অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। এক বিবৃতিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছে হামাস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। তেহরানের স্থানীয় সময় আজ বুধবার মাঝরাতে নিহত হন তিনি। কেউ এই হামলার দায় স্বীকার না করলেও হামাস ইসরায়েলকে এর জন্য দায়ী করেছে।
ইসমাইল হানিয়ার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে হামাস তাদের বিবৃতিতে শোক প্রকাশ করে বলেছে, ‘তেহরানে নিজ আবাসস্থলে বিশ্বাসঘাতক ইহুদিবাদী অভিযানে ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। তিনি ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠান উপলক্ষে তেহরান সফরে গিয়েছিলেন। আমাদের সবাইকে আল্লার কাছে ফিরতে হবে। এটি মৃত্যু নয় বরং এটি একটি জিহাদ, বিজয় বা শাহাদত।
এই হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে হামাস বলেছে, ‘এই হত্যাকাণ্ডের পর আমরা চুপ করে বসে থাকব না। ইসরায়েলকে অবশ্যই এর জবাব দেওয়া হবে।’ হামাসের জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক বলেছেন, হানিয়ার ‘হত্যা’ একটি কাপুরুষোচিত কাজ। এবং অবশ্যই এর জবাব দেওয়া হবে।
এদিকে, আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুতের সম্মানীয় ফেলো ও আরব সেন্টার ওয়াশিংটনের অনাবাসিক সিনিয়র ফেলো রামি খৌরি আল-জাজিরাকে বলেছেন, গাজায় ইসরায়েলিদের একটি লক্ষ্য হলো হামাসকে ধ্বংস করা। কিন্তু বাস্তবে যেহেতু এটি খুব কঠিন প্রমাণিত হয়েছে, তাই হয়তো এর পরিবর্তে তারা গোষ্ঠীটির সব নেতাকে হত্যার পরিকল্পনা করেছে এবং তেহরানে ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড হয়তো এই প্রক্রিয়ারই একটি অংশ।
খৌরি উল্লেখ করেছেন, হামাস ও হিজবুল্লাহর মতো গোষ্ঠীর নেতাদের গুপ্তহত্যা দীর্ঘকাল ধরে ইসরায়েলি কৌশল ছিল। কিন্তু এটি সফল প্রমাণিত হয়নি। কারণ অতীতের হত্যাকাণ্ডের ফলে এসব গোষ্ঠীর প্রতি জনসমর্থন বেড়েছে।
আরও পড়ুন:–
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। এক বিবৃতিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছে হামাস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। তেহরানের স্থানীয় সময় আজ বুধবার মাঝরাতে নিহত হন তিনি। কেউ এই হামলার দায় স্বীকার না করলেও হামাস ইসরায়েলকে এর জন্য দায়ী করেছে।
ইসমাইল হানিয়ার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে হামাস তাদের বিবৃতিতে শোক প্রকাশ করে বলেছে, ‘তেহরানে নিজ আবাসস্থলে বিশ্বাসঘাতক ইহুদিবাদী অভিযানে ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। তিনি ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠান উপলক্ষে তেহরান সফরে গিয়েছিলেন। আমাদের সবাইকে আল্লার কাছে ফিরতে হবে। এটি মৃত্যু নয় বরং এটি একটি জিহাদ, বিজয় বা শাহাদত।
এই হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে হামাস বলেছে, ‘এই হত্যাকাণ্ডের পর আমরা চুপ করে বসে থাকব না। ইসরায়েলকে অবশ্যই এর জবাব দেওয়া হবে।’ হামাসের জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক বলেছেন, হানিয়ার ‘হত্যা’ একটি কাপুরুষোচিত কাজ। এবং অবশ্যই এর জবাব দেওয়া হবে।
এদিকে, আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুতের সম্মানীয় ফেলো ও আরব সেন্টার ওয়াশিংটনের অনাবাসিক সিনিয়র ফেলো রামি খৌরি আল-জাজিরাকে বলেছেন, গাজায় ইসরায়েলিদের একটি লক্ষ্য হলো হামাসকে ধ্বংস করা। কিন্তু বাস্তবে যেহেতু এটি খুব কঠিন প্রমাণিত হয়েছে, তাই হয়তো এর পরিবর্তে তারা গোষ্ঠীটির সব নেতাকে হত্যার পরিকল্পনা করেছে এবং তেহরানে ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড হয়তো এই প্রক্রিয়ারই একটি অংশ।
খৌরি উল্লেখ করেছেন, হামাস ও হিজবুল্লাহর মতো গোষ্ঠীর নেতাদের গুপ্তহত্যা দীর্ঘকাল ধরে ইসরায়েলি কৌশল ছিল। কিন্তু এটি সফল প্রমাণিত হয়নি। কারণ অতীতের হত্যাকাণ্ডের ফলে এসব গোষ্ঠীর প্রতি জনসমর্থন বেড়েছে।
আরও পড়ুন:–
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
১১ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
১১ ঘণ্টা আগেমার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে
১১ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিশ্চিত করেছেন, আগামী ২৪ নভেম্বর তাঁর দল রাজধানী ইসলামাবাদে যে বিক্ষোভের পরিকল্পনা করেছে তা স্থগিত করলে, তাঁকে মুক্তি দেওয়া হবে বলে ‘প্রস্তাব’ এসেছে। পিটিআইয়ের শীর্ষ নেতাদের কাছে পাকিস্তান সরকার এই প্রস্তাব দিয়েছে
১১ ঘণ্টা আগে