অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বর্বরোচিত হামলায় অন্তত ১১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও সাত শতাধিক ফিলিস্তিনি। এ হামলার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিন্দা প্রস্তাব আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। তুরস্ক-ভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
বলা হয়েছে, নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিরাপত্তা পরিষদের বৈঠকে সদস্য দেশগুলো গাজায় মানবিক সহায়তার গাড়িবহরে হামলার প্রতিক্রিয়ায় একটি বিবৃতি জারি করার বিষয়ে আলোচনা করেছিল। তবে রুদ্ধদ্বার অধিবেশনের পরেও কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।
আনাদোলুর প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইসরায়েলের বিরুদ্ধে সমালোচনামূলক মন্তব্য সংবলিত একটি খসড়া প্রস্তাব জাতিসংঘে মার্কিন স্থায়ী মিশন থেকে অনুমোদন পেতে ব্যর্থ হয়েছে। খাদ্য সহায়তার অপেক্ষায় থাকা ভিড়ের ওপর ইসরায়েলি বাহিনীর গুলি চালানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছিল খসড়া প্রস্তাবে।
প্রস্তাবটিতে আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের প্রয়োজনীয় পরিষেবা এবং মানবিক সহায়তা থেকে বঞ্চিত করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছিল। জরুরি পদক্ষেপ না নিলে গাজার প্রায় ২২ লাখ মানুষ দুর্ভিক্ষের কবলে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
নিরাপত্তা পরিষদের সদস্যরা ইসরায়েলকে গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুবিধার্থে সীমান্ত খোলা রাখার জন্য এবং বৃহত্তর পরিসরে মানবিক প্রয়োজন মেটাতে অতিরিক্ত ক্রসিংগুলো খোলার জন্য অনুরোধ করেছিল।
গাজা উপত্যকায় উত্তরাঞ্চলে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বর্বরোচিত হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স, তুরস্ক, ইতালি, কলম্বিয়া, সৌদি আরবসহ বিভিন্ন দেশ ও জাতিসংঘ নিন্দা জানিয়েছে।
ইসরায়েলি একাধিক সূত্রও ত্রাণের অপেক্ষায় থাকা লোকজনের ভিড়ে সৈন্যরা গুলি চালিয়েছে বলে নিশ্চিত করেছে। বৃহস্পতিবার ভোরের দিকে উত্তর গাজার ওই ত্রাণ কেন্দ্রে উপস্থিত ফিলিস্তিনিরা ‘হুমকি তৈরি করেছে’ ধারণা থেকে সৈন্যরা গুলি চালিয়েছে। গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলি বাহিনীর এই হামলার ঘটনাকে ‘গণহত্যা’ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেছেন, গাজা শহরের পশ্চিম নাবুলসি গোলচত্বরে ত্রাণের ট্রাকের দিকে খাবারের জন্য মরিয়া হাজার হাজার মানুষ ছুটে আসেন। সেই সময় এই সহিংসতার ঘটনা ঘটে।
নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রত্যক্ষদর্শী বলেন, ত্রাণ-বোঝাই ট্রাকগুলো কিছু সেনা ট্যাংকের খুব কাছাকাছি চলে আসে। ওই সময় হাজার হাজার মানুষ ট্রাকের দিকে ছুটে আসেন। তাঁরা ট্রাকগুলোতে হামলে পড়েন। লোকজন ট্যাংকের খুব কাছে চলে আসায় ইসরায়েলি সৈন্যরা ভিড় লক্ষ্য করে গুলি চালায়।
এই ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, উত্তর গাজা উপত্যকায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের সঙ্গে সঙ্গে গাজার বাসিন্দারা ট্রাকগুলো ঘিরে ফেলে এবং সরবরাহ করা ত্রাণ-সামগ্রী লুট করে। ঘটনার সময় ধাক্কাধাক্কি ও পদদলিত হয়ে কয়েক ডজন গাজাবাসী আহত হয়েছেন। এই ঘটনা পর্যালোচনা করা হচ্ছে।
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বর্বরোচিত হামলায় অন্তত ১১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও সাত শতাধিক ফিলিস্তিনি। এ হামলার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিন্দা প্রস্তাব আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। তুরস্ক-ভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
বলা হয়েছে, নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিরাপত্তা পরিষদের বৈঠকে সদস্য দেশগুলো গাজায় মানবিক সহায়তার গাড়িবহরে হামলার প্রতিক্রিয়ায় একটি বিবৃতি জারি করার বিষয়ে আলোচনা করেছিল। তবে রুদ্ধদ্বার অধিবেশনের পরেও কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।
আনাদোলুর প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইসরায়েলের বিরুদ্ধে সমালোচনামূলক মন্তব্য সংবলিত একটি খসড়া প্রস্তাব জাতিসংঘে মার্কিন স্থায়ী মিশন থেকে অনুমোদন পেতে ব্যর্থ হয়েছে। খাদ্য সহায়তার অপেক্ষায় থাকা ভিড়ের ওপর ইসরায়েলি বাহিনীর গুলি চালানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছিল খসড়া প্রস্তাবে।
প্রস্তাবটিতে আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের প্রয়োজনীয় পরিষেবা এবং মানবিক সহায়তা থেকে বঞ্চিত করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছিল। জরুরি পদক্ষেপ না নিলে গাজার প্রায় ২২ লাখ মানুষ দুর্ভিক্ষের কবলে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
নিরাপত্তা পরিষদের সদস্যরা ইসরায়েলকে গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুবিধার্থে সীমান্ত খোলা রাখার জন্য এবং বৃহত্তর পরিসরে মানবিক প্রয়োজন মেটাতে অতিরিক্ত ক্রসিংগুলো খোলার জন্য অনুরোধ করেছিল।
গাজা উপত্যকায় উত্তরাঞ্চলে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বর্বরোচিত হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স, তুরস্ক, ইতালি, কলম্বিয়া, সৌদি আরবসহ বিভিন্ন দেশ ও জাতিসংঘ নিন্দা জানিয়েছে।
ইসরায়েলি একাধিক সূত্রও ত্রাণের অপেক্ষায় থাকা লোকজনের ভিড়ে সৈন্যরা গুলি চালিয়েছে বলে নিশ্চিত করেছে। বৃহস্পতিবার ভোরের দিকে উত্তর গাজার ওই ত্রাণ কেন্দ্রে উপস্থিত ফিলিস্তিনিরা ‘হুমকি তৈরি করেছে’ ধারণা থেকে সৈন্যরা গুলি চালিয়েছে। গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলি বাহিনীর এই হামলার ঘটনাকে ‘গণহত্যা’ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেছেন, গাজা শহরের পশ্চিম নাবুলসি গোলচত্বরে ত্রাণের ট্রাকের দিকে খাবারের জন্য মরিয়া হাজার হাজার মানুষ ছুটে আসেন। সেই সময় এই সহিংসতার ঘটনা ঘটে।
নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রত্যক্ষদর্শী বলেন, ত্রাণ-বোঝাই ট্রাকগুলো কিছু সেনা ট্যাংকের খুব কাছাকাছি চলে আসে। ওই সময় হাজার হাজার মানুষ ট্রাকের দিকে ছুটে আসেন। তাঁরা ট্রাকগুলোতে হামলে পড়েন। লোকজন ট্যাংকের খুব কাছে চলে আসায় ইসরায়েলি সৈন্যরা ভিড় লক্ষ্য করে গুলি চালায়।
এই ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, উত্তর গাজা উপত্যকায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের সঙ্গে সঙ্গে গাজার বাসিন্দারা ট্রাকগুলো ঘিরে ফেলে এবং সরবরাহ করা ত্রাণ-সামগ্রী লুট করে। ঘটনার সময় ধাক্কাধাক্কি ও পদদলিত হয়ে কয়েক ডজন গাজাবাসী আহত হয়েছেন। এই ঘটনা পর্যালোচনা করা হচ্ছে।
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করেছেন। এই সফরের অংশ হিসেবে তাঁরা ভারত, পাকিস্তান ও বাংলাদেশেও সফর করতে পারেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্ভাব্য সফরের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের জন্য প্রস্তাবিত সফরের খসড়াও তৈরি করা হচ
৮ ঘণ্টা আগেহেজ ফান্ডের ম্যানেজার স্কট বেসেন্টকে অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬২ বছর বয়সী বেসেন্ট, বিনিয়োগকারী সংস্থা ‘কি স্কয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্টে’র প্রতিষ্ঠাতা।
৯ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর প্রধান বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। গতকাল শুক্রবার ফ্লোরিডার পাম বিচে বৈঠক করেন ট্রাম্প ও ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি রুটের সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাৎ।
১২ ঘণ্টা আগেআরজি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রাজ্যটির ছয় বিধানসভার উপনির্বাচনে। ছয় আসনেই ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল।
১৩ ঘণ্টা আগে