অনলাইন ডেস্ক
গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা ও এর আশপাশে চার দিনের লড়াইয়ে হামাস গোষ্ঠীর ১৪০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, হাসপাতালটিতে এখনো অভিযান চালিয়ে যাচ্ছে তারা।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, গত সোমবার আল-শিফা হাসপাতালে অভিযান শুরু করে ইসরায়েল। তাদের দাবি, হামাসের শীর্ষ সদস্যদের লক্ষ্যবস্তু করেই ট্যাংক হামলা ও বিমান হামলা চালিয়েছে তারা।
রোগী ও বাস্তুচ্যুত মানুষে ঠাসা হাসপাতাল কমপ্লেক্সের আশপাশে কয়েক দিন ধরে যুদ্ধ চলছে। এর আগে গত নভেম্বরে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে অভিযান চালানো হলে আন্তর্জাতিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়।
গত সোমবার থেকে চলমান লড়াইকে উদ্ধৃত করে সেনাবাহিনী বলে, ‘অভিযান শুরুর পর থেকে হাসপাতাল এলাকায় ১৪০ জনেরও বেশি হামাস সদস্যকে হত্যা করা হয়েছে।’ শিফা হাসপাতাল এলাকায় সুনির্দিষ্ট অভিযান কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার ঘোষণা দিয়ে ইসরায়েলি সেনাবাহিনী বলে, ‘গত এক দিনে, গোলাগুলির সময় ৫০ জনেরও বেশি হামাস সদস্যকে হত্যা করা হয়েছে।’
গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। এরপর পেরিয়ে গেছে ১৬৫ দিন। এই সময়ের মধ্যে অঞ্চলটিতে ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা প্রায় ৩২ হাজারে পৌঁছেছে। আহত হয়েছে আরও অন্তত ৭৪ হাজার ফিলিস্তিনি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে অন্তত ৩১ হাজার ৯২৩ জন ফিলিস্তিনি। এ ছাড়া আহত হয়েছে আরও অন্তত ৭৪ হাজার ৯৬ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিহতদের মধ্যে ১৩ হাজারেরও বেশি শিশু এবং ৮ হাজার ৪০০ জন নারী। তবে টিআরটি ওয়ার্ল্ডসহ তুরস্কের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিশুর সংখ্যা ১৪ হাজারের বেশি বলে উল্লেখ করা হয়েছে।
গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা ও এর আশপাশে চার দিনের লড়াইয়ে হামাস গোষ্ঠীর ১৪০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, হাসপাতালটিতে এখনো অভিযান চালিয়ে যাচ্ছে তারা।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, গত সোমবার আল-শিফা হাসপাতালে অভিযান শুরু করে ইসরায়েল। তাদের দাবি, হামাসের শীর্ষ সদস্যদের লক্ষ্যবস্তু করেই ট্যাংক হামলা ও বিমান হামলা চালিয়েছে তারা।
রোগী ও বাস্তুচ্যুত মানুষে ঠাসা হাসপাতাল কমপ্লেক্সের আশপাশে কয়েক দিন ধরে যুদ্ধ চলছে। এর আগে গত নভেম্বরে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে অভিযান চালানো হলে আন্তর্জাতিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়।
গত সোমবার থেকে চলমান লড়াইকে উদ্ধৃত করে সেনাবাহিনী বলে, ‘অভিযান শুরুর পর থেকে হাসপাতাল এলাকায় ১৪০ জনেরও বেশি হামাস সদস্যকে হত্যা করা হয়েছে।’ শিফা হাসপাতাল এলাকায় সুনির্দিষ্ট অভিযান কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার ঘোষণা দিয়ে ইসরায়েলি সেনাবাহিনী বলে, ‘গত এক দিনে, গোলাগুলির সময় ৫০ জনেরও বেশি হামাস সদস্যকে হত্যা করা হয়েছে।’
গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। এরপর পেরিয়ে গেছে ১৬৫ দিন। এই সময়ের মধ্যে অঞ্চলটিতে ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা প্রায় ৩২ হাজারে পৌঁছেছে। আহত হয়েছে আরও অন্তত ৭৪ হাজার ফিলিস্তিনি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে অন্তত ৩১ হাজার ৯২৩ জন ফিলিস্তিনি। এ ছাড়া আহত হয়েছে আরও অন্তত ৭৪ হাজার ৯৬ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিহতদের মধ্যে ১৩ হাজারেরও বেশি শিশু এবং ৮ হাজার ৪০০ জন নারী। তবে টিআরটি ওয়ার্ল্ডসহ তুরস্কের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিশুর সংখ্যা ১৪ হাজারের বেশি বলে উল্লেখ করা হয়েছে।
জোর করে নিরামিষ খাওয়াতেন প্রেমিক, সইতে না পেরে পাইলটের ‘আত্মহত্যা’—এয়ার ইন্ডিয়ার নারী পাইলট সৃষ্টি তুলি আত্মহত্যা করেছেন। প্রেমিক আদিত্য পণ্ডিতের বিরুদ্ধে মানসিক নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।"
৪ ঘণ্টা আগেআদানি গ্রুপের বিরুদ্ধে মার্কিন অভিযোগ নিয়ে আলোচনাকে কেন্দ্র করে ভারতের সংসদের নিম্নকক্ষ টানা দ্বিতীয় দিনের জন্য স্থগিত করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দেশটির সংসদে আদানির ঘুষ-কাণ্ড নিয়ে বাগ্বিতণ্ডার সৃষ্টি হলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত সপ্তাহে মার্কিন কর্তৃপক্ষ গৌতম আদানি, তাঁর ভাতিজা ও আদানি গ্রিনের
৫ ঘণ্টা আগেসম্মতির ভিত্তিতে যৌন সম্পর্ক গড়ার এক পর্যায়ে তিক্ততা তৈরি হলে পুরুষ সঙ্গীর বিরুদ্ধে নারীদের ‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের’ মামলা করার চলমান প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। এক আপিল নিষ্পত্তি করে রায় দেওয়ার সময় এই পর্যবেক্ষণ তুলে ধরেন সর্বোচ্চ আদালত। আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম
৬ ঘণ্টা আগেপ্রায় তিন দশক কারাগারে ছিলেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা মাইকেল সুলিভান। জেলে থাকা অবস্থায় তাঁর মা এবং চার ভাইবোন মারা গেছেন। জীবন থেকে চলে গেছেন প্রেমিকাও। আর কারাগারের ভেতর তিনি একাধিকবার মারাত্মক আক্রমণেরও শিকার হয়েছেন।
৬ ঘণ্টা আগে