৫০ বছর পর সিরিয়ায় ঢুকল ইসরায়েলের সেনা

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৮: ৪৫
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৯: ২৭
ছবি: সংগৃহীত

বিদ্রোহীদের দ্বারা সিরিয়ার সাবেক নেতা বাশার আল-আসাদের পতনের পর গতকাল রোববার গোলান মালভূমিতে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। এটি দক্ষিণ-পশ্চিম সিরিয়ার একটি অঞ্চল। বলা হয়ে থাকে, ১৯৬০-এর দশক থেকে এই অঞ্চলে নজর দিয়ে আসছিল ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, ‘সিরিয়ার সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে, সশস্ত্র ব্যক্তিরা বাফার জোনে প্রবেশ করেছে। ইসরায়েলি বাহিনী বাফার জোন ও অন্যান্য কৌশলগত স্থানে মোতায়েন করা হয়েছে। এর উদ্দেশ্য হলো গোলান মালভূমির জনপদ এবং ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা জোর দিয়ে বলছি, আইডিএফ সিরিয়ার অভ্যন্তরীণ ঘটনাবলিতে হস্তক্ষেপ করছে না। তবে বাফার জোন রক্ষায় এবং ইসরায়েলি নাগরিকদের সুরক্ষা দিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’

সোমবার নিউজউইকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সিরিয়ায় প্রবেশ একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। বিশেষ করে যখন দেশটি বর্তমানে লেবানন, ইরান এবং গাজার সঙ্গে যুদ্ধে লিপ্ত। নতুন অঞ্চলে সৈন্য প্রবেশ ইসরায়েলের জন্য চতুর্থ যুদ্ধ ফ্রন্ট খুলতে পারে।

জানা গেছে, ১৯৭৪ সালের একটি চুক্তির পর ইসরায়েল এই প্রথম সিরিয়ায় প্রবেশ করল। ৫০ বছর আগের ওই চুক্তি ইসরায়েল ও সিরিয়ার মধ্যে একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করেছিল এবং উভয় দেশের মধ্যে একটি বাফার জোন বজায় রাখার শর্ত ছিল চুক্তিতে।

আইডিএফ জানিয়েছে, তাদের এই মোতায়েন অস্থায়ী এবং জাতিসংঘের বিচ্ছিন্নতা পর্যবেক্ষণ বাহিনীর (ইউএনডিওএফ) সঙ্গে সমন্বয় করে করা হয়েছে। ইউএনডিওএফ দীর্ঘদিন ধরে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে বাফার জোনের তদারকি করছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরায়েলি ট্যাংক ও সাঁজোয়া যান কুনেইত্রা অঞ্চলে মোতায়েন করা হয়েছে। আল-হামিদিয়া গ্রামে ইসরায়েলি বাহিনী বেসামরিক বাড়িগুলোর কাছাকাছি পৌঁছে গেছে বলে অভিযোগ উঠেছে।

এ ছাড়া ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বেসামরিক লোকদের গ্রেপ্তার এবং একটি গ্রামের সব বাসিন্দাকে একটি স্কুলে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আসাদের শাসনের পতন উদ্‌যাপন করে এক্সের এক পোস্টে বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের জন্য এটি একটি ঐতিহাসিক দিন। দামেস্কের স্বৈরশাসনের পতন নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে, যদিও এটি ঝুঁকিপূর্ণ। আমরা সিরিয়ার সীমান্তের বাইরে থাকা প্রত্যেককে শান্তির আহ্বান জানাই।’

উল্লেখ্য, গোলান মালভূমি দীর্ঘদিন ধরে ইসরায়েলের জন্য আকাঙ্ক্ষিত একটি অঞ্চল। ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধে তারা এই অঞ্চলটি দখল করে নিয়েছিল এবং ১৯৮১ সালে ইসরায়েল এটিকে নিজেদের সীমানার অন্তর্ভুক্ত করে মানচিত্র প্রকাশ করেছিল। যদিও আন্তর্জাতিকভাবে এই অঞ্চলকে সিরিয়ার অধিকারভুক্ত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই অঞ্চলে ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত