অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় বিগত এক বছর ধরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দখলদার রাষ্ট্রটির হামলায় অঞ্চলটিতে এখন পর্যন্ত প্রায় ৪৩ হাজার মানুষ নিহত হয়েছেন। নিহতদের ৪০ শতাংশ অর্থাৎ ১৭ হাজারের বেশি শিশু। গাজা প্রশাসনের জনসংযোগ বিভাগের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। দখলদার ইহুদি রাষ্ট্রটির হামলায় এখন পর্যন্ত গাজায় ৪২ হাজার ৮৮৫ জন নিহত হয়েছে। এই সময়ে আহত হয়েছে অন্তত ১ লাখ ৫৪৪ জন।
গাজার জনসংযোগ কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চলা ইসরায়েলের ৩৮৫ দিনের আগ্রাসনে ৩ হাজার ৭৩৮টি হত্যাকাণ্ড সংঘটিত করেছে ইসরায়েল। এসব হত্যাকাণ্ডে ৪২ হাজার ৮৮৫ জন নিহত হয়েছে। নিহতদের ৪০ শতাংশ অর্থাৎ, ১৭ হাজার ২১০ জন শিশু। এই সময়ে, ইসরায়েলি হামলায় ১ হাজার ৪৭ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছে।
এ ছাড়া, ইসরায়েলি আগ্রাসনে গাজার জরুরি সেবা বিভাগের ৮৩ কর্মী নিহত হয়েছে এবং সাংবাদিক নিহত হয়েছে ১৭৭ জন। প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ১ হাজার ২০৬টি পরিবার স্রেফ নিশ্চিহ্ন হয়ে গেছে। অর্থাৎ, এসব পরিবারের সবাই মারা গেছে।
গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধ ও গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে রাখায় ৩৭ ফিলিস্তিনি অনাহারে মারা গেছে। এ ছাড়া ৩ হাজার ৫০০ ফিলিস্তিনি শিশু অপুষ্টির কারণে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে।
ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় বিগত এক বছর ধরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দখলদার রাষ্ট্রটির হামলায় অঞ্চলটিতে এখন পর্যন্ত প্রায় ৪৩ হাজার মানুষ নিহত হয়েছেন। নিহতদের ৪০ শতাংশ অর্থাৎ ১৭ হাজারের বেশি শিশু। গাজা প্রশাসনের জনসংযোগ বিভাগের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। দখলদার ইহুদি রাষ্ট্রটির হামলায় এখন পর্যন্ত গাজায় ৪২ হাজার ৮৮৫ জন নিহত হয়েছে। এই সময়ে আহত হয়েছে অন্তত ১ লাখ ৫৪৪ জন।
গাজার জনসংযোগ কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চলা ইসরায়েলের ৩৮৫ দিনের আগ্রাসনে ৩ হাজার ৭৩৮টি হত্যাকাণ্ড সংঘটিত করেছে ইসরায়েল। এসব হত্যাকাণ্ডে ৪২ হাজার ৮৮৫ জন নিহত হয়েছে। নিহতদের ৪০ শতাংশ অর্থাৎ, ১৭ হাজার ২১০ জন শিশু। এই সময়ে, ইসরায়েলি হামলায় ১ হাজার ৪৭ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছে।
এ ছাড়া, ইসরায়েলি আগ্রাসনে গাজার জরুরি সেবা বিভাগের ৮৩ কর্মী নিহত হয়েছে এবং সাংবাদিক নিহত হয়েছে ১৭৭ জন। প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ১ হাজার ২০৬টি পরিবার স্রেফ নিশ্চিহ্ন হয়ে গেছে। অর্থাৎ, এসব পরিবারের সবাই মারা গেছে।
গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধ ও গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে রাখায় ৩৭ ফিলিস্তিনি অনাহারে মারা গেছে। এ ছাড়া ৩ হাজার ৫০০ ফিলিস্তিনি শিশু অপুষ্টির কারণে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
৩ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
৩ ঘণ্টা আগেমার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে
৩ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিশ্চিত করেছেন, আগামী ২৪ নভেম্বর তাঁর দল রাজধানী ইসলামাবাদে যে বিক্ষোভের পরিকল্পনা করেছে তা স্থগিত করলে, তাঁকে মুক্তি দেওয়া হবে বলে ‘প্রস্তাব’ এসেছে। পিটিআইয়ের শীর্ষ নেতাদের কাছে পাকিস্তান সরকার এই প্রস্তাব দিয়েছে
৩ ঘণ্টা আগে