অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের পশ্চিম তীরে ১৫ বছর বয়সী এক কিশোরসহ পাঁচজন ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন। জেনিন শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি সেন্দের এক অভিযানে তারা নিহত হয়। ফিলিস্তিনি স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ সংবাদ জানিয়েছে।
ফিলিস্তিনের সশস্ত্র বাহিনীর বোমা হামলার পর একটি ইসরায়েলি হেলিকপ্টার থেকে জেনিন ক্যাম্পে মিসাইল ছোড়া হয়। তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, নষ্ট ও পড়ে থাকা বেশ কিছু যানবাহন পুড়িয়ে ফেলার জন্য মিসাইল ছোড়া হয়েছে। গাড়ির পোড়া অংশগুলো শিগগিরই অপসারণ করা হবে। আর ফিলিস্তিনের সশস্ত্র বাহিনীর বোমা হামলায় তিন সেনা ও এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতরা হলেন কাসাম ফয়সাল আবু সিরিয়া (২৯), খালেদ দারবিশ (২১), কাসাম সারিয়া (১৯) ও আহমেদ সাকার (১৫)। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।
ফিলিস্তিনিদের দ্বিতীয় ইন্তিফাদার পর এই প্রথম ইসরায়েলি সেনারা পশ্চিম তীরে হামলায় হেলিকপ্টার ব্যবহার করল। ইসরায়েলি বাহিনী সৈন্যদের বের করার সময় হেলিকপ্টারটি মাটিতে থাকা জঙ্গিদের লক্ষ্য করে গুলি চালায় বলে জানা গেছে।
এক বাসিন্দা স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘যুদ্ধ চলছে, মাথার ওপর শুধু হেলিকপ্টার উড়ছে। অথচ আমাদের নিরাপদে কোথাও যাওয়ার সুযোগ নেই। আজ সকালে হেলিকপ্টারগুলো জেনিনে আক্রমণ চালিয়েছে। অনেকেই হতাহত হয়েছেন। গ্যাস ও পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন ক্যাম্পে পানির অভাব দেখা দিয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত জানান, দেশটির সেনারা হামাস সদস্যদের বিরুদ্ধে অভিযানে গিয়ে পরিকল্পিত হামলার শিকার হয়েছেন। এ সময় দুজন ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
এ বিষয়ে ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে, জেনিনে ইসরায়েলের এই আগ্রাসন খুবই জঘন্য ও ভয়াবহ। এটি দ্রুত থামাতে হবে।
ফিলিস্তিনের পশ্চিম তীরে ১৫ বছর বয়সী এক কিশোরসহ পাঁচজন ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন। জেনিন শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি সেন্দের এক অভিযানে তারা নিহত হয়। ফিলিস্তিনি স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ সংবাদ জানিয়েছে।
ফিলিস্তিনের সশস্ত্র বাহিনীর বোমা হামলার পর একটি ইসরায়েলি হেলিকপ্টার থেকে জেনিন ক্যাম্পে মিসাইল ছোড়া হয়। তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, নষ্ট ও পড়ে থাকা বেশ কিছু যানবাহন পুড়িয়ে ফেলার জন্য মিসাইল ছোড়া হয়েছে। গাড়ির পোড়া অংশগুলো শিগগিরই অপসারণ করা হবে। আর ফিলিস্তিনের সশস্ত্র বাহিনীর বোমা হামলায় তিন সেনা ও এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতরা হলেন কাসাম ফয়সাল আবু সিরিয়া (২৯), খালেদ দারবিশ (২১), কাসাম সারিয়া (১৯) ও আহমেদ সাকার (১৫)। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।
ফিলিস্তিনিদের দ্বিতীয় ইন্তিফাদার পর এই প্রথম ইসরায়েলি সেনারা পশ্চিম তীরে হামলায় হেলিকপ্টার ব্যবহার করল। ইসরায়েলি বাহিনী সৈন্যদের বের করার সময় হেলিকপ্টারটি মাটিতে থাকা জঙ্গিদের লক্ষ্য করে গুলি চালায় বলে জানা গেছে।
এক বাসিন্দা স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘যুদ্ধ চলছে, মাথার ওপর শুধু হেলিকপ্টার উড়ছে। অথচ আমাদের নিরাপদে কোথাও যাওয়ার সুযোগ নেই। আজ সকালে হেলিকপ্টারগুলো জেনিনে আক্রমণ চালিয়েছে। অনেকেই হতাহত হয়েছেন। গ্যাস ও পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন ক্যাম্পে পানির অভাব দেখা দিয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত জানান, দেশটির সেনারা হামাস সদস্যদের বিরুদ্ধে অভিযানে গিয়ে পরিকল্পিত হামলার শিকার হয়েছেন। এ সময় দুজন ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
এ বিষয়ে ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে, জেনিনে ইসরায়েলের এই আগ্রাসন খুবই জঘন্য ও ভয়াবহ। এটি দ্রুত থামাতে হবে।
৬০ দিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাব করা হয়েছে। এমন হলে ইরান-সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী এবং মিলিশিয়া এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বন্ধ হবে। এর ফলে ইসরায়েলি সেনাদের দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহার করা হবে এবং ওই অঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধারাও অবস্থান করতে পারবে না।
৮ ঘণ্টা আগেবিশ্বে বর্তমানে ৩ হাজার ৩২৩ জন বিলিয়নিয়ার রয়েছেন। এদের মধ্যে ১৩ শতাংশ বা ৪৩১ জন হলেন নারী বিলিয়নিয়ার। সোমবার ‘আলট্রাটা বিলিয়নিয়ার পরিসংখ্যানের’ তথ্য দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি বলেছে, ধীরে ধীরে নারীরা বৈশ্বিক সম্পদের বড় অংশীদার হয়ে উঠছেন।
৯ ঘণ্টা আগেভারতের জামিয়া মিলিয়া ইসলামিয়া (জেএমআই) বিশ্ববিদ্যালয়ে অমুসলিম শিক্ষার্থীদের বিরুদ্ধে ধর্মান্তরকরণের অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তবে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা অভিযোগ করেছেন, হিন্দুত্ববাদী সংগঠনগুলো পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করতে চক্রান্ত করছে।
১০ ঘণ্টা আগেতুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা করেছেন এক ব্যক্তি। তাদের হত্যা শেষে নিজেও আত্মহত্যা করেছেন। গতকাল রোববার (২৪ নভেম্বর) ইস্তাম্বুলের কাছের একটি এলাকায় এই ঘটনা ঘটে।
১০ ঘণ্টা আগে