Ajker Patrika

ইসরায়েলের হামলার পর ইরানের আকাশ এড়িয়ে চলছে ফ্লাইট

অনলাইন ডেস্ক
আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১৭: ৩৪
ইসরায়েলের হামলার পর ইরানের আকাশ এড়িয়ে চলছে ফ্লাইট

ইসরায়েলের হামলার পর ইরানের আকাশসীমা এড়ানোর পাশাপাশি বিকল্প বিমানবন্দর ব্যবহার করছে বিভিন্ন বিমান সংস্থার ফ্লাইট। আজ শুক্রবার সকালে ইরানে বিস্ফোরণের পর বিমানবন্দরগুলোতে ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত করার পর এয়ারলাইনসগুলো এ সিদ্ধান্ত নেয়।  

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, হামলার পরে তেহরান, সিরাজ ও ইস্পাহানের বিমানবন্দর বন্ধ করে দেয় ইরান। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, হামলার পর কয়েক ঘণ্টার জন্য ইরানের আকাশসীমার পশ্চিম অংশ থেকে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়।

আন্তর্জাতিক সময় ৪টা ৪৫ মিনিটে তেহরানের বিমানবন্দর ও আকাশসীমা পুনরায় সচল করা হয় এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের ডেটাবেইস পোস্ট করা বন্ধের নোটিশগুলো সরিয়ে ফেলা হয়।

বিমানবন্দরগুলো পুনরায় চালু করার আগে ফ্লাইদুবাইয়ের আজকের ফ্লাইট বাতিল করার কথা জানায় সংস্থাটি। এর আগের একটি ফ্লাইট দুবাইয়ে ফিরে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, রোম থেকে তেহরানগামী ইরান এয়ারের একটি ফ্লাইট তুরস্কের আঙ্কারায় অবতরণ করেছে। ট্র্যাকিং ওয়েবসাইট অনুসারে, আজ ভোরে হামলার পর প্রথম কয়েক ঘণ্টা ইরানের আকাশসীমার যে অংশটি খোলা ছিল, সেখানে ফ্লাইট অব্যাহত রেখেছিল এমিরেটস, ফ্লাইদুবাই, টার্কিশ এয়ার, উইজ এয়ার, আবুধাবি এবং বেলাভিয়া। 

এক বিবৃতিতে ফ্লাইদুবাই বলে, ‘আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে আমাদের ফ্লাইটের পথে পরিবর্তন আনব।’ 

সংযুক্ত আরব আমিরাতে রেকর্ড বৃষ্টিপাতের পর এবার ইরানের আকাশসীমা ও বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় দুবাইভিত্তিক বিমান সংস্থাগুলোর জন্য একটি কঠিন সময় তৈরি হয়েছে। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার থেকে দুবাইগামী ও দুবাই থেকে আসা ১ হাজার ৪৭৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে, যা মোট ফ্লাইটের প্রায় ৩০ শতাংশ। 

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কয়েক দিন পর ইসরায়েলি পাল্টা হামলার আগে থেকেই পশ্চিমা ও এশিয়ার অনেক বিমান সংস্থা ইরান এবং এর আকাশসীমা এড়িয়ে চলার চেষ্টা করছিল।

জার্মানির লুফথানসা গত বুধবার তেহরানে চলমান নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে তেহরানগামী ফ্লাইট স্থগিতের মেয়াদ এ মাসের শেষ পর্যন্ত বাড়িয়েছে। অস্ট্রেলিয়ার কান্তাস এয়ারওয়েজ মধ্যপ্রাচ্য নিয়ে উদ্বেগের কারণে পার্থ ও লন্ডনগামী ফ্লাইটের রুট পরিবর্তন করছে এবং ইরানের আকাশসীমা এড়িয়ে সিঙ্গাপুরে জ্বালানি বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছে। 

তাইওয়ানের চায়না এয়ারলাইনস এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ইউরোপীয় ইউনিয়ন অ্যাভিয়েশন সেফটি এজেন্সির সুপারিশ অনুযায়ী তারা উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করে সবচেয়ে উপযুক্ত রুট তৈরি ও পরিকল্পনা করছে।

তাইওয়ানের ইভা এয়ার রয়টার্সকে জানিয়েছে, তাদের ফ্লাইটগুলো এরই মধ্যে ইরানের আকাশসীমা এড়িয়ে চলা শুরু করেছে। ইতিহাদ এয়ারওয়েজ বলেছে, তারা সার্বক্ষণিক নিরাপত্তা এবং আকাশসীমার পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তারা জানায়, ‘নিরাপত্তা সব সময় আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং নিরাপদ না হলে আমরা কখনোই ফ্লাইট পরিচালনা করব না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত