অনলাইন ডেস্ক
সৌদি আরবের রাজধানী রিয়াদের বইমেলায় হিব্রু ভাষায় রচিত তাওরাতের পাণ্ডুলিপি দেখতে ভীড় জমিয়েছেন দর্শনার্থীরা। সৌদি সংবাদমাধ্যম সাবক এক প্রতিবেদনে বলেছে, রিয়াদ আন্তর্জাতিক বইমেলায় কাচের কেসের ভেতরে প্রদর্শিত হয়েছে পাণ্ডুলিপিটি। মেলায় বিশেষ প্যাভিলিয়নে প্রদর্শনীর জন্য রাখা ২৭টি বিরল পাণ্ডুলিপির মধ্যে এটি অন্যতম।
ইহুদিদের ধর্মগ্রন্থ আরবিতে তাওরাত হিসেবে পরিচিত। আর হিব্রু ভাষায় এর নাম তোরাহ। হিব্রু বাইবেলের প্রথম পাঁচটি গ্রন্থকে একত্রে বলা হয় তোরাহ।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর এনডাউমেন্ট লাইব্রেরিস, কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের কিং সালমান লাইব্রেরি এবং কিং ফাহদ ন্যাশনাল লাইব্রেরি থেকে দুর্লভ পাণ্ডুলিপিগুলো প্রদর্শনীর জন্য রাখা হয়েছে।
গত বৃহস্পতিবার শুরু হওয়া এই বার্ষিক বইমেলায় সারা বিশ্ব থেকে প্রায় ১ হাজার ৮০০টি প্রকাশনা সংস্থা এবং সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করছে। কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই বইমেলার প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘একটি প্রেরণাদায়ী গন্তব্য’।
এতে প্রায় ১০ লাখ দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছেন আয়োজকেরা। মেলাটি চলবে ৭ অক্টোবর পর্যন্ত। এবারের রিয়াদ বইমেলায় অতিথি করা হয়েছে ওমানকে।
সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ৪৬ হাজার বর্গমিটারেরও বেশি এলাকাজুড়ে বিস্তৃত রিয়াদ বইমেলা তার বৈচিত্র্য এবং কর্মকাণ্ডের কারণে আরব বিশ্বের বৃহত্তম সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছে। বিভিন্ন বয়সী মানুষের উপযোগী সাংস্কৃতিক কর্মকাণ্ড দিয়ে সাজানো হয়েছে এই মেলা।
১০ দিনেরও বেশি সময় ধরে চলবে এই মেলা। আগতদের জন্য রয়েছে একটি সমৃদ্ধ সাংস্কৃতিক সূচি। আলোচনাসভা, কবিতা আবৃত্তি, কর্মশালা, শিশুদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, স্টেজ শো, কনসার্টের সঙ্গে রয়েছে ‘বুক টক’ নামের একটি ইভেন্ট; যেখানে স্বনামধন্য লেখক ও চিন্তাবিদেরা অংশ নেবেন।
সৌদি আরবের রাজধানী রিয়াদের বইমেলায় হিব্রু ভাষায় রচিত তাওরাতের পাণ্ডুলিপি দেখতে ভীড় জমিয়েছেন দর্শনার্থীরা। সৌদি সংবাদমাধ্যম সাবক এক প্রতিবেদনে বলেছে, রিয়াদ আন্তর্জাতিক বইমেলায় কাচের কেসের ভেতরে প্রদর্শিত হয়েছে পাণ্ডুলিপিটি। মেলায় বিশেষ প্যাভিলিয়নে প্রদর্শনীর জন্য রাখা ২৭টি বিরল পাণ্ডুলিপির মধ্যে এটি অন্যতম।
ইহুদিদের ধর্মগ্রন্থ আরবিতে তাওরাত হিসেবে পরিচিত। আর হিব্রু ভাষায় এর নাম তোরাহ। হিব্রু বাইবেলের প্রথম পাঁচটি গ্রন্থকে একত্রে বলা হয় তোরাহ।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর এনডাউমেন্ট লাইব্রেরিস, কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের কিং সালমান লাইব্রেরি এবং কিং ফাহদ ন্যাশনাল লাইব্রেরি থেকে দুর্লভ পাণ্ডুলিপিগুলো প্রদর্শনীর জন্য রাখা হয়েছে।
গত বৃহস্পতিবার শুরু হওয়া এই বার্ষিক বইমেলায় সারা বিশ্ব থেকে প্রায় ১ হাজার ৮০০টি প্রকাশনা সংস্থা এবং সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করছে। কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই বইমেলার প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘একটি প্রেরণাদায়ী গন্তব্য’।
এতে প্রায় ১০ লাখ দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছেন আয়োজকেরা। মেলাটি চলবে ৭ অক্টোবর পর্যন্ত। এবারের রিয়াদ বইমেলায় অতিথি করা হয়েছে ওমানকে।
সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ৪৬ হাজার বর্গমিটারেরও বেশি এলাকাজুড়ে বিস্তৃত রিয়াদ বইমেলা তার বৈচিত্র্য এবং কর্মকাণ্ডের কারণে আরব বিশ্বের বৃহত্তম সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছে। বিভিন্ন বয়সী মানুষের উপযোগী সাংস্কৃতিক কর্মকাণ্ড দিয়ে সাজানো হয়েছে এই মেলা।
১০ দিনেরও বেশি সময় ধরে চলবে এই মেলা। আগতদের জন্য রয়েছে একটি সমৃদ্ধ সাংস্কৃতিক সূচি। আলোচনাসভা, কবিতা আবৃত্তি, কর্মশালা, শিশুদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, স্টেজ শো, কনসার্টের সঙ্গে রয়েছে ‘বুক টক’ নামের একটি ইভেন্ট; যেখানে স্বনামধন্য লেখক ও চিন্তাবিদেরা অংশ নেবেন।
বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খানের পতৌদি প্রাসাদসহ প্রায় ১৫ হাজার কোটি রুপির সম্পত্তি ভারত সরকারের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। গত ১৭ জানুয়ারি এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, শত্রু সম্পত্তি আইন ১৯৬৮-এর...
৮ মিনিট আগেবুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, জিত আদানি গৌতম আদানির কনিষ্ঠ সন্তান। ২০২৩ সালে ১২ মার্চ তিনি হিরা ব্যবসায়ী জয়মিন শাহের মেয়ে দিবা জয়মিন শাহের সঙ্গে বাগদান সম্পন্ন করেন। বিয়ের প্রস্তুতির...
৩৪ মিনিট আগেট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ শুল্ক। তাঁর বিশ্বাস, শুল্ক বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো, চাকরি রক্ষা করা এবং কর রাজস্ব বৃদ্ধি করা সম্ভব। ট্রাম্পের এসব শুল্ক আরোপ পরিকল্পনা নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বাণিজ্য অংশীদার দেশ কানাডা, চীন ও মে
৩ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। বেশ জমকালোভাবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। এবার মার্কিন কংগ্রেস ভবনের অভ্যন্তরে শপথ নিতে হলেও আয়োজনে কোনো কমতি থাকেনি। তবুও ২০১৭ সালে প্রথমবারের মতো অভিষেকে যত দর্শক পেয়েছিলেন, এবার আর সেই দর্শকপ্রিয়তা পায় তাঁর...
৪ ঘণ্টা আগে