Ajker Patrika

ব্লিঙ্কেনের সাময়িক যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ২১: ৫৭
ব্লিঙ্কেনের সাময়িক যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় সাময়িক যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন। আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন নেতানিয়াহুর কাছে কিছু সময়ের জন্য মানবিক যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করলে তিনি তা প্রত্যাখান করেন। খবর বিবিসির। 

টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে নেতানিয়াহু বলেন, ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সময় হামাসের হাতে জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত তিনি এ ধরনের পদক্ষেপে রাজি হবেন না। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গাজায় আরও সাহায্যের অনুমতি দেওয়ার জন্য সংঘাতে ‘মানবিক বিরতির’ আহ্বান পুনর্ব্যক্ত করার পর তিনি এ ভাষণ দেন। ব্লিঙ্কেন আরও বলেন, এই ধরনের বিরতি ‘একটি ভালো পরিবেশ তৈরি করতে পারে, যেখানে জিম্মিদের সহজে মুক্ত করা যেতে পারে।’ 

ব্লিঙ্কেন আরও বলেন, কীভাবে বিরতিগুলো কাজ করবে তার বিশদ বিবরণ সূক্ষ্মভাবে তৈরি করা হয়েছে। বিরতি কীভাবে কাজ করবে সে সম্পর্কে ইসরায়েলের ‘যুক্তিযুক্ত প্রশ্ন’ রয়েছে। 

কিন্তু নেতানিয়াহু বলেছেন, জিম্মিদের মুক্তির বিষয় অন্তর্ভুক্তি ছাড়া ইসরায়েল অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে। 

যদিও আনুষ্ঠানিক যুদ্ধবিরতিগুলো সাধারণত দীর্ঘমেয়াদি ব্যবস্থা যা দলগুলোকে সংলাপে জড়িত হতে দেয়, সেখানে মানবিক বিরতি কয়েক ঘণ্টার মতো স্থায়ী হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত