অনলাইন ডেস্ক
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসি বলেছেন, পারমাণবিক কার্যক্রম নিয়ে বৈশ্বিক নেতাদের সঙ্গে আলোচনার জন্য সব সময় প্রস্তুত ছিল ইরান। এখনো প্রস্তুত। তবে এ আলোচনা হতে হবে পশ্চিমা দেশগুলোর দিক থেকে কোনো ‘চাপ’ ছাড়াই।
গতকাল শনিবার এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট। রাইসি বলেন, ‘আমাদের এজেন্ডায় আলোচনা রয়েছে। আমরাও লক্ষ্যে পৌঁছাতে আলোচনা চাই। কিন্তু এমন চাপে পড়ে নয়।’
জুনে ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এ আলোচনা থেমে ছিল। কিন্তু এর পর আলোচনা চালিয়ে যেতে দেশটিকে আহ্বান জানায় ফ্রান্স ও জার্মানি। কিন্তু গত মাসে জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা জানিয়েছে, ইরান ইউরেনিয়াম ধাতু পরিশুদ্ধকরণ বাড়িয়েছে। এর পর থেকেই উদ্বেগ প্রকাশ করছে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন।
মার্কিন সংবাদমাধ্যম দ্য হিলের প্রতিবেদনে বলা হয়, ইরান সব সময় বলে আসছে, তাদের পারমাণবিক পদক্ষেপ শান্তির পথেই আছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেলে দেওয়া বক্তব্যে রাইসি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো চাপ সৃষ্টি করে আলোচনা করতে চায়। এটা কেমন আলোচনা?’
রাইসি বলেছেন, ইরানের দিক থেকে আলোচনার অন্যতম লক্ষ্য হচ্ছে নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে আসা। আমাদের এজেন্ডায় এটি আছে। আমরা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আলোচনা করতে চাই, যাতে ইরানের জনগণের ওপর চেপে বসা অন্যায্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, যাতে তাদের জীবন বিকশিত হতে পারে।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসি বলেছেন, পারমাণবিক কার্যক্রম নিয়ে বৈশ্বিক নেতাদের সঙ্গে আলোচনার জন্য সব সময় প্রস্তুত ছিল ইরান। এখনো প্রস্তুত। তবে এ আলোচনা হতে হবে পশ্চিমা দেশগুলোর দিক থেকে কোনো ‘চাপ’ ছাড়াই।
গতকাল শনিবার এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট। রাইসি বলেন, ‘আমাদের এজেন্ডায় আলোচনা রয়েছে। আমরাও লক্ষ্যে পৌঁছাতে আলোচনা চাই। কিন্তু এমন চাপে পড়ে নয়।’
জুনে ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এ আলোচনা থেমে ছিল। কিন্তু এর পর আলোচনা চালিয়ে যেতে দেশটিকে আহ্বান জানায় ফ্রান্স ও জার্মানি। কিন্তু গত মাসে জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা জানিয়েছে, ইরান ইউরেনিয়াম ধাতু পরিশুদ্ধকরণ বাড়িয়েছে। এর পর থেকেই উদ্বেগ প্রকাশ করছে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন।
মার্কিন সংবাদমাধ্যম দ্য হিলের প্রতিবেদনে বলা হয়, ইরান সব সময় বলে আসছে, তাদের পারমাণবিক পদক্ষেপ শান্তির পথেই আছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেলে দেওয়া বক্তব্যে রাইসি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো চাপ সৃষ্টি করে আলোচনা করতে চায়। এটা কেমন আলোচনা?’
রাইসি বলেছেন, ইরানের দিক থেকে আলোচনার অন্যতম লক্ষ্য হচ্ছে নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে আসা। আমাদের এজেন্ডায় এটি আছে। আমরা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আলোচনা করতে চাই, যাতে ইরানের জনগণের ওপর চেপে বসা অন্যায্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, যাতে তাদের জীবন বিকশিত হতে পারে।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
১০ মিনিট আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
১৩ মিনিট আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
১ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
২ ঘণ্টা আগে