বৈরুতের প্রাণকেন্দ্রে ইসরায়েলি বোমা হামলায় নিহত ৬ 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ১৩: ৫০

লেবাননের রাজধানী বৈরুতের প্রাণকেন্দ্রে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে চালানো এই বোমা হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

লেবাননে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) স্থল অভিযান শুরুর পর গতকাল বুধবার ছিল তাদের জন্য সবচেয়ে ভয়াবহ দিন। এদিন লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর সঙ্গে তীব্র লড়াইয়ে ৮ সেনা হারানো ইসরায়েল নিহত হয় এবং আহত হয় আরও কয়েকজন। এমনকি ইসরায়েলি তিনটি মেরকাভা ট্যাংক ধ্বংসেরও দাবি করেছে হিজবুল্লাহ।

সীমান্ত অঞ্চলের ব্যর্থতা উপেক্ষা করে আজ বৃহস্পতিবার সকালে বৈরুতে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েল দাবি করেছে, তারা লেবাননের রাজধানীতে নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। লেবাননের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, ইসরায়েল বৈরুতের বাশুরা ডিস্ট্রিক্টে হামলা চালিয়েছে। রাজধানীর এই অংশেই লেবানিজ পার্লামেন্ট ভবন অবস্থিত।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অন্তত ৬ জন নিহত হয়েছে ইসরায়েলি এই হামলায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা গেছে, হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনের নিচতলায় তখনো আগুন জ্বলছিল।

লেবাননে জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী জেনিন হেনিস-প্লাসচের্ট সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে লিখেছেন, ‘বৈরুতে আরেকটি নির্ঘুম রাত। শহর কাঁপানো বিস্ফোরণের সংখ্যা গণনা করে কাটছে সময়। কোনো সতর্কতা সাইরেন নেই, পরে কী হবে তাও জানা নেই। সামনে শুধুই অনিশ্চয়তা। সর্বত্র উদ্বেগ ও ভয়।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত