অনলাইন ডেস্ক
ইসলামি প্রতিরোধ আন্দোলনকে (হামাস) ফিলিস্তিনি জনগণের সংগ্রামের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন জর্ডানের সাবেক তথ্যমন্ত্রী তাহের আল-আদওয়ান। মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে আরব লিগের প্রতি এ আহ্বান জানান তিনি।
সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী, আল-আদওয়ান পোস্টে বলেন, গাজা ও ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে যদি আসন্ন আরব লিগ শীর্ষ সম্মেলন এবং সমগ্র পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তবে অবশ্যই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তাঁদের ‘অশুভ’ জোট আল-কাসাম ব্রিগেডকে (হামাসের সশস্ত্র বাহিনী) যে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছে তা আরবদের অস্বীকার করতে হবে।
তিনি আরও বলেন, সম্মেলনে অবশ্যই হামাস গোষ্ঠীকে প্রতিরোধ আন্দোলনের দল এবং ফিলিস্তিনি জনগণের সংগ্রামের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্বীকৃতি দিতে হবে।
পোস্টে আল-আদওয়ান আরও বলেন, ‘গাজার প্রতিরোধ যুদ্ধকে স্বীকৃতি ও সমর্থন দিন, ইসরায়েলি দখলদারির অধীনে নিপীড়িত ভাতৃসম আরব ফিলিস্তিনি জনগণের এটি প্রাপ্য। যদি ইরান বা অন্য কোনো দেশ যাদের আরব দেশগুলোর ওপর খবরদারি করার উচ্চাভিলাষ রয়েছে তাদের (হামাস) সঙ্গে সমন্বয় করে থাকে তাহলে তাদের জবাবদিহির আওতায় আনুন।’
আল-আদওয়ান জোর দিয়ে বলেন, ‘পশ্চিম থেকে পূর্বে সব আরবের উচিত অন্তত তাঁদের সরকারকে আল-কাসামের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ার জন্য চাপ দেওয়া।’ ফিলিস্তিনিদের জাতীয় আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আল-কাসামের প্রতিরোধকে সমর্থন করতে বলেন তিনি।
আরব নেতাদের গত ৭৫ বছরের দখলদারির অবসান ঘটাতে যারা জীবন দিয়েছেন তাঁদের পক্ষাবলম্বন করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের সঙ্গে যে অন্যায় হচ্ছে তা বিশ্বের কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়।’
গতকাল বৃহস্পতিবার আরবের পররাষ্ট্রমন্ত্রীরা রিয়াদে আরব লিগের জরুরি সম্মেলনের আগে একটি প্রস্তুতি সভার আয়োজন করেন। গাজায় ইসরায়েলি বোমা হামলা ও অধিকৃত পশ্চিম তীরে আগ্রাসন বন্ধের উপায় নিয়ে আলোচনার জন্য জরুরি এ সম্মেলন ডাকা হয়েছে।
এ সম্মেলনে যুদ্ধবিরতির দাবি ও ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় রাজনৈতিক সমর্থন প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।
ইসলামি প্রতিরোধ আন্দোলনকে (হামাস) ফিলিস্তিনি জনগণের সংগ্রামের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন জর্ডানের সাবেক তথ্যমন্ত্রী তাহের আল-আদওয়ান। মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে আরব লিগের প্রতি এ আহ্বান জানান তিনি।
সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী, আল-আদওয়ান পোস্টে বলেন, গাজা ও ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে যদি আসন্ন আরব লিগ শীর্ষ সম্মেলন এবং সমগ্র পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তবে অবশ্যই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তাঁদের ‘অশুভ’ জোট আল-কাসাম ব্রিগেডকে (হামাসের সশস্ত্র বাহিনী) যে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছে তা আরবদের অস্বীকার করতে হবে।
তিনি আরও বলেন, সম্মেলনে অবশ্যই হামাস গোষ্ঠীকে প্রতিরোধ আন্দোলনের দল এবং ফিলিস্তিনি জনগণের সংগ্রামের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্বীকৃতি দিতে হবে।
পোস্টে আল-আদওয়ান আরও বলেন, ‘গাজার প্রতিরোধ যুদ্ধকে স্বীকৃতি ও সমর্থন দিন, ইসরায়েলি দখলদারির অধীনে নিপীড়িত ভাতৃসম আরব ফিলিস্তিনি জনগণের এটি প্রাপ্য। যদি ইরান বা অন্য কোনো দেশ যাদের আরব দেশগুলোর ওপর খবরদারি করার উচ্চাভিলাষ রয়েছে তাদের (হামাস) সঙ্গে সমন্বয় করে থাকে তাহলে তাদের জবাবদিহির আওতায় আনুন।’
আল-আদওয়ান জোর দিয়ে বলেন, ‘পশ্চিম থেকে পূর্বে সব আরবের উচিত অন্তত তাঁদের সরকারকে আল-কাসামের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ার জন্য চাপ দেওয়া।’ ফিলিস্তিনিদের জাতীয় আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আল-কাসামের প্রতিরোধকে সমর্থন করতে বলেন তিনি।
আরব নেতাদের গত ৭৫ বছরের দখলদারির অবসান ঘটাতে যারা জীবন দিয়েছেন তাঁদের পক্ষাবলম্বন করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের সঙ্গে যে অন্যায় হচ্ছে তা বিশ্বের কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়।’
গতকাল বৃহস্পতিবার আরবের পররাষ্ট্রমন্ত্রীরা রিয়াদে আরব লিগের জরুরি সম্মেলনের আগে একটি প্রস্তুতি সভার আয়োজন করেন। গাজায় ইসরায়েলি বোমা হামলা ও অধিকৃত পশ্চিম তীরে আগ্রাসন বন্ধের উপায় নিয়ে আলোচনার জন্য জরুরি এ সম্মেলন ডাকা হয়েছে।
এ সম্মেলনে যুদ্ধবিরতির দাবি ও ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় রাজনৈতিক সমর্থন প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।
যে রাঁধে, সে চুলও বাঁধে—এই প্রবাদের এক অনন্য উদাহরণ ভোপালের রাজকন্যা আবিদা সুলতান। তিনি ছোট বেলা থেকেই ছিলেন একেবারেই ভিন্নধর্মী এক রাজকন্যা। তিনি ছোট চুল রাখতেন, বাঘ শিকার করতেন এবং দুর্দান্ত পোলো খেলতেন। মাত্র ৯ বছর বয়স থেকেই নিজেই রোলস রয়েস গাড়ি চালাতেন, ওড়াতেন বিমানও। তলোয়ারবাজিতেও ছিলে দুর্দান্
১১ মিনিট আগেপূর্ব তেল আবিবের পেতাহ তিকভাহ এলাকায় একাধিক হামলায় কয়েকজন মানুষ সামান্য আহত হয়েছে। একটি বাড়ি আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। টেলিভিশন ফুটেজে একটি অ্যাপার্টমেন্টকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।
১ ঘণ্টা আগেসংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি ইহুদি ধর্মীয় নেতা জভি কোগানকে হত্যার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। তবে অভিযুক্তদের কোনো পরিচয় বা হত্যার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য এক নির্বাহী আদেশ নিয়ে দেশটির ট্রান্সজেন্ডার তথা এলজিবিটিকিউআইএ+ সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এমন একটি আদেশ জারির পরিকল্পনা করছেন, যার ফলে মার্কিন সেনাবাহিনী থেক
১ ঘণ্টা আগে