Ajker Patrika

ইসরায়েলি বাহিনীর হাতে আটক হামাস প্রধানের বোন 

অনলাইন ডেস্ক
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১৩: ৪০
ইসরায়েলি বাহিনীর হাতে আটক হামাস প্রধানের বোন 

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়ার বোনকে আটক করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আজ সোমবার সকালে ইসরায়েলি পুলিশ ইসমাইল হানিয়ার বোন জেবা আবদেল সালেম হানিয়াকে আটকের কথা জানিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইসরায়েলি পুলিশ জেবা আবদেল সালেম হানিয়াকে ইসরায়েলি শহর তেল শেবা থেকে আটকের দাবি করেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, হামাসের সঙ্গে তাঁর সম্পর্ক আছে এবং তিনি তেল শেবায় সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করেছিলেন। 

তবে ইসরায়েলি পুলিশের বিবৃতিতে ৫৭ বছর বয়সী জেবাকে ইসমাইল হানিয়ার বোন হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। বরং বলা হয়েছে, জেবা হামাসের একজন জ্যেষ্ঠ নেতার ঘনিষ্ঠ আত্মীয়। পরে ইসরায়েলি গণমাধ্যমগুলো খোঁজ নিয়ে জেনেছে, পুলিশ যাঁকে আটক করেছে তিনি ইসমাইল হানিয়ার বোন জেবা আবদেল সালেম হানিয়া। 

তেল শেবায় ‘আর্লি ডন’ নামে এক যৌথ অভিযানের মাধ্যমে জেবা হানিয়াকে আটক করা হয়। এই অভিযানে, ইসরায়েলি পুলিশ, দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা শিন-বেত, সীমান্ত পুলিশ, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এবং ইসরায়েলি পুলিশের এরিয়াল ইউনিট অংশগ্রহণ করে। 

হানিয়ার বাড়িতে অভিযানের সময় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী গুরুতর নিরাপত্তা অপরাধে জেবা হানিয়ার অংশগ্রহণের ইঙ্গিত দেয় এমন নথি, যোগাযোগমাধ্যম, ফোন ও অন্যান্য প্রমাণ পাওয়ার দাবি করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত