Ajker Patrika

ইরাকে ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম মৃত্যু

অনলাইন ডেস্ক
ইরাকে ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম মৃত্যু

ঢাকা: ইরাকে ব্ল্যাক ফাঙ্গাসে একজনের মৃত্যু হয়েছে। এটিই দেশটিতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরাকের স্থানীয় পত্রিকার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ব্ল্যাক ফাঙ্গাসে মারা যাওয়া ব্যক্তি ইরাকের দি–কার প্রদেশের বাসিন্দা। অঞ্চলটিতে ব্ল্যাক ফাঙ্গাসে আরও তিনজন আক্রান্ত রয়েছেন।

উল্লেখ্য, ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বা মিউকোরমাইকোসিস এক ধরনের গুরুতর ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকজনিত সংক্রমণ। দীর্ঘস্থায়ী (ক্রনিক) কোনো শারীরিক জটিলতা থেকে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়লে এই ছত্রাকের আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। সাধারণত ব্ল্যাক ফাঙ্গাস মাটি, গাছপালা, সার এবং পচন ধরা ফল ও শাকসবজিতে পাওয়া যায়।

ভারতে করোনা আক্রান্তদের মধ্যে এই ছত্রাকের সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। করোনার বিপর্যয়ের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাস নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে দেশটিতে। ভারতে এরই মধ্যে ১২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন প্রায় এক শ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত