অনলাইন ডেস্ক
সরকারি স্কুলগুলোতে চীনা ভাষা শিক্ষা সম্প্রসারণের পরিকল্পনা করছে সৌদি আরব সরকার। আগামী বছরের শেষ নাগাদ ১ লাখ ২ হাজার শিক্ষার্থীকে চীনা ভাষা শেখানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সৌদি নিউজ পোর্টাল সাবক–এর প্রতিবেদনে বলা হয়েছে, এই সম্প্রসারণ সৌদি আরবের সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের আগ্রহকে প্রতিফলিত করে।
গত বছর একটি চুক্তির অধীনে চীনা ভাষার প্রথম ব্যাচের ১৭৫ জন শিক্ষক এখন সৌদি আরবের স্কুলগুলোতে পড়াচ্ছেন।
এ বছর সৌদি শিক্ষা মন্ত্রণালয় একটি সংশ্লিষ্ট কর্মসূচির প্রথম ধাপ হিসেবে নির্দিষ্ট কিছু অঞ্চলের মাধ্যমিক স্কুলগুলোতে চীনা ভাষা প্রবর্তনের ঘোষণা দেয়।
মন্ত্রণালয় জানায়, রিয়াদ, ইয়ানবু, পূর্বাঞ্চলীয় প্রদেশ, জেদ্দা, জাজান এবং তাবুকে আরবি এবং ইংরেজির পাশাপাশি চীনা ভাষা শিক্ষা দেওয়ার জন্য ২০২৩ সালে সরকার অনুমোদিত সিদ্ধান্তের অধীনে এই ভাষা শেখানো হবে।
মন্ত্রণালয় আরও জানায়, চীনা শিক্ষকদের প্রথম দলের সৌদি আরবে আসার পর তাঁদের জন্য একটি পরিচিতিমূলক সভার আয়োজন করা হয়েছিল।
এই শিক্ষকেরা তিয়ানজিন নরমাল ইউনিভার্সিটিতে প্রাক–সেবা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সৌদি শিক্ষা মন্ত্রণালয় এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ভাষা শিক্ষা ও সহযোগিতা কেন্দ্র এই প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে আয়োজন করে।
২০২০ সালে সৌদি শিক্ষা কর্তৃপক্ষ চীন এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক জোরদার করার প্রচেষ্টার অংশ হিসেবে আটটি উচ্চ বিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষা শুরু করে।
ওই বছর, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান চীন সফর করেন। এই সফরেই সৌদি আরবের স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে চীনা ভাষা প্রবর্তনের একটি পরিকল্পনা নিয়ে কাজ করার বিষয়ে সম্মতি হয়।
২০২২ সালের শেষ দিকে চীনা প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সৌদি আরব সফরের পর চীনা ভাষা শিক্ষার সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করে সরকার। ওই সফরে তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করেন।
রিয়াদে শি চিন পিং বলেন, তাঁর দেশ উপসাগরীয় দেশগুলোতে চীনা ভাষা শেখানোর জন্য অবারিত সুযোগ দেবে।
সরকারি স্কুলগুলোতে চীনা ভাষা শিক্ষা সম্প্রসারণের পরিকল্পনা করছে সৌদি আরব সরকার। আগামী বছরের শেষ নাগাদ ১ লাখ ২ হাজার শিক্ষার্থীকে চীনা ভাষা শেখানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সৌদি নিউজ পোর্টাল সাবক–এর প্রতিবেদনে বলা হয়েছে, এই সম্প্রসারণ সৌদি আরবের সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের আগ্রহকে প্রতিফলিত করে।
গত বছর একটি চুক্তির অধীনে চীনা ভাষার প্রথম ব্যাচের ১৭৫ জন শিক্ষক এখন সৌদি আরবের স্কুলগুলোতে পড়াচ্ছেন।
এ বছর সৌদি শিক্ষা মন্ত্রণালয় একটি সংশ্লিষ্ট কর্মসূচির প্রথম ধাপ হিসেবে নির্দিষ্ট কিছু অঞ্চলের মাধ্যমিক স্কুলগুলোতে চীনা ভাষা প্রবর্তনের ঘোষণা দেয়।
মন্ত্রণালয় জানায়, রিয়াদ, ইয়ানবু, পূর্বাঞ্চলীয় প্রদেশ, জেদ্দা, জাজান এবং তাবুকে আরবি এবং ইংরেজির পাশাপাশি চীনা ভাষা শিক্ষা দেওয়ার জন্য ২০২৩ সালে সরকার অনুমোদিত সিদ্ধান্তের অধীনে এই ভাষা শেখানো হবে।
মন্ত্রণালয় আরও জানায়, চীনা শিক্ষকদের প্রথম দলের সৌদি আরবে আসার পর তাঁদের জন্য একটি পরিচিতিমূলক সভার আয়োজন করা হয়েছিল।
এই শিক্ষকেরা তিয়ানজিন নরমাল ইউনিভার্সিটিতে প্রাক–সেবা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সৌদি শিক্ষা মন্ত্রণালয় এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ভাষা শিক্ষা ও সহযোগিতা কেন্দ্র এই প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে আয়োজন করে।
২০২০ সালে সৌদি শিক্ষা কর্তৃপক্ষ চীন এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক জোরদার করার প্রচেষ্টার অংশ হিসেবে আটটি উচ্চ বিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষা শুরু করে।
ওই বছর, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান চীন সফর করেন। এই সফরেই সৌদি আরবের স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে চীনা ভাষা প্রবর্তনের একটি পরিকল্পনা নিয়ে কাজ করার বিষয়ে সম্মতি হয়।
২০২২ সালের শেষ দিকে চীনা প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সৌদি আরব সফরের পর চীনা ভাষা শিক্ষার সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করে সরকার। ওই সফরে তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করেন।
রিয়াদে শি চিন পিং বলেন, তাঁর দেশ উপসাগরীয় দেশগুলোতে চীনা ভাষা শেখানোর জন্য অবারিত সুযোগ দেবে।
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে তারা নতুন ই-ভিসা সিস্টেমে যাচ্ছে। ৯৪টি রয়্যাল থাই দূতাবাস ও কনস্যুলেট জেনারেল অফিস একসঙ্গে এই সেবা দেবে।
১০ ঘণ্টা আগেমার্কিন কংগ্রেস শুক্রবার মধ্যরাতে শাটডাউন ঠেকাতে একটি গুরুত্বপূর্ণ বিল পাস করেছে। দীর্ঘ আলোচনার পর পাস হওয়া এই বিলটি ফেডারেল সংস্থাগুলোর অর্থায়ন আগামী বছরের মার্চ মাস পর্যন্ত নিশ্চিত করেছে। মধ্যরাতের সময়সীমা পেরিয়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই সিনেটররা প্রথাগত নিয়ম এড়িয়ে দ্রুত ভোট দেন।
১২ ঘণ্টা আগে‘অবৈধ বাংলাদেশি’দের জন্য ভারতে ডিটেনশন সেন্টার বা বন্দিশালা তৈরির ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, অবৈধ বাংলাদেশিদের জন্য মুম্বাইয়ে ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা হবে।
১২ ঘণ্টা আগেভারতীয় পুলিশের হাতে আটক আনসার-আল-ইসলাম বাংলাদেশের আট সন্দেহভাজন সদস্য ‘চিকেন নেক’ বা সিলিগুরি করিডরে হামলার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা। পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্য বা সেভেন সিস্টার্সের সংযোগকারী একমাত্র অংশ এই সিলিগুড়ি করিডর।
১২ ঘণ্টা আগে