Ajker Patrika

নেতানিয়াহুকে যুদ্ধবিরতিতে রাজি করাতে লাখো ইসরায়েলির বিক্ষোভ 

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ মে ২০২৪, ১৫: ৩৯
নেতানিয়াহুকে যুদ্ধবিরতিতে রাজি করাতে লাখো ইসরায়েলির বিক্ষোভ 

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন লাখো ইসরায়েলি। গতকাল মঙ্গলবার এই দাবিতে ইসরায়েলজুড়ে বিক্ষোভ করেছেন লাখো মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল হামাস ও ইসরায়েলের কাছে। গত সোমবার হামাস সেই প্রস্তাবের পক্ষে সম্মতি দিয়েছে। তবে ইসরায়েল সরকার বলেছে, এই প্রস্তাব দেশটির মৌলিক দাবিগুলোকে অস্বীকার করেছে। এই অবস্থায় নেতানিয়াহু সরকারকে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার দাবিতে রাস্তায় নামে লাখো মানুষ। 
 
গতকাল মঙ্গলবার এই দাবিতে ইসরায়েলের অন্যতম বড় শহর তেল আবিবে দেশটির প্রতিরক্ষা সদর দপ্তরের সামনে সমবেত হয় কয়েক হাজার মানুষ। এ ছাড়া, জেরুসালেমে অবস্থিত নেতানিয়াহুর বাসভবনের দিকেও পদযাত্রা করে অন্তত ১০০ বিক্ষোভকারী। এ সময় তাঁরা নেতানিয়াহুকে ইঙ্গিত করে স্লোগান দেয়, ‘তোমার হাতে রক্ত লেগে আছে’। 

এ ছাড়া, ইসরায়েলের অন্যান্য শহর যেমন—হাইফা, বিরশেবা এবং রানানায়ও হাজার হাজার মানুষ রাস্তায় নামেন। তাঁদের দাবি, ইসরায়েল সরকারকে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে হবে। তবে সবচেয়ে বড় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় তেল আবিবের আয়ালুন মহাসড়কে। এখানে আন্দোলনকারীরা ড্রাম বাজিয়ে, গান গেয়ে এবং চিৎকার করে স্লোগান দিয়ে নেতানিয়াহুকে যুদ্ধবিরতি মেনে নেওয়ার দাবি তোলেন। তারা স্লোগান দেন, ‘বিবি (নেতানিয়াহু) চান না, জিম্মিরা ফিরে আসুক।’ 

এদিকে গত সোমবার হামাস এক বিবৃতিতে জানায়, গোষ্ঠীটির রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছেন। কিন্তু সেদিনই ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী রাফাহ থেকে বেসামরিক ফিলিস্তিনিদের সরে যেতে নির্দেশনা দেয়। এর এক দিন পর ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা রাফাহে সামরিক অভিযান চালানোর অনুমতি দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত