Ajker Patrika

সিরিয়ায় ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী, দামেস্ক থেকে মাত্র ২০ কিমি দূরে

অনলাইন ডেস্ক    
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১২: ২২
সিরিয়ায় অবস্থিত মাউন্ট হেরমনে ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যদের বহনকারী গাড়িবহর। ছবি: আইডিএফ
সিরিয়ায় অবস্থিত মাউন্ট হেরমনে ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যদের বহনকারী গাড়িবহর। ছবি: আইডিএফ

সিরিয়ার গভীরে ঢুকে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)। বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীর কমব্যাট ইঞ্জিনিয়ারিং কোরের ৬০৩তম ব্যাটালিয়ন সিরিয়ার তেল হাদার পাহাড়ে পৌঁছে গেছে। এটি ইসরায়েলি সীমান্ত থেকে সিরিয়ার ১০ কিলোমিটার গভীরে এবং রাজধানী দামেস্ক থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিদ্রোহীদের ব্যাপক আক্রমণের মুখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের কয়েক দিন পর ইসরায়েলি বাহিনী এই অগ্রগতির কথা জানাল। এর আগে, ইসরায়েল বাহিনী কখনোই এত গভীরে প্রবেশ করেনি। ইসরায়েলি দাবির বিপরীতে সিরিয়ার কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

আইডিএফের ৬০৩তম ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার উরি আলমোগ বলেন, ‘গত বুধবার আমরা আল হিয়াম থেকে রওনা হয়েছিলাম। শনিবার ফোন আসার পর সেদিন রাতেই পুরো কোম্পানি গোলান মালভূমিতে একত্র হয়। রোববার আমরা সিরিয়ার মাটিতে প্রবেশ করি।’

উরি আলমোগ বলেন, ‘আমাদের সেনারা এই মিশনের গুরুত্ব বুঝতে পেরেছে এবং উচ্ছ্বসিত। কারণ, এমন সুযোগ সহজে পাওয়া যায় না। কমান্ডো ব্রিগেডের অধীনে আমরা তেল হাদার দখলের জন্য অগ্রসর হই, তবে প্রথম যে গাড়ি তেল হাদার পাহাড়ে পা রাখে সেটি ৭তম ব্রিগেডের ছিল। এটি সিরিয়ার অভ্যন্তরে আইডিএফের সবচেয়ে গভীর (অনু)প্রবেশ। এর আগে ১৯৭৩ সালের ১২ অক্টোবর আমাদের গোলানি বাহিনী এই পাহাড় দখল করেছিল।’

ইসরায়েলি সশস্ত্রবাহিনী ঐতিহাসিকভাবে সিরিয়ার সামরিক চৌকিগুলো নিয়ে ব্যাপক প্রশিক্ষণ নিয়েছে। সিরিয়ার এসব চৌকি ব্যাপক সুরক্ষিত হওয়ায় সেগুলোকে ‘সিরিয়ান পিটাস’ নামে ডাকা হয় ইসরায়েলে। তবে সাম্প্রতিক বছরগুলোতে আইডিএফ লেবানন ও গাজার হুমকির দিকে বেশি মনোযোগ দিয়েছিল, সিরিয়ার ভূখণ্ডে ম্যানুভারের সম্ভাবনা দেশটি বিবেচনায় আনেনি।

আলমোগ আরও বলেন, ‘আমরা সিরিয়ার পরিস্থিতির জন্য প্রশিক্ষিত ছিলাম না; আমরা হিজবুল্লাহ এবং হামাস নিয়ে শিখেছি। এখন শত্রু না থাকলেও ভূখণ্ড নিজেই চ্যালেঞ্জ তৈরি করছে। আমরা জটিল প্রতিবন্ধকতার গল্প শুনে বড় হয়েছি, তবে বাস্তবে তা তেমন কঠিন নয়। আমাদের বুলডোজার সবকিছু মোকাবিলা করতে সক্ষম। স্পষ্ট যে, আমাদের সেক্টরে তাদের প্রতিরক্ষা খুব একটা ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি।’

ইসরায়েলের এই সেনা কর্মকর্তা আরও বলেন, ‘বর্তমানে আমাদের সৈন্যরা সিরিয়ার ভেতরে প্রায় ১০ কিলোমিটার ঢুকে গেছে। এখান থেকে একদিকে দামেস্ক দেখা যায়, অন্যদিকে হেরমনের ঢাল এবং পেছনে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বসতিগুলো। আমরা এখন আলফা লাইন ছাড়িয়ে অবস্থান মজবুত করছি, ইসরায়েলের প্রতিরক্ষামূলক পরিধি বিস্তৃত করছি এবং গোলান মালভূমির বাসিন্দাদের সুরক্ষা দিচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত