অনলাইন ডেস্ক
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন—ইসরায়েলের সামরিক অভিযান গাজা অঞ্চলটিকে বিশ্বের বৃহত্তম ‘উন্মুক্ত কবরস্থানে’ পরিণত করেছে।
আজ সোমবার বেলজিয়ামের ব্রাসেলসে ইইউ মন্ত্রীদের একটি মানবিক সম্মেলনে বোরেল বলেন, ‘যুদ্ধের আগে গাজা ছিল সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার। আজ এটি সবচেয়ে বড় উন্মুক্ত কবরস্থান।’
বোরেল অভিযোগ করেন, গাজায় শুধু হাজার হাজার মানুষকেই কবর দেওয়া হয়নি, এখানে মানবিক আইনের অনেক গুরুত্বপূর্ণ নীতিরও কবর হয়েছে। বর্তমানে গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি না দিয়ে দুর্ভিক্ষকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল।
ইসরায়েলের সরকারি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপির সমীক্ষা বলছে, গাজায় হামলা শুরুর আগে গত ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে প্রবেশ করে হামাস যোদ্ধারা ১ হাজার ১৬০ জন নাগরিককে হত্যা করেছিল—যাদের বেশির ভাগই বেসামরিক। আর ২৫০ জন ইসরায়েলিকে জিম্মি করে গাজার ভেতরে নিয়ে যায় তারা—যাদের মধ্যে এখন পর্যন্ত ১২০ জনকে মুক্ত করা হয়েছে। বাকি ১৩০ জন এখনো গাজায় রয়ে গেছে এবং খুব সম্ভবত তাদের মধ্যে প্রায় ৩৩ জন নিহত হয়েছে বলে ধারণা করছে ইসরায়েল।
বর্তমানে ইসরায়েল হামাসকে ধ্বংস এবং বন্দীদের মুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যে তারা নিরবচ্ছিন্নভাবে বোমা হামলা এবং স্থল আক্রমণ চালিয়ে এসেছে। ইসরায়েলের এই হামলায় এখন পর্যন্ত ৩১ হাজার ৭২৬ জনের মৃত্যু হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।
এ অবস্থায় ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত ২৭টি দেশ গাজার যুদ্ধের জন্য একটি ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া জানাতে সংগ্রাম করছে। কারণ এই দেশগুলোর কিছু দৃঢ়ভাবে ইসরায়েলকে সমর্থন করছে, আবার কয়েকটি দেশ ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা দেখাচ্ছে।
এরই ধারাবাহিকতায় আজ সোমবার ইসরায়েলের সঙ্গে একটি সহযোগিতা চুক্তি স্থগিত করার জন্য আয়ারল্যান্ড এবং স্পেনের প্রস্তাব নিয়ে আলোচনায় বসেছিলেন ইইউ মন্ত্রীরা। তবে এই পদক্ষেপে ২৭টি দেশের সম্মিলিত সমর্থন পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। তবে এই ব্লকটি গত ৭ অক্টোবর যৌন সহিংসতার জন্য হামাসের বিরুদ্ধে এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর আক্রমণের জন্য ইসরায়েলের বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে একমত হবে বলে আশা করা হয়েছিল। ইতিপূর্বে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র কিছু ‘চরমপন্থী’ বসতি স্থাপনকারীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন—ইসরায়েলের সামরিক অভিযান গাজা অঞ্চলটিকে বিশ্বের বৃহত্তম ‘উন্মুক্ত কবরস্থানে’ পরিণত করেছে।
আজ সোমবার বেলজিয়ামের ব্রাসেলসে ইইউ মন্ত্রীদের একটি মানবিক সম্মেলনে বোরেল বলেন, ‘যুদ্ধের আগে গাজা ছিল সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার। আজ এটি সবচেয়ে বড় উন্মুক্ত কবরস্থান।’
বোরেল অভিযোগ করেন, গাজায় শুধু হাজার হাজার মানুষকেই কবর দেওয়া হয়নি, এখানে মানবিক আইনের অনেক গুরুত্বপূর্ণ নীতিরও কবর হয়েছে। বর্তমানে গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি না দিয়ে দুর্ভিক্ষকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল।
ইসরায়েলের সরকারি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপির সমীক্ষা বলছে, গাজায় হামলা শুরুর আগে গত ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে প্রবেশ করে হামাস যোদ্ধারা ১ হাজার ১৬০ জন নাগরিককে হত্যা করেছিল—যাদের বেশির ভাগই বেসামরিক। আর ২৫০ জন ইসরায়েলিকে জিম্মি করে গাজার ভেতরে নিয়ে যায় তারা—যাদের মধ্যে এখন পর্যন্ত ১২০ জনকে মুক্ত করা হয়েছে। বাকি ১৩০ জন এখনো গাজায় রয়ে গেছে এবং খুব সম্ভবত তাদের মধ্যে প্রায় ৩৩ জন নিহত হয়েছে বলে ধারণা করছে ইসরায়েল।
বর্তমানে ইসরায়েল হামাসকে ধ্বংস এবং বন্দীদের মুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যে তারা নিরবচ্ছিন্নভাবে বোমা হামলা এবং স্থল আক্রমণ চালিয়ে এসেছে। ইসরায়েলের এই হামলায় এখন পর্যন্ত ৩১ হাজার ৭২৬ জনের মৃত্যু হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।
এ অবস্থায় ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত ২৭টি দেশ গাজার যুদ্ধের জন্য একটি ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া জানাতে সংগ্রাম করছে। কারণ এই দেশগুলোর কিছু দৃঢ়ভাবে ইসরায়েলকে সমর্থন করছে, আবার কয়েকটি দেশ ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা দেখাচ্ছে।
এরই ধারাবাহিকতায় আজ সোমবার ইসরায়েলের সঙ্গে একটি সহযোগিতা চুক্তি স্থগিত করার জন্য আয়ারল্যান্ড এবং স্পেনের প্রস্তাব নিয়ে আলোচনায় বসেছিলেন ইইউ মন্ত্রীরা। তবে এই পদক্ষেপে ২৭টি দেশের সম্মিলিত সমর্থন পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। তবে এই ব্লকটি গত ৭ অক্টোবর যৌন সহিংসতার জন্য হামাসের বিরুদ্ধে এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর আক্রমণের জন্য ইসরায়েলের বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে একমত হবে বলে আশা করা হয়েছিল। ইতিপূর্বে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র কিছু ‘চরমপন্থী’ বসতি স্থাপনকারীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
বাংলাদেশের আশ্রয় শিবিরগুলো থেকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর ৩ থেকে ৫ হাজার যোদ্ধা সংগ্রহের ব্যাপকতার প্রতিবেদন প্রকাশ করেছে। এ ছাড়া, আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের ব্যর্থ আলোচনা, জান্তার পক্ষ থেকে রোহিঙ্গা যোদ্ধাদের অর্থ এবং নাগরিকত্বের প্রস্তাব এবং বিদ্রোহীদের সঙ্গে কিছু বাংলাদেশি কর্মকর্তার...
৩১ মিনিট আগেযে রাঁধে, সে চুলও বাঁধে—এই প্রবাদের এক অনন্য উদাহরণ ভোপালের রাজকন্যা আবিদা সুলতান। তিনি ছোট বেলা থেকেই ছিলেন একেবারেই ভিন্নধর্মী এক রাজকন্যা। তিনি ছোট চুল রাখতেন, বাঘ শিকার করতেন এবং দুর্দান্ত পোলো খেলতেন। মাত্র ৯ বছর বয়স থেকেই নিজেই রোলস রয়েস গাড়ি চালাতেন, ওড়াতেন বিমানও। তলোয়ারবাজিতেও ছিলে দুর্দান্
২ ঘণ্টা আগেপূর্ব তেল আবিবের পেতাহ তিকভাহ এলাকায় একাধিক হামলায় কয়েকজন মানুষ সামান্য আহত হয়েছে। একটি বাড়ি আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। টেলিভিশন ফুটেজে একটি অ্যাপার্টমেন্টকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।
৩ ঘণ্টা আগেসংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি ইহুদি ধর্মীয় নেতা জভি কোগানকে হত্যার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। তবে অভিযুক্তদের কোনো পরিচয় বা হত্যার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
৩ ঘণ্টা আগে