অনলাইন ডেস্ক
গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে প্রায় ১১ মাস ধরে। এই সময়ের মধ্যে অঞ্চলটিতে প্রাণ হারিয়েছে প্রায় ৪১ হাজার মানুষ। একই সঙ্গে, সহায়তা না পাওয়ায় গাজার ১০ লাখের বেশি মানুষের ঘরে খাবারের অভাব দেখা দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, মধ্য ও দক্ষিণ গাজার এক মিলিয়ন তথা ১০ লাখের বেশি মানুষ গত আগস্টে কোনো রেশন পাননি। অর্থাৎ, এসব মানুষের কাছে গত মাসে কোনো ধরনের খাদ্য সহযোগিতা পৌঁছায়নি। ডুজারিক বলেছেন, ‘গাজার মানবিক পরিস্থিতি এখনো বিপর্যয়করই রয়ে গেছে।’
কেবল খাদ্যসহায়তা থেকেই গাজাবাসীকে বঞ্চিত করেনি ইসরায়েল। দেশটির সেনারা গাজায় চলমান শিশুদের পোলিও ভ্যাকসিন দেওয়ার কর্মসূচিও বাধাগ্রস্ত করার অপচেষ্টা করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি বাহিনী অঞ্চলটির দক্ষিণে জরুরি পোলিও টিকাদান অভিযানের সঙ্গে যুক্ত মেডিকেল টিমকে প্রবেশ করতে দিতে অস্বীকার করছে।
এদিকে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৪০ হাজার ৮৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার বেশির ভাগই শিশু ও নারী। এ ছাড়া একই সময়ে আহত হয়েছে আরও ৯৪ হাজার ৪৫৪ জন।
গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে প্রায় ১১ মাস ধরে। এই সময়ের মধ্যে অঞ্চলটিতে প্রাণ হারিয়েছে প্রায় ৪১ হাজার মানুষ। একই সঙ্গে, সহায়তা না পাওয়ায় গাজার ১০ লাখের বেশি মানুষের ঘরে খাবারের অভাব দেখা দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, মধ্য ও দক্ষিণ গাজার এক মিলিয়ন তথা ১০ লাখের বেশি মানুষ গত আগস্টে কোনো রেশন পাননি। অর্থাৎ, এসব মানুষের কাছে গত মাসে কোনো ধরনের খাদ্য সহযোগিতা পৌঁছায়নি। ডুজারিক বলেছেন, ‘গাজার মানবিক পরিস্থিতি এখনো বিপর্যয়করই রয়ে গেছে।’
কেবল খাদ্যসহায়তা থেকেই গাজাবাসীকে বঞ্চিত করেনি ইসরায়েল। দেশটির সেনারা গাজায় চলমান শিশুদের পোলিও ভ্যাকসিন দেওয়ার কর্মসূচিও বাধাগ্রস্ত করার অপচেষ্টা করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি বাহিনী অঞ্চলটির দক্ষিণে জরুরি পোলিও টিকাদান অভিযানের সঙ্গে যুক্ত মেডিকেল টিমকে প্রবেশ করতে দিতে অস্বীকার করছে।
এদিকে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৪০ হাজার ৮৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার বেশির ভাগই শিশু ও নারী। এ ছাড়া একই সময়ে আহত হয়েছে আরও ৯৪ হাজার ৪৫৪ জন।
গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
২৯ মিনিট আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
১ ঘণ্টা আগেআগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রীতি মেনে মার্কিন প্রেসিডেন্টদের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা জায়গায় হয়। কিন্তু এবার তা হচ্ছে না, চার দেয়ালের ভেতর ও ছাদের নিচেই শপথ নিতে হচ্ছে ট্রাম্পকে। ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের রোটুন্ডা হলে শপথ অনুষ্ঠান হবে।
৩ ঘণ্টা আগেটানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে আগামীকাল রোববার থেকে যুদ্ধবিরতি হতে যাচ্ছে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুযায়ী তিন ধাপে কার্যকর হবে এই যুদ্ধবিরতি। আজ শনিবার ইসরায়েলের মন্ত্রিসভায় চুক্তি অনুমোদিত হওয়ার পর ইসরায়েলের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির প্রথম পর্যায়ে তাঁরা
৩ ঘণ্টা আগে