Ajker Patrika

এক বছরে ১ লাখ শিক্ষার্থীকে চীনা ভাষা শিক্ষা দেবে সৌদি আরব

অনলাইন ডেস্ক
সম্প্রতি সৌদি আরবের তাবুকে চীনা শিক্ষকদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ছবি: তাবুক শিক্ষা পরিদপ্তর
সম্প্রতি সৌদি আরবের তাবুকে চীনা শিক্ষকদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ছবি: তাবুক শিক্ষা পরিদপ্তর

সরকারি স্কুলগুলোতে চীনা ভাষা শিক্ষা সম্প্রসারণের পরিকল্পনা করছে সৌদি আরব সরকার। আগামী বছরের শেষ নাগাদ ১ লাখ ২ হাজার শিক্ষার্থীকে চীনা ভাষা শেখানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সৌদি নিউজ পোর্টাল সাবক–এর প্রতিবেদনে বলা হয়েছে, এই সম্প্রসারণ সৌদি আরবের সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের আগ্রহকে প্রতিফলিত করে।

গত বছর একটি চুক্তির অধীনে চীনা ভাষার প্রথম ব্যাচের ১৭৫ জন শিক্ষক এখন সৌদি আরবের স্কুলগুলোতে পড়াচ্ছেন।

এ বছর সৌদি শিক্ষা মন্ত্রণালয় একটি সংশ্লিষ্ট কর্মসূচির প্রথম ধাপ হিসেবে নির্দিষ্ট কিছু অঞ্চলের মাধ্যমিক স্কুলগুলোতে চীনা ভাষা প্রবর্তনের ঘোষণা দেয়।

মন্ত্রণালয় জানায়, রিয়াদ, ইয়ানবু, পূর্বাঞ্চলীয় প্রদেশ, জেদ্দা, জাজান এবং তাবুকে আরবি এবং ইংরেজির পাশাপাশি চীনা ভাষা শিক্ষা দেওয়ার জন্য ২০২৩ সালে সরকার অনুমোদিত সিদ্ধান্তের অধীনে এই ভাষা শেখানো হবে।

মন্ত্রণালয় আরও জানায়, চীনা শিক্ষকদের প্রথম দলের সৌদি আরবে আসার পর তাঁদের জন্য একটি পরিচিতিমূলক সভার আয়োজন করা হয়েছিল।

এই শিক্ষকেরা তিয়ানজিন নরমাল ইউনিভার্সিটিতে প্রাক–সেবা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সৌদি শিক্ষা মন্ত্রণালয় এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ভাষা শিক্ষা ও সহযোগিতা কেন্দ্র এই প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে আয়োজন করে।

২০২০ সালে সৌদি শিক্ষা কর্তৃপক্ষ চীন এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক জোরদার করার প্রচেষ্টার অংশ হিসেবে আটটি উচ্চ বিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষা শুরু করে।

ওই বছর, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান চীন সফর করেন। এই সফরেই সৌদি আরবের স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে চীনা ভাষা প্রবর্তনের একটি পরিকল্পনা নিয়ে কাজ করার বিষয়ে সম্মতি হয়।

২০২২ সালের শেষ দিকে চীনা প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সৌদি আরব সফরের পর চীনা ভাষা শিক্ষার সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করে সরকার। ওই সফরে তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করেন।

রিয়াদে শি চিন পিং বলেন, তাঁর দেশ উপসাগরীয় দেশগুলোতে চীনা ভাষা শেখানোর জন্য অবারিত সুযোগ দেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত