Ajker Patrika

পরমাণু আলোচনার জন্য প্রস্তুত ইরান: রাইসি

অনলাইন ডেস্ক
পরমাণু আলোচনার জন্য প্রস্তুত ইরান: রাইসি

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসি বলেছেন, পারমাণবিক কার্যক্রম নিয়ে বৈশ্বিক নেতাদের সঙ্গে আলোচনার জন্য সব সময় প্রস্তুত ছিল ইরান। এখনো প্রস্তুত। তবে এ আলোচনা হতে হবে পশ্চিমা দেশগুলোর দিক থেকে কোনো ‘চাপ’ ছাড়াই। 

গতকাল শনিবার এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট। রাইসি বলেন, ‘আমাদের এজেন্ডায় আলোচনা রয়েছে। আমরাও লক্ষ্যে পৌঁছাতে আলোচনা চাই। কিন্তু এমন চাপে পড়ে নয়।’ 

জুনে ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এ আলোচনা থেমে ছিল। কিন্তু এর পর আলোচনা চালিয়ে যেতে দেশটিকে আহ্বান জানায় ফ্রান্স ও জার্মানি। কিন্তু গত মাসে জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা জানিয়েছে, ইরান ইউরেনিয়াম ধাতু পরিশুদ্ধকরণ বাড়িয়েছে। এর পর থেকেই উদ্বেগ প্রকাশ করছে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন। 

মার্কিন সংবাদমাধ্যম দ্য হিলের প্রতিবেদনে বলা হয়, ইরান সব সময় বলে আসছে, তাদের পারমাণবিক পদক্ষেপ শান্তির পথেই আছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেলে দেওয়া বক্তব্যে রাইসি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো চাপ সৃষ্টি করে আলোচনা করতে চায়। এটা কেমন আলোচনা?’ 

রাইসি বলেছেন, ইরানের দিক থেকে আলোচনার অন্যতম লক্ষ্য হচ্ছে নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে আসা। আমাদের এজেন্ডায় এটি আছে। আমরা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আলোচনা করতে চাই, যাতে ইরানের জনগণের ওপর চেপে বসা অন্যায্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, যাতে তাদের জীবন বিকশিত হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত