Ajker Patrika

গাজায় ইসরায়েলের হামলায় চার ইসরায়েলি জিম্মি নিহত 

অনলাইন ডেস্ক
গাজায় ইসরায়েলের হামলায় চার ইসরায়েলি জিম্মি নিহত 

হামাস-ইসরায়েল যুদ্ধে শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে হামলা বন্ধ রাখেনি ইসরায়েলি নিরাপত্তা বাহিনী আাইডিএফ। ফলে এ পর্যন্ত ইসরায়েলের বিমান হামলাতে চার ইসরায়েলি জিম্মি নিহত হয়েছেন। 

আজ সোমবার হামাস এ তথ্য বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে। 

সংস্থাটি জানায়, রোববার থেকে ফিলিস্তিনি ছিটমহলে ইসরায়েলি হামলায় চার ইসরায়েলি জিম্মি এবং তাঁদের রক্ষক হামাস মুক্তিসেনারা নিহত হয়েছেন। 

হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা বলেন, গাজা উপত্যকায় রাতভর বোমাবর্ষণ এবং আজ সোমবার শত্রুপক্ষের চার বন্দী ও তাঁদের রক্ষককে হত্যা করা হয়েছে। 

এর আগে গত শনিবার সকালে নজীরবিহীন এ হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাঁরা মাত্র ২০ মিনিটের মধ্যে ৫ হাজার ইসরায়েলের দিকে ৫ হাজার মিসাইল ছোড়ে। একইসঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে ইসরায়েলে ঢুকে পড়ে হামাস যোদ্ধারা। 

ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। দুই পক্ষের রক্তক্ষয়ী এ যুদ্ধে এ পর্যন্ত আটশ’র অধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। অপরদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত