অনলাইন ডেস্ক
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে পাহাড়ি এলাকায় বৈরী আবহাওয়ার মধ্যে অবতরণের সময় আছড়ে পড়ে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি। রাইসির সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা।
আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ এক বিবৃতিতে বলেন, ‘আমরা ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং এর জনগণের দুঃখে অংশীদার হচ্ছি। নিহতদের পরিবার এবং ইরানের সরকারের প্রতি আমাদের সমবেদনা জানাই। এই কঠিন সময়ে আমরা ইরানের জনগণের পাশে দাঁড়িয়েছি এবং এই ঘটনার সব ক্ষতিগ্রস্তের পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেওয়ার জন্য প্রার্থনা করছি।’
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বিবৃতিতে বলেন, ‘আমরা প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে ভ্রাতৃপ্রতিম ইরানি জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জানাই। সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করছি, নিহত ইরানি প্রেসিডেন্ট এবং অন্যদের প্রতি তিনি তাঁর করুণা দান করুন। হতাহতের পরিবারকে সান্ত্বনা জানাই। এই দুঃখের সময়ে ইরানের নেতৃত্ব ও জনগণের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্র এবং এর জনগণের সংহতি রয়েছে।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি বার্তায় বলেন, ‘সৈয়দ ইব্রাহিম রাইসি একজন অসামান্য রাজনীতিবিদ ছিলেন, যার সমগ্র জীবন মাতৃভূমির সেবায় নিবেদিত ছিল। রাশিয়ার সত্যিকারের বন্ধু হিসেবে তিনি দুই দেশের সম্পর্কের উন্নয়নে অমূল্য ব্যক্তিগত অবদান রেখেছিলেন।’
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সামাজিক প্ল্যাটফর্মে এক্সে পোস্টে বলেন, ‘একজন সহকর্মী হিসেবে আমি ব্যক্তিগতভাবে ইরানের জনগণ এবং আমাদের অঞ্চলের শান্তির জন্য তাঁর (রাইসি) ক্ষমতায় থাকাকালীন সব প্রচেষ্টাই প্রত্যক্ষ করেছি। আমি জনাব রাইসিকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি।’
আরব লিগের প্রধান আহমেদ আবুল গাইত এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন নিহতদের প্রতি তাঁর করুণা ও ক্ষমা বর্ষণ করেন এবং তাঁদের পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেন।’
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সামাজিক প্ল্যাটফর্ম ফেসবুকে লিখেছেন, ‘গত নভেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে প্রেসিডেন্ট রাইসির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে সম্মানিত হয়েছিলাম। তিনি জনগণের কল্যাণ এবং তাঁর জাতির মর্যাদার প্রতি গভীর অঙ্গীকারের নিদর্শন সৃষ্টি করেছেন। ন্যায়বিচার, শান্তি এবং মুসলিম উম্মাহর উত্থানের প্রতি তাঁর নিবেদন সত্যিই অনুপ্রেরণাদায়ক ছিল। আমরা মালয়েশিয়া-ইরান সম্পর্ক জোরদার করতে, আমাদের জনগণ এবং মুসলিম বিশ্বের উন্নতির জন্য একসঙ্গে কাজ করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি।’
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সম্প্রচারমাধ্যম চ্যানেল ফাইভকে বলেন, ‘আমি ইরানের অভ্যন্তরীণ শৃঙ্খলার কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আমরা আমাদের ইউরোপীয় এবং জি-৭ মিত্রদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করছি। কারণ, আমরা এমন একটি ঘটনার কথা বলছি; যা একটি বিশেষ জটিল আঞ্চলিক কাঠামোর অংশ। আমি আশা করি, ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব এই অঞ্চলের স্থিতিশীলতা এবং শান্তির জন্য নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করবে।’
ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল এক্সে বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ানের মৃত্যুতে আন্তরিক সমবেদনা প্রকাশ করে। সে সঙ্গে, তাদের প্রতিনিধিদল এবং ক্রুদের অন্য সদস্যদের প্রতিও রয়েছে আমাদের সমবেদনা।’
জাপান সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি বলেন, প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে জাপান ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক্সে পোস্ট দিয়ে বলেন, ‘একজন অনুকরণীয় ব্যক্তিকে বিদায় জানাতে গভীরভাবে দুঃখিত আমরা। আমাদের ভাই ইব্রাহিম বিশ্বের একজন অসাধারণ নেতা ছিলেন এবং সব সময় থাকবেন। একজন চমৎকার মানুষ এবং তাঁর দেশের তাঁর জনগণের সার্বভৌমত্বের রক্ষক ও আমাদের নিঃশর্ত বন্ধু হিসেবে তাঁকে স্মরণ করা হবে। বলিভিয়া থেকে আমরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি গভীর সমবেদনা জানাই।’
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এক বিবৃতিতে বলেছেন, ‘নিহত ইরানি প্রেসিডেন্ট এবং বিদেহীরা আল্লাহর কাছে বিশ্রাম নেবেন এবং তাঁদের পরিবার ধৈর্য ধারণ করতে পারবে বলে প্রার্থনা করছে মিসর।’
লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ গ্রুপ এক বিবৃতিতে বলেছে, ‘হিজবুল্লাহ ইরানের প্রতি শহীদদের সেবা ও সংগ্রামের প্রশংসা জানায়। তাঁদের প্রতি রহমত, খামেনিকে রক্ষা এবং ইরানকে ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে অগ্নিপরীক্ষা অতিক্রম করার ক্ষমতা দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছে হিজবুল্লাহ।’
জর্ডানের রাজা আবদুল্লাহ এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘আমরা আমাদের ভাই প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং তাঁদের সঙ্গে যাঁরা ছিলেন তাঁদের মৃত্যুতে গভীর সমবেদনা জানাই। ইসলামি প্রজাতন্ত্র ইরানের নেতৃত্ব, সরকার এবং জনগণের প্রতি আমার গভীর সমবেদনা রয়েছে। এই কঠিন পরিস্থিতিতে আমরা ইরানে আমাদের ভাইদের সঙ্গে সংহতি প্রকাশ করছি।’
সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন রশিদ আল-মাকতুম এক বিবৃতিতে বলেন, ‘আমাদের হৃদয় এই কঠিন সময়ে আপনাদের সঙ্গে আছে। আমরা প্রার্থনা করি, আল্লাহ তাঁর বিশাল রহমত দিয়ে নিহতদের আবৃত করে নেবেন এবং তাদের জান্নাত দান করবেন।’
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এক বিবৃতিতে বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরান এবং নিহতদের পরিবারের সঙ্গে সিরিয়ার সংহতি রয়েছে।
ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শিয়া আল-সুদানি এক বিবৃতিতে বলেন, ‘আমরা ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং ইরানের সরকার ও জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জানাই। এই বেদনাদায়ক ট্র্যাজেডিতে আমরা ভ্রাতৃপ্রতিম ইরানি জনগণ এবং ইসলামি প্রজাতন্ত্রের কর্মকর্তাদের সঙ্গে আমাদের সংহতি প্রকাশ করছি।’
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বিবৃতিতে ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ও হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধকে সমর্থন করার জন্য মৃত ইরানি নেতার প্রশংসা করেছে হামাস। সে সঙ্গে আস্থা প্রকাশ করে বলেছে, ইরানের মূল প্রতিষ্ঠানগুলো এই বিশাল ক্ষতির প্রতিক্রিয়া কাটিয়ে উঠতে দেশকে সক্ষম করবে।
ইয়েমেনের হুতি সুপ্রিম রেভল্যুশনারি কমিটির প্রধান মোহাম্মদ আলী আল-হুতি এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘আমরা নিহতদের পরিবারকে ধৈর্য ও সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি।’
কাতারের আমির শেখ তামিন বিন হামাদ আল-থানি এক্সে এক পোস্টে বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা। নিহতদের পরিবারকে ধৈর্য ও সান্ত্বনার জন্য সর্বশক্তিমান ঈশ্বরের কাছে রহমত ও ক্ষমা প্রার্থনা করছি।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘মহান ইরানি জাতি প্রথাগত সাহসের সঙ্গে এই বেদনা কাটিয়ে উঠবে। পাকিস্তান এ ঘটনায় শোক দিবস পালন করবে এবং প্রেসিডেন্ট রাইসি ও তাঁর সঙ্গীদের প্রতি সম্মান প্রদর্শন ও ভ্রাতৃপ্রতিম ইরানের সঙ্গে সংহতি স্বরূপ পতাকা অর্ধনমিত করবে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. সাইয়েদ ইব্রাহিম রাইসির মর্মান্তিক মৃত্যুতে ভারত গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। ভারত-ইরান দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করার জন্য তাঁর অবদান সর্বদা স্মরণ করা হবে। তাঁর পরিবার এবং ইরানের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই দুঃখের সময়ে ভারত ইরানের পাশে আছে।’
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে পাহাড়ি এলাকায় বৈরী আবহাওয়ার মধ্যে অবতরণের সময় আছড়ে পড়ে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি। রাইসির সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা।
আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ এক বিবৃতিতে বলেন, ‘আমরা ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং এর জনগণের দুঃখে অংশীদার হচ্ছি। নিহতদের পরিবার এবং ইরানের সরকারের প্রতি আমাদের সমবেদনা জানাই। এই কঠিন সময়ে আমরা ইরানের জনগণের পাশে দাঁড়িয়েছি এবং এই ঘটনার সব ক্ষতিগ্রস্তের পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেওয়ার জন্য প্রার্থনা করছি।’
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বিবৃতিতে বলেন, ‘আমরা প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে ভ্রাতৃপ্রতিম ইরানি জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জানাই। সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করছি, নিহত ইরানি প্রেসিডেন্ট এবং অন্যদের প্রতি তিনি তাঁর করুণা দান করুন। হতাহতের পরিবারকে সান্ত্বনা জানাই। এই দুঃখের সময়ে ইরানের নেতৃত্ব ও জনগণের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্র এবং এর জনগণের সংহতি রয়েছে।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি বার্তায় বলেন, ‘সৈয়দ ইব্রাহিম রাইসি একজন অসামান্য রাজনীতিবিদ ছিলেন, যার সমগ্র জীবন মাতৃভূমির সেবায় নিবেদিত ছিল। রাশিয়ার সত্যিকারের বন্ধু হিসেবে তিনি দুই দেশের সম্পর্কের উন্নয়নে অমূল্য ব্যক্তিগত অবদান রেখেছিলেন।’
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সামাজিক প্ল্যাটফর্মে এক্সে পোস্টে বলেন, ‘একজন সহকর্মী হিসেবে আমি ব্যক্তিগতভাবে ইরানের জনগণ এবং আমাদের অঞ্চলের শান্তির জন্য তাঁর (রাইসি) ক্ষমতায় থাকাকালীন সব প্রচেষ্টাই প্রত্যক্ষ করেছি। আমি জনাব রাইসিকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি।’
আরব লিগের প্রধান আহমেদ আবুল গাইত এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন নিহতদের প্রতি তাঁর করুণা ও ক্ষমা বর্ষণ করেন এবং তাঁদের পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেন।’
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সামাজিক প্ল্যাটফর্ম ফেসবুকে লিখেছেন, ‘গত নভেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে প্রেসিডেন্ট রাইসির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে সম্মানিত হয়েছিলাম। তিনি জনগণের কল্যাণ এবং তাঁর জাতির মর্যাদার প্রতি গভীর অঙ্গীকারের নিদর্শন সৃষ্টি করেছেন। ন্যায়বিচার, শান্তি এবং মুসলিম উম্মাহর উত্থানের প্রতি তাঁর নিবেদন সত্যিই অনুপ্রেরণাদায়ক ছিল। আমরা মালয়েশিয়া-ইরান সম্পর্ক জোরদার করতে, আমাদের জনগণ এবং মুসলিম বিশ্বের উন্নতির জন্য একসঙ্গে কাজ করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি।’
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সম্প্রচারমাধ্যম চ্যানেল ফাইভকে বলেন, ‘আমি ইরানের অভ্যন্তরীণ শৃঙ্খলার কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আমরা আমাদের ইউরোপীয় এবং জি-৭ মিত্রদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করছি। কারণ, আমরা এমন একটি ঘটনার কথা বলছি; যা একটি বিশেষ জটিল আঞ্চলিক কাঠামোর অংশ। আমি আশা করি, ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব এই অঞ্চলের স্থিতিশীলতা এবং শান্তির জন্য নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করবে।’
ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল এক্সে বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ানের মৃত্যুতে আন্তরিক সমবেদনা প্রকাশ করে। সে সঙ্গে, তাদের প্রতিনিধিদল এবং ক্রুদের অন্য সদস্যদের প্রতিও রয়েছে আমাদের সমবেদনা।’
জাপান সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি বলেন, প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে জাপান ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক্সে পোস্ট দিয়ে বলেন, ‘একজন অনুকরণীয় ব্যক্তিকে বিদায় জানাতে গভীরভাবে দুঃখিত আমরা। আমাদের ভাই ইব্রাহিম বিশ্বের একজন অসাধারণ নেতা ছিলেন এবং সব সময় থাকবেন। একজন চমৎকার মানুষ এবং তাঁর দেশের তাঁর জনগণের সার্বভৌমত্বের রক্ষক ও আমাদের নিঃশর্ত বন্ধু হিসেবে তাঁকে স্মরণ করা হবে। বলিভিয়া থেকে আমরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি গভীর সমবেদনা জানাই।’
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এক বিবৃতিতে বলেছেন, ‘নিহত ইরানি প্রেসিডেন্ট এবং বিদেহীরা আল্লাহর কাছে বিশ্রাম নেবেন এবং তাঁদের পরিবার ধৈর্য ধারণ করতে পারবে বলে প্রার্থনা করছে মিসর।’
লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ গ্রুপ এক বিবৃতিতে বলেছে, ‘হিজবুল্লাহ ইরানের প্রতি শহীদদের সেবা ও সংগ্রামের প্রশংসা জানায়। তাঁদের প্রতি রহমত, খামেনিকে রক্ষা এবং ইরানকে ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে অগ্নিপরীক্ষা অতিক্রম করার ক্ষমতা দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছে হিজবুল্লাহ।’
জর্ডানের রাজা আবদুল্লাহ এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘আমরা আমাদের ভাই প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং তাঁদের সঙ্গে যাঁরা ছিলেন তাঁদের মৃত্যুতে গভীর সমবেদনা জানাই। ইসলামি প্রজাতন্ত্র ইরানের নেতৃত্ব, সরকার এবং জনগণের প্রতি আমার গভীর সমবেদনা রয়েছে। এই কঠিন পরিস্থিতিতে আমরা ইরানে আমাদের ভাইদের সঙ্গে সংহতি প্রকাশ করছি।’
সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন রশিদ আল-মাকতুম এক বিবৃতিতে বলেন, ‘আমাদের হৃদয় এই কঠিন সময়ে আপনাদের সঙ্গে আছে। আমরা প্রার্থনা করি, আল্লাহ তাঁর বিশাল রহমত দিয়ে নিহতদের আবৃত করে নেবেন এবং তাদের জান্নাত দান করবেন।’
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এক বিবৃতিতে বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরান এবং নিহতদের পরিবারের সঙ্গে সিরিয়ার সংহতি রয়েছে।
ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শিয়া আল-সুদানি এক বিবৃতিতে বলেন, ‘আমরা ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং ইরানের সরকার ও জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জানাই। এই বেদনাদায়ক ট্র্যাজেডিতে আমরা ভ্রাতৃপ্রতিম ইরানি জনগণ এবং ইসলামি প্রজাতন্ত্রের কর্মকর্তাদের সঙ্গে আমাদের সংহতি প্রকাশ করছি।’
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বিবৃতিতে ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ও হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধকে সমর্থন করার জন্য মৃত ইরানি নেতার প্রশংসা করেছে হামাস। সে সঙ্গে আস্থা প্রকাশ করে বলেছে, ইরানের মূল প্রতিষ্ঠানগুলো এই বিশাল ক্ষতির প্রতিক্রিয়া কাটিয়ে উঠতে দেশকে সক্ষম করবে।
ইয়েমেনের হুতি সুপ্রিম রেভল্যুশনারি কমিটির প্রধান মোহাম্মদ আলী আল-হুতি এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘আমরা নিহতদের পরিবারকে ধৈর্য ও সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি।’
কাতারের আমির শেখ তামিন বিন হামাদ আল-থানি এক্সে এক পোস্টে বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা। নিহতদের পরিবারকে ধৈর্য ও সান্ত্বনার জন্য সর্বশক্তিমান ঈশ্বরের কাছে রহমত ও ক্ষমা প্রার্থনা করছি।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘মহান ইরানি জাতি প্রথাগত সাহসের সঙ্গে এই বেদনা কাটিয়ে উঠবে। পাকিস্তান এ ঘটনায় শোক দিবস পালন করবে এবং প্রেসিডেন্ট রাইসি ও তাঁর সঙ্গীদের প্রতি সম্মান প্রদর্শন ও ভ্রাতৃপ্রতিম ইরানের সঙ্গে সংহতি স্বরূপ পতাকা অর্ধনমিত করবে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. সাইয়েদ ইব্রাহিম রাইসির মর্মান্তিক মৃত্যুতে ভারত গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। ভারত-ইরান দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করার জন্য তাঁর অবদান সর্বদা স্মরণ করা হবে। তাঁর পরিবার এবং ইরানের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই দুঃখের সময়ে ভারত ইরানের পাশে আছে।’
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পরোয়ানা জারি করায় বেনিয়ামিন নেতানিয়াহু আয়ারল্যান্ডে এলে তাকে গ্রেপ্তার করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি প
৪৩ মিনিট আগেনিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ‘মানবতার শত্রু’ বলে অবহিত করেছেন নেতানিয়াহু। হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত, মানবতাকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আজ সেটি মানবতার শত্রুতে পরিণত হয়েছে।
১ ঘণ্টা আগেলাওসের পর্যটন শহর ভাং ভিয়েং-এ সন্দেহজনক মিথানল বিষক্রিয়ায় আরও একজন অস্ট্রেলীয় তরুণীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিষাক্ত অ্যালকোহল সেবনে সেখানে ছয় বিদেশি পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেদখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নিন্দা জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই।
২ ঘণ্টা আগে