অনলাইন ডেস্ক
হামাসের সঙ্গে সংঘাতের সূত্র ধরে গাজায় নির্বিচার বোমাবর্ষণ করে সাধারণ ফিলিস্তিনিদের হত্যার অভিযোগে ইতিপূর্বে বেশ কয়েকটি দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। এবার একই পথে হাঁটছে সাউথ আফ্রিকাও। দেশটির পার্লামেন্ট ইসরায়েলের দূতাবাস বন্ধ করে দেওয়ার পক্ষে ভোট দিয়েছে।
বাংলাদেশ সময় অনুযায়ী আজ মঙ্গলবার রাতে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় হামলার জেরে উত্তেজনার মধ্যে প্রিটোরিয়ায় থাকা ইসরায়েলের দূতাবাস বন্ধ করে দেওয়ার প্রস্তাব আনা হয়েছিল সাউথ আফ্রিকার পার্লামেন্টে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রস্তাবটি মূলত প্রতীকী আকারে করা হয়েছিল। এবার এটি বাস্তবায়ন করা হবে কি-না তা সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সরকারের ওপর নির্ভর করছে। দূতাবাস বন্ধের আহ্বান জানিয়ে করা প্রস্তাবটির পক্ষে ভোট পড়েছে ২৪৮ টি। আর দূতাবাস বন্ধ না করার পক্ষে ভোট পড়েছে ৯১ টি।
বামপন্থী বিরোধী দল ইকোনমিক ফ্রিডম ফাইটারস (ইএফএফ) ওই প্রস্তাবটি করেছিল। পরে এটিকে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসও সমর্থন করে। তবে মধ্যপন্থী ও শ্বেতাঙ্গ সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ) প্রস্তাবটির বিরোধিতা করেছে। ডেমোক্রেটিক অ্যালায়েন্স ইসরায়েলি নীতির সমর্থক।
ইতিপূর্বে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা মন্তব্য করেছিলেন—তাঁর দেশ বিশ্বাস করে, ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ এবং গণহত্যা করছে। সেখানে হাজার হাজার নিরপরাধ সাধারণ ফিলিস্তিনি নিহত হয়েছে।
হামাসের সঙ্গে সংঘাতের সূত্র ধরে গাজায় নির্বিচার বোমাবর্ষণ করে সাধারণ ফিলিস্তিনিদের হত্যার অভিযোগে ইতিপূর্বে বেশ কয়েকটি দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। এবার একই পথে হাঁটছে সাউথ আফ্রিকাও। দেশটির পার্লামেন্ট ইসরায়েলের দূতাবাস বন্ধ করে দেওয়ার পক্ষে ভোট দিয়েছে।
বাংলাদেশ সময় অনুযায়ী আজ মঙ্গলবার রাতে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় হামলার জেরে উত্তেজনার মধ্যে প্রিটোরিয়ায় থাকা ইসরায়েলের দূতাবাস বন্ধ করে দেওয়ার প্রস্তাব আনা হয়েছিল সাউথ আফ্রিকার পার্লামেন্টে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রস্তাবটি মূলত প্রতীকী আকারে করা হয়েছিল। এবার এটি বাস্তবায়ন করা হবে কি-না তা সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সরকারের ওপর নির্ভর করছে। দূতাবাস বন্ধের আহ্বান জানিয়ে করা প্রস্তাবটির পক্ষে ভোট পড়েছে ২৪৮ টি। আর দূতাবাস বন্ধ না করার পক্ষে ভোট পড়েছে ৯১ টি।
বামপন্থী বিরোধী দল ইকোনমিক ফ্রিডম ফাইটারস (ইএফএফ) ওই প্রস্তাবটি করেছিল। পরে এটিকে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসও সমর্থন করে। তবে মধ্যপন্থী ও শ্বেতাঙ্গ সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ) প্রস্তাবটির বিরোধিতা করেছে। ডেমোক্রেটিক অ্যালায়েন্স ইসরায়েলি নীতির সমর্থক।
ইতিপূর্বে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা মন্তব্য করেছিলেন—তাঁর দেশ বিশ্বাস করে, ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ এবং গণহত্যা করছে। সেখানে হাজার হাজার নিরপরাধ সাধারণ ফিলিস্তিনি নিহত হয়েছে।
যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থা ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভ্যালেরি জালুঝনি। আজ বৃহস্পতিবার লন্ডনের চ্যাথাম হাউসে এক সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি বলেন, নতুন ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির ধরন পশ্চিমা বিশ্বের ঐক্যকে প্রশ্নবিদ্ধ করেছে। আমেরিকা, যুক্তরাষ্ট্র,
১ ঘণ্টা আগেইউক্রেনের নিরাপত্তায় যুক্তরাজ্য নেতৃত্ব দেবে বলে বক্তব্য দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। আজ বৃহস্পতিবার রাতে বিবিসি জানিয়েছে, লিভারপুলের একটি প্রতিরক্ষা কারখানায় শ্রমিক ও গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি ওই বক্তব্য দেন।
২ ঘণ্টা আগেরপ্তানি আয় চীনের অর্থনীতির একমাত্র উৎস। তাই এই শুল্ক দীর্ঘস্থায়ী হলে যুক্তরাষ্ট্রে রপ্তানি এক-চতুর্থাংশ থেকে এক-তৃতীয়াংশ পর্যন্ত কমে যেতে পারে। যেহেতু চীনের রপ্তানি আয় দেশটির মোট আয়ের এক-পঞ্চমাংশ সেহেতু, ২০ শতাংশ শুল্ক আরোপ হলে তাদের পণ্যের ওপর বিদেশের চাহিদা কমে যেতে পারে এবং এতে বাণিজ্য উদ্বৃত্
২ ঘণ্টা আগেইসলাম থেকে খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিত হওয়ার পর প্রাণনাশের আশঙ্কায় ইরান থেকে পালিয়েছিলেন ২৭ বছর বয়সী নারী আর্টেমিস ঘাসেমজাদেহ। পরে তিনি দেশ থেকে পালিয়ে আশ্রয়ের আশায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে পৌঁছান। কিন্তু আশ্রয় পাওয়ার পরিবর্তে আর্টেমিসকে হাতকড়া পরিয়ে পানামায় পাঠিয়ে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। সে
৩ ঘণ্টা আগে