অনলাইন ডেস্ক
চলতি বছরের প্রথম ৯ মাসে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি সৈন্যদের হাতে অন্তত ১০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। চলতি বছরে ওই দুই অঞ্চলে ইসরায়েলি সৈন্যদের সশস্ত্র অভিযানের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে প্রাণহানিও বেড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সময় আজ শনিবার পূর্ব জেরুজালেমে অভিযান পরিচালনার সময় ১৮ বছরের এক তরুণ ইসরায়েলি সৈন্যদের গুলিতে নিহত হন। তাঁর মৃত্যুর মধ্য দিয়েই বিগত ৯ মাসে মৃতের সংখ্যা ১০০ জনে পৌঁছায়। গত সপ্তাহেই ইসরায়েলিদের অ্যান্টি ট্যাংক ক্ষেপণাস্ত্রের হামলায় জেনিনে আরও তিনজন মারা যায়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের পর পশ্চিম তীরে চলতি বছরটিতেই এখনো পর্যন্ত সবচেয়ে বেশিসংখ্যক মানুষ ইসরায়েলিদের হাতে প্রাণ হারিয়েছে। বিবিসির মতে, প্রাণহানির দিক থেকে এই বছরটিই বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হতে যাচ্ছে। নিহতদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে। এ ছাড়া অস্ত্রধারী বেসামরিক ইসরায়েলিদের গুলিতেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ ভাগের এক ভাগই শিশু এবং এদের মধ্যে সবচেয়ে ছোট শিশুর বয়স ১৪ বছর।
নিহতদের মধ্যে একেবারে ছোট্ট একটি অংশ মারা গেছে ইসরায়েলি সৈন্যদের সঙ্গে সংঘর্ষের সময়। এক ফিলিস্তিনিকে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা বন্দী করে নিয়ে যাওয়ার সময় গুলি করে ইসরায়েলি সৈন্যরা। গুলিতে সেই বন্দীর মৃত্যু হয়।
ফিলিস্তিনে ইসরায়েলি সৈন্যদের হাতে ক্রমবর্ধমান হারে ফিলিস্তিনিদের মৃত্যুর বিষয়ে বিশ্বের একাধিক মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে একাধিকবার সতর্ক করা হয়েছে ফিলিস্তিনে ঘটে যাওয়া সহিংসতা ও জবরদখলের বিষয়ে। কিন্তু ৭০ বছরেরও বেশি সময় ধরে চলা এই সংকট নিরসনে এগিয়ে আসেনি কোনো পক্ষই।
চলতি বছরের প্রথম ৯ মাসে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি সৈন্যদের হাতে অন্তত ১০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। চলতি বছরে ওই দুই অঞ্চলে ইসরায়েলি সৈন্যদের সশস্ত্র অভিযানের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে প্রাণহানিও বেড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সময় আজ শনিবার পূর্ব জেরুজালেমে অভিযান পরিচালনার সময় ১৮ বছরের এক তরুণ ইসরায়েলি সৈন্যদের গুলিতে নিহত হন। তাঁর মৃত্যুর মধ্য দিয়েই বিগত ৯ মাসে মৃতের সংখ্যা ১০০ জনে পৌঁছায়। গত সপ্তাহেই ইসরায়েলিদের অ্যান্টি ট্যাংক ক্ষেপণাস্ত্রের হামলায় জেনিনে আরও তিনজন মারা যায়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের পর পশ্চিম তীরে চলতি বছরটিতেই এখনো পর্যন্ত সবচেয়ে বেশিসংখ্যক মানুষ ইসরায়েলিদের হাতে প্রাণ হারিয়েছে। বিবিসির মতে, প্রাণহানির দিক থেকে এই বছরটিই বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হতে যাচ্ছে। নিহতদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে। এ ছাড়া অস্ত্রধারী বেসামরিক ইসরায়েলিদের গুলিতেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ ভাগের এক ভাগই শিশু এবং এদের মধ্যে সবচেয়ে ছোট শিশুর বয়স ১৪ বছর।
নিহতদের মধ্যে একেবারে ছোট্ট একটি অংশ মারা গেছে ইসরায়েলি সৈন্যদের সঙ্গে সংঘর্ষের সময়। এক ফিলিস্তিনিকে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা বন্দী করে নিয়ে যাওয়ার সময় গুলি করে ইসরায়েলি সৈন্যরা। গুলিতে সেই বন্দীর মৃত্যু হয়।
ফিলিস্তিনে ইসরায়েলি সৈন্যদের হাতে ক্রমবর্ধমান হারে ফিলিস্তিনিদের মৃত্যুর বিষয়ে বিশ্বের একাধিক মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে একাধিকবার সতর্ক করা হয়েছে ফিলিস্তিনে ঘটে যাওয়া সহিংসতা ও জবরদখলের বিষয়ে। কিন্তু ৭০ বছরেরও বেশি সময় ধরে চলা এই সংকট নিরসনে এগিয়ে আসেনি কোনো পক্ষই।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জনগণের চুরি যাওয়া ম্যান্ডেট পুনরুদ্ধার ও দেশটির সংবিধানের ২৬ তম সংশোধনী বাতিলে সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ‘চূড়ান্ত ডাক’ দিয়েছিলেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার সমর্থক দেশটির বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে রওনা হন গতকাল রোববার। তবে তারা সেদিন...
৪৪ মিনিট আগেবাংলাদেশের আশ্রয় শিবিরগুলো থেকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর ৩ থেকে ৫ হাজার যোদ্ধা সংগ্রহের ব্যাপকতার প্রতিবেদন প্রকাশ করেছে। এ ছাড়া, আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের ব্যর্থ আলোচনা, জান্তার পক্ষ থেকে রোহিঙ্গা যোদ্ধাদের অর্থ এবং নাগরিকত্বের প্রস্তাব এবং বিদ্রোহীদের সঙ্গে কিছু বাংলাদেশি কর্মকর্তার...
২ ঘণ্টা আগেযে রাঁধে, সে চুলও বাঁধে—এই প্রবাদের এক অনন্য উদাহরণ ভোপালের রাজকন্যা আবিদা সুলতান। তিনি ছোট বেলা থেকেই ছিলেন একেবারেই ভিন্নধর্মী এক রাজকন্যা। তিনি ছোট চুল রাখতেন, বাঘ শিকার করতেন এবং দুর্দান্ত পোলো খেলতেন। মাত্র ৯ বছর বয়স থেকেই নিজেই রোলস রয়েস গাড়ি চালাতেন, ওড়াতেন বিমানও। তলোয়ারবাজিতেও ছিলে দুর্দান্
৩ ঘণ্টা আগেপূর্ব তেল আবিবের পেতাহ তিকভাহ এলাকায় একাধিক হামলায় কয়েকজন মানুষ সামান্য আহত হয়েছে। একটি বাড়ি আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। টেলিভিশন ফুটেজে একটি অ্যাপার্টমেন্টকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।
৪ ঘণ্টা আগে