Ajker Patrika

উড়ন্ত গাড়িতে আবুধাবি থেকে দুবাই যাওয়া যাবে ৩০ মিনিটে

অনলাইন ডেস্ক
আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ২০: ৫৮
উড়ন্ত গাড়িতে আবুধাবি থেকে দুবাই যাওয়া যাবে ৩০ মিনিটে

আর নয় বিলম্ব। শিগগিরই মাত্র ৩০ মিনিটেই আবুধাবি থেকে যাওয়া যাবে দুবাই। এটি সম্ভব হতে চলেছে গগনচুম্বী দুই শহরে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালুর মাধ্যমে। বিশেষজ্ঞরা বলছেন, এটি চালু করে গতিশীল শহর গড়ার বিপ্লবে সংযুক্ত আরব আমিরাত সবাইকে ছাড়িয়ে যাবে। 

আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা জোবি অ্যাভিয়েশন ২০২৫ বা ২০২৬ সাল নাগাদ বাণিজ্যিক যাত্রী পরিষেবার জন্য ইলেকট্রিক টেকঅফ অ্যান্ড ল্যান্ডিং (ইভিটিওএল) এয়ার ট্যাক্সিগুলোর কার্যক্রম শুরু করবে বলে আশা করা হচ্ছে। 

ড্রিফটএক্স সম্মেলনে জোবি অ্যাভিয়েশনের এক কর্মকর্তা খালিজ টাইমসকে বলেন, ‘আমাদের উড়োজাহাজ ৩০-৩৫ মিনিটের মধ্যে আবুধাবি থেকে দুবাইয়ে উড়তে সক্ষম হবে।’ 

ড্রিফটএক্স বিশ্বের একমাত্র স্মার্ট ও স্বনিয়ন্ত্রিত যোগাযোগ এবং পরিবহন সম্মেলন। যা ২৫ ও ২৬ এপ্রিল আবুধাবির আইকনিক ইয়াস মেরিনা সার্কিটে অনুষ্ঠিত হয়।

জোবি অ্যাভিয়েশনের সিইও জোবেন বেভার্ট আলোচনার সময় উল্লেখ করেছেন, সংযুক্ত আরব আমিরাত অবকাঠামো তৈরি এবং স্বনিয়ন্ত্রিত উড়োজাহাজ অনুমোদন দেওয়ার বিষয়ে যে গতি দেখিয়েছে, তা দুর্দান্ত! 

নিরাপত্তা এবং শব্দ নিয়ন্ত্রণ জোবি অ্যাভিয়েশনের প্রধান গুরুত্বের বিষয় জানিয়ে বেভার্ট বলেন, ‘আরব আমিরাত সর্বাধুনিক অবকাঠামো নির্মাণের পদক্ষেপকে ত্বরান্বিত করতে সক্ষম হয়েছে।’ 

চলতি বছরের ফেব্রুয়ারিতে জোবি অ্যাভিয়েশন দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথোরিটির (আরটিএ) সঙ্গে চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয়। ওই চুক্তি মোতাবেক ২০২৬ সালের প্রথম দিকে আমিরাতে এয়ার ট্যাক্সি চালুর কথা রয়েছে।

অন্যান্য কোম্পানি, যেমন—ইভিটিওএল প্রস্তুতকারী আর্চার অ্যাভিয়েশন এবং আরব আমিরাতের অ্যাভিয়েশন সার্ভিস অপারেটর ফ্যালকন অ্যাভিয়েশন এরই মধ্যে দুবাই ও আবুধাবিতে গুরুত্বপূর্ণ স্থানগুলোর জন্য ভার্টিপোর্ট অবকাঠামো নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে। এ ছাড়া আবুধাবি বিনিয়োগ অফিস (আডিও) নির্মিত আবুধাবির স্মার্ট ও স্বনিয়ন্ত্রিত যন্ত্রশিল্পের (সাভি) সঙ্গে জোবি এবং আর্চার উভয়েই চুক্তি সই করেছে। 

ড্রিফটএক্স সম্মেলনে সংযুক্ত আরব আমিরাতে পরিকল্পিত বাণিজ্যিক এয়ার ট্যাক্সি কার্যক্রমকে ত্বরান্বিত করতে একটি চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে আর্চার, যেটি মিডনাইট এয়ারক্রাফটের সঙ্গে আগামী বছরের মধ্যেই চালু হবে। 

আডিওর সঙ্গে আর্চারের সহযোগিতার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে—ভার্টিপোর্ট নির্মাণ, আরব আমিরাতে এয়ার ট্যাক্সি অপারেশনের সক্ষমতা অর্জন এবং মিডনাইট এয়ারক্রাফট তৈরি করা। 

চুক্তির অধীনে, আডিও আমিরাতের স্থানীয় কর্মী উন্নয়ন কর্মসূচি নিশ্চিত করবে ও আবুধাবিতে আর্চারের আন্তর্জাতিক সদর দপ্তর স্থাপন করবে। পাশাপাশি সেন্টার অব এক্সিলেন্স সুবিধা দেবে। 

আর্চারের প্রতিষ্ঠাতা এবং সিইও অ্যাডাম গোল্ডস্টেইন বলেছেন, ‘আবুধাবির সঙ্গে এই চুক্তিটি আমিরাতজুড়ে আর্চারের বাণিজ্যিকীকরণ প্রচেষ্টার জন্য স্মরণীয় মুহূর্ত। কারণ, এটি ২০২৫ সালের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতে আমাদের বৈদ্যুতিক এয়ার ট্যাক্সিসেবা ত্বরান্বিত করার সুযোগ দেবে।’ 

আবুধাবিতে অনুষ্ঠিত ড্রিফটএক্স সম্মেলনে প্রদর্শিত ফ্লায়িং ট্যাক্সি। ছবি: সংগৃহীত এদিকে এয়ার ট্যাক্সির ভবিষ্যৎ কেমন হবে—তার নমুনা ড্রিফটএক্সে দর্শকদের প্রদর্শন করা হয়েছে। এসবের মধ্যে ছিল অটোমেটেড র‍্যাপিড ট্রানজিট (এআরটি), নিউ লিভারি স্পোর্টিং ট্যাক্সি স্বয়ংক্রিয় ট্যাক্সি এবং দর্শকদের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে পরিবহনের জন্য চালকবিহীন মিনিবাস। 

এর মধ্যে, দর্শকেরা বিভিন্ন উদ্ভাবনী সমাধানের সমুদ্র, বায়ু ও স্থল ডেমোগুলো পরীক্ষা করতে পেরেছে। প্রদর্শনী এলাকার ভেতরে বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো উড়ন্ত ট্যাক্সি, চালকবিহীন গাড়ি, ড্রোন এবং দক্ষিণ কোরিয়ার রাস্তায় গাড়ি চালানোর রিয়েল-টাইম স্ট্রিমিং ডেমোসহ বেশ কিছু উদ্ভাবনী ব্যবস্থার প্রোটোটাইপ প্রদর্শন করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত