রাফা ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করল ১১৮ ট্রাক

অনলাইন ডেস্ক
Thumbnail image

গাজায় রাফা সীমান্ত দিয়ে গত রোববার ও সোমবার ১১৮টি ট্রাক ত্রাণ সহায়তা নিয়ে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি। গত ২১ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় মোট ৫৬৯টি ট্রাক প্রবেশ করেছে। 

রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে বলেছে, ‘গত রোববার মিসরের রেড ক্রিসেন্ট টিম মানবিক সহায়তাপূর্ণ ২৫ ট্রাক ত্রাণ ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের উদ্দেশ্যে পাঠায়।’ পরে আরেক বিবৃতিতে বলা হয়, গত সোমবার তাঁরা রাফা ক্রসিং দিয়ে মোট ৯৩টি ট্রাক ত্রাণ পেয়েছেন।     

ট্রাকগুলোতে খাবার, পানি, ত্রাণ সহায়তা, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ ছিল। তবে এখনো জ্বালানি প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বিবৃতিতে বলা হয়, ‘গত ২১ অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট ৫৬৯ ট্রাক গাজায় পৌঁছেছে, যা দৈনিক প্রায় ৩৩ ট্রাকের সমান।’  

গত ২১ অক্টোবর গাজায় প্রথম ত্রাণ সহায়তা হিসেবে ২০ ট্রাক পৌঁছায়, এগুলোতে মূলত ওষুধ ও খাবার ছিল। 

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূ-খণ্ডে অতর্কিত হামলা চালানোর পর সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমানবাহিনী। সেই অভিযান এখনো চলছে।

হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে ১ হাজার ৪০০ জনেরও বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। এছাড়া হামলার প্রথম দিনই ইসরায়েল থেকে অন্তত ২৩৪ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে গেছে হামাস।

অন্যদিকে ইসরায়েলি বিমানবাহিনীর অভিযানে গাজায় নিহতের সংখ্যা শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ হাজার ৩২৮। এই নিহতদের মধ্যে রয়েছে ৪ হাজার ২৩৭ জন শিশু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত