকে হত্যার নিন্দা জানিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান জোসেপ বোরেল এক বিবৃতিতে বলেছেন, ‘পশ্চিম তীরে অব্যাহতভাবে সহিংসতা বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে।’
জোসেপ বোরেল বলেন, ‘ইসরায়েলি বাহিনীর গুলিতে সবশেষ আম্মার মিফতাহ নিহতের ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা অগ্রহণযোগ্য। এগুলোর তদন্ত হওয়া উচিত এবং এসবের পূর্ণ জবাবদিহি থাকতে হবে।’
চলতি বছর এ পর্যন্ত গাজা উপত্যকা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ২০৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজায় যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরুর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। আজ শনিবার ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে অটল প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গে কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা গ্রেপ্তার স্থানীয় পুলিশ স্বেচ্ছাসেবী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন আদালত। আগামী সোমবার তাঁর সাজা ঘোষণা করা হবে। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
২ ঘণ্টা আগেগাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
৩ ঘণ্টা আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
৪ ঘণ্টা আগে