অনলাইন ডেস্ক
পুরুষ অভিভাবক বা ‘মাহরাম’ ছাড়াই নারীরা এখন থেকে পবিত্র ওমরাহ পালন করতে পারবেন, তবে একটি শর্ত রয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। গত মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে ৪৫ বছর বা তদূর্ধ্ব বয়সী নারীরাই কেবল পুরুষ অভিভাবক ছাড়া হজ করতে পারবেন। এর চেয়ে কম বয়সী নারী ও তরুণীদের অবশ্যই মাহরাম নিয়ে হজে আসতে হবে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে সৌদি সরকার বলেছিল, কোনো পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই ১৮ থেকে ৬৫ বছর বয়সী নারীরা ওমরাহ পালন করতে পরবেন। তবে তাদের একটি দলের অংশ হিসেবে ওমরাহ পালনে যেতে হবে।
তখন মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের মুসলিম মনীষীরা কঠোর সমালোচনা করেছিলেন এই সিদ্ধান্তের।
সেই সমালোচনার পরিপ্রেক্ষিতে সৌদি সরকার মাহরামবিষয়ক সেই সিদ্ধান্ত থেকে সরে এল। সৌদি আরবের হজ ও ওমরাহ কমিটির সদস্য সাঈদ বাগাশওয়ান বলেছেন, পুরুষ অভিভাবক বা ‘মাহরাম’ ছাড়া নারীদের হজ বা ওমরাহ পালনের যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা সংশোধন করা হয়েছে।
নতুন বিবৃতিতে হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওমরাহ বা হজযাত্রার জন্য আবেদন করা নারীদের করোনা ভাইরাসের কমপক্ষে ১ ডোজ টিকা নিতে হবে। এ ছাড়া কোনো ধরনের অসুস্থতা থাকা যাবে না। সৌদি আরবে বসবাসরত এবং সৌদি নাগরিক, যারা গত পাঁচ বছরে হজ করেননি, তারা চলতি বছরে হজের জন্য নিবন্ধন করতে পারবেন বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
পুরুষ অভিভাবক বা ‘মাহরাম’ ছাড়াই নারীরা এখন থেকে পবিত্র ওমরাহ পালন করতে পারবেন, তবে একটি শর্ত রয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। গত মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে ৪৫ বছর বা তদূর্ধ্ব বয়সী নারীরাই কেবল পুরুষ অভিভাবক ছাড়া হজ করতে পারবেন। এর চেয়ে কম বয়সী নারী ও তরুণীদের অবশ্যই মাহরাম নিয়ে হজে আসতে হবে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে সৌদি সরকার বলেছিল, কোনো পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই ১৮ থেকে ৬৫ বছর বয়সী নারীরা ওমরাহ পালন করতে পরবেন। তবে তাদের একটি দলের অংশ হিসেবে ওমরাহ পালনে যেতে হবে।
তখন মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের মুসলিম মনীষীরা কঠোর সমালোচনা করেছিলেন এই সিদ্ধান্তের।
সেই সমালোচনার পরিপ্রেক্ষিতে সৌদি সরকার মাহরামবিষয়ক সেই সিদ্ধান্ত থেকে সরে এল। সৌদি আরবের হজ ও ওমরাহ কমিটির সদস্য সাঈদ বাগাশওয়ান বলেছেন, পুরুষ অভিভাবক বা ‘মাহরাম’ ছাড়া নারীদের হজ বা ওমরাহ পালনের যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা সংশোধন করা হয়েছে।
নতুন বিবৃতিতে হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওমরাহ বা হজযাত্রার জন্য আবেদন করা নারীদের করোনা ভাইরাসের কমপক্ষে ১ ডোজ টিকা নিতে হবে। এ ছাড়া কোনো ধরনের অসুস্থতা থাকা যাবে না। সৌদি আরবে বসবাসরত এবং সৌদি নাগরিক, যারা গত পাঁচ বছরে হজ করেননি, তারা চলতি বছরে হজের জন্য নিবন্ধন করতে পারবেন বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ ইস্যুকে তুরুপের তাস করেছিল। কিন্তু বিজেপির সেই কৌশল কাজে দেয়নি। রাজ্যটির সাঁওতাল পরগনা অঞ্চলে আদিবাসী ভোটারদের সমর্থন অর্জনে ব্যর্থ হয়েছে বিজেপির এই প্রচারণ
২৬ মিনিট আগেপাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদে একটি ব্যাপক প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়ার জন্য তার সমর্থকদের আহ্বান জানিয়েছিলেন। গত ১৩ নভেম্বর তিনি তাঁর সমর্থকদের শেষবারের মতো প্রতিবাদে অংশ নেওয়ার ‘চূড়ান্ত ডাক’ দেন। তিনি দাবি করেন, ২৬ তম সংশোধনী
২ ঘণ্টা আগেপাকিস্তানের বিভিন্ন প্রদেশ থেকে রাজধানী ইসলামাবাদের পথে রওনা হয়ে গেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকেরা। আদালত ইমরান খানের ‘চূড়ান্ত ডাক’কে অবৈধ বলে ঘোষণা করলেও রাস্তায় বেরিয়ে পড়েছেন পিটিআই সমর্থকেরা। তবে সরকার এই সমাবেশ পণ্ড করতে নানা প্রচেষ্টা
২ ঘণ্টা আগেচাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতের ওডিশায় এক কিশোরীকে পাচার করা হয়েছিল। পরে তাঁকে স্থানীয় একটি ম্যাসাজ পারলারে কাজ করতে বাধ্য করা হয়। মাসের পর মাস বিনা বেতনে কাজ করার পর ওই কিশোরী পালিয়ে ওডিশার কটকের মধুপাটনার লিংক রোড এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে মধুপাটনা..
৪ ঘণ্টা আগে