অনলাইন ডেস্ক
ইসরায়েল-লেবানন সীমান্তে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলায় ছয়জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। সেই সঙ্গে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন ইসরায়েলি সেনার নিহত হওয়ার কথাও জানিয়েছে আইডিএফ। রয়টার্সের এক প্রতিবেদনে শনিবারের এই হামলার কথা জানানো হয়েছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েল ও লেবাননের মধ্যে ছড়িয়ে পড়েছে সংঘাত। রয়টার্স বলছে, হামাসের বিরুদ্ধে চলমান ভয়াবহ যুদ্ধের মধ্যেই ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে তারা লেবাননের সীমান্ত বরাবর অন্তত চারটি ভিন্ন এলাকায় হিজবুল্লাহর সঙ্গে গোলা বিনিময় করেছে।
আইডিএফ আরও জানায়, ইসরায়েলি শহর বার’আমের কাছে ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন ইসরায়েলি সেনা গুরুতর আহত এবং দুই সেনা কিছুটা আহত হয়েছেন। তবে তাঁরাও ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত কি না, তা জানানো হয়নি। গত ৭ অক্টোবর থেকে লেবানন সীমান্তে এখন পর্যন্ত তাদের সাতজন সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ।
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ছড়িয়ে পড়া এই সংঘাতে সীমান্তের উভয় পাশের বাসিন্দারা তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। লেবাননের একটি নিরাপত্তা সূত্র অনুসারে, ইসরায়েলের মার্গালিওটের বিপরীত পাশে অবস্থিত লেবাননের হুলা এলাকায় নিহত হয়েছেন একজন হিজবুল্লাহ যোদ্ধা। সশস্ত্র সংগঠনটি পরে জানায়, দিনব্যাপী ইসরায়েলের সঙ্গে পাল্টাপাল্টি আক্রমণে তাদের আরও পাঁচ সদস্য নিহত হয়েছেন। শনিবার নিহত হওয়া ছয়জনসহ তাদের মোট ১৯ জন যোদ্ধা এই চলমান সংঘাতে নিহত হয়েছেন। এ ছাড়া সহিংসতায় রয়টার্সের একজন সাংবাদিকসহ বহু বেসামরিক নাগরিক ও সাংবাদিক প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে হিজবুল্লাহ।
ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় হামলার পরিমাণ বাড়িয়েছে হিজবুল্লাহ। এ কারণে হামাস-ইসরায়েলের চলমান যুদ্ধে লেবানন-ইসরায়েল সীমান্ত দ্বিতীয় যুদ্ধক্ষেত্র হয়ে উঠবে কি না, সেই শঙ্কা দেখা দিয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকা থেকে প্রতিদিনই উত্তর ইসরায়েলে রকেট, ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণ অব্যাহত আছে।
রয়টার্সের এক প্রতিবেদনে শনিবার বলা হয়, ভাষা, ধর্ম ও সুরক্ষিত সীমানা দ্বারা বিভাজন থাকা সত্ত্বেও ব্যাপক অস্থিতিশীলতার মুখোমুখি ইসরায়েল-লেবানন সীমান্তের উভয় পাশের বাসিন্দারা। এই সীমান্তে সহিংসতা বেড়ে যাওয়ায় দুপাশের হাজার হাজার বেসামরিক নাগরিক তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় খুঁজতে বাধ্য হয়েছে।
ইসরায়েল-লেবানন সীমান্তে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলায় ছয়জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। সেই সঙ্গে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন ইসরায়েলি সেনার নিহত হওয়ার কথাও জানিয়েছে আইডিএফ। রয়টার্সের এক প্রতিবেদনে শনিবারের এই হামলার কথা জানানো হয়েছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েল ও লেবাননের মধ্যে ছড়িয়ে পড়েছে সংঘাত। রয়টার্স বলছে, হামাসের বিরুদ্ধে চলমান ভয়াবহ যুদ্ধের মধ্যেই ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে তারা লেবাননের সীমান্ত বরাবর অন্তত চারটি ভিন্ন এলাকায় হিজবুল্লাহর সঙ্গে গোলা বিনিময় করেছে।
আইডিএফ আরও জানায়, ইসরায়েলি শহর বার’আমের কাছে ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন ইসরায়েলি সেনা গুরুতর আহত এবং দুই সেনা কিছুটা আহত হয়েছেন। তবে তাঁরাও ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত কি না, তা জানানো হয়নি। গত ৭ অক্টোবর থেকে লেবানন সীমান্তে এখন পর্যন্ত তাদের সাতজন সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ।
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ছড়িয়ে পড়া এই সংঘাতে সীমান্তের উভয় পাশের বাসিন্দারা তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। লেবাননের একটি নিরাপত্তা সূত্র অনুসারে, ইসরায়েলের মার্গালিওটের বিপরীত পাশে অবস্থিত লেবাননের হুলা এলাকায় নিহত হয়েছেন একজন হিজবুল্লাহ যোদ্ধা। সশস্ত্র সংগঠনটি পরে জানায়, দিনব্যাপী ইসরায়েলের সঙ্গে পাল্টাপাল্টি আক্রমণে তাদের আরও পাঁচ সদস্য নিহত হয়েছেন। শনিবার নিহত হওয়া ছয়জনসহ তাদের মোট ১৯ জন যোদ্ধা এই চলমান সংঘাতে নিহত হয়েছেন। এ ছাড়া সহিংসতায় রয়টার্সের একজন সাংবাদিকসহ বহু বেসামরিক নাগরিক ও সাংবাদিক প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে হিজবুল্লাহ।
ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় হামলার পরিমাণ বাড়িয়েছে হিজবুল্লাহ। এ কারণে হামাস-ইসরায়েলের চলমান যুদ্ধে লেবানন-ইসরায়েল সীমান্ত দ্বিতীয় যুদ্ধক্ষেত্র হয়ে উঠবে কি না, সেই শঙ্কা দেখা দিয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকা থেকে প্রতিদিনই উত্তর ইসরায়েলে রকেট, ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণ অব্যাহত আছে।
রয়টার্সের এক প্রতিবেদনে শনিবার বলা হয়, ভাষা, ধর্ম ও সুরক্ষিত সীমানা দ্বারা বিভাজন থাকা সত্ত্বেও ব্যাপক অস্থিতিশীলতার মুখোমুখি ইসরায়েল-লেবানন সীমান্তের উভয় পাশের বাসিন্দারা। এই সীমান্তে সহিংসতা বেড়ে যাওয়ায় দুপাশের হাজার হাজার বেসামরিক নাগরিক তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় খুঁজতে বাধ্য হয়েছে।
সিদ্ধান্তটি এমন এক সময় নেওয়া হলো যখন গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির জন্য মধ্যস্থতাকারী দেশগুলো আলোচনা চালিয়ে যাচ্ছে। হামাস যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা দ্রুত শুরুর আহ্বান জানালেও ইসরায়েল এর বিরোধিতা করছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের তুরবাত শহরে গত শুক্রবার গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ধর্মীয় পণ্ডিত মুফতি শাহ মীর। খবর অনুযায়ী, মসজিদ থেকে বের হওয়ার সময় সশস্ত্র দুর্বৃত্তরা খুব কাছ থেকে গুলি করে তাঁকে হত্যা করেছে।
২ ঘণ্টা আগেপারমাণবিক প্রকল্পে অর্থায়নে নিষেধাজ্ঞা প্রত্যাহারে বিশ্বব্যাংককে নতুন করে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র পারমাণবিক কূটনীতিতে চীন ও রাশিয়াকে ঠেকাতেই এই পদক্ষেপ নিয়েছে। কারণ, এই দুটি দেশ এরই মধ্যে আফ্রিকা ও এশিয়ার বেশ কিছু দেশের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বিপুল পরিমাণে বিনিয়োগ
৩ ঘণ্টা আগেগঙ্গার পরিচ্ছন্নতা ও পানির মান নিয়ে বিতর্কিত প্রশ্ন তুলেছেন শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের ভাইপো রাজ ঠাকরে। তিনি বলেছেন, দূষিত ও নোংরা গঙ্গার পানিতে তিনি কোনো অবস্থাতেই স্নান করবেন না। তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান, অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসুন এবং মাথা খাটিয়ে কাজ করুন। পিটিআইয়ের এক
৪ ঘণ্টা আগে