অনলাইন ডেস্ক
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ৮ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। তাদের সবার বয়সই পাঁচ বছরের নিচে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান গতকাল বুধবার জানিয়েছেন, এই শিশুগুলোর প্রত্যেকেই অপুষ্টির কারণে তীব্র ঝুঁকিতে আছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানম ঘেব্রেসিউস বলেছেন, এই শিশুদের মধ্যে অন্তত ২৮ জন তীব্র ক্ষুধায় মারা গেছে এবং গাজার জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ এখন বিপর্যয়কর ক্ষুধা ও দুর্ভিক্ষের মতো পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘খাদ্য সরবরাহ বৃদ্ধির আবেদন সত্ত্বেও বর্তমানে এমন কোনো প্রমাণ নেই যে, যাদের খাবারের সবচেয়ে বেশি প্রয়োজন তারা পর্যাপ্ত পরিমাণে মানসম্পন্ন খাবার পাচ্ছে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরও বলেন, জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা ও এর অংশীদারেরা অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে পুষ্টি পরিষেবাগুলো বাড়ানোর চেষ্টা করেছে। তিনি আরও বলেন, ‘পাঁচ বছরের কম বয়সী ৮ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে এবং তাদের চিকিৎসা চলছে। তাদের মধ্যে ১ হাজার ৬০০ জন গুরুতর তীব্র অপুষ্টিতে ভুগছে।’
তেদরোস আধানম ঘেব্রেসিউস আরও বলেন, ‘অপুষ্টিজনিত কারণে এরই মধ্যে ৩২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ২৮ জনের বয়সই পাঁচ বছরের কম।’ তিনি আরও বলেন, ‘পশ্চিম তীরেও ক্রমবর্ধমান স্বাস্থ্যসংকট আছে। স্বাস্থ্যসেবার ওপর (ইসরায়েলি) আক্রমণ এবং চলাচলের বিধিনিষেধ, স্বাস্থ্য পরিষেবাগুলোতে প্রবেশে বাধা সৃষ্টি কারণে এমনটা হয়েছে।’
ফিলিস্তিনি যুদ্ধ বন্ধ করে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরও বলেন, ‘গাজার মতো পশ্চিম তীরেও সংকট সমাধানের একমাত্র পথ হলো শান্তি ফিরিয়ে আনা। সর্বোত্তম ওষুধ হলো শান্তি।’
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ৮ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। তাদের সবার বয়সই পাঁচ বছরের নিচে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান গতকাল বুধবার জানিয়েছেন, এই শিশুগুলোর প্রত্যেকেই অপুষ্টির কারণে তীব্র ঝুঁকিতে আছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানম ঘেব্রেসিউস বলেছেন, এই শিশুদের মধ্যে অন্তত ২৮ জন তীব্র ক্ষুধায় মারা গেছে এবং গাজার জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ এখন বিপর্যয়কর ক্ষুধা ও দুর্ভিক্ষের মতো পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘খাদ্য সরবরাহ বৃদ্ধির আবেদন সত্ত্বেও বর্তমানে এমন কোনো প্রমাণ নেই যে, যাদের খাবারের সবচেয়ে বেশি প্রয়োজন তারা পর্যাপ্ত পরিমাণে মানসম্পন্ন খাবার পাচ্ছে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরও বলেন, জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা ও এর অংশীদারেরা অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে পুষ্টি পরিষেবাগুলো বাড়ানোর চেষ্টা করেছে। তিনি আরও বলেন, ‘পাঁচ বছরের কম বয়সী ৮ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে এবং তাদের চিকিৎসা চলছে। তাদের মধ্যে ১ হাজার ৬০০ জন গুরুতর তীব্র অপুষ্টিতে ভুগছে।’
তেদরোস আধানম ঘেব্রেসিউস আরও বলেন, ‘অপুষ্টিজনিত কারণে এরই মধ্যে ৩২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ২৮ জনের বয়সই পাঁচ বছরের কম।’ তিনি আরও বলেন, ‘পশ্চিম তীরেও ক্রমবর্ধমান স্বাস্থ্যসংকট আছে। স্বাস্থ্যসেবার ওপর (ইসরায়েলি) আক্রমণ এবং চলাচলের বিধিনিষেধ, স্বাস্থ্য পরিষেবাগুলোতে প্রবেশে বাধা সৃষ্টি কারণে এমনটা হয়েছে।’
ফিলিস্তিনি যুদ্ধ বন্ধ করে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরও বলেন, ‘গাজার মতো পশ্চিম তীরেও সংকট সমাধানের একমাত্র পথ হলো শান্তি ফিরিয়ে আনা। সর্বোত্তম ওষুধ হলো শান্তি।’
ইপসোসের সমীক্ষায় ভারতে ডাক্তার, সেনাবাহিনীর সদস্য এবং শিক্ষক সবচেয়ে বিশ্বস্ত পেশাজীবী হিসেবে বিবেচিত। বিপরীতে, রাজনীতিবিদ, মন্ত্রী ও পুরোহিতরা আস্থার তালিকার তলানিতে।
১২ মিনিট আগেদেয়ালে স্কচটেপ দিয়ে আটকানো একটি সাধারণ কলা হলেও এটি আসলে একটি শিল্পকর্ম। ইতালিয়ান শিল্পী মরিজিও ক্যাটালান এই শিল্পের স্রষ্টা। ধারণা করা হয়েছিল, চলতি সপ্তাহেই সথোবির নিলামে এই কলাটি বাংলাদেশি মুদ্রায় মান অনুযায়ী প্রায় ১২ কোটি টাকায় বিক্রি হতে পারে। তবে শেষ পর্যন্ত এটি প্রত্যাশার চেয়ে ছয় গুণেরও বেশি
৪৩ মিনিট আগেসিরিয়ার পালমিরায় অতর্কিত এক ইসরায়েলি হামলায় ইরানের হয়ে যুদ্ধ করা অন্তত ৭১ জন সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক-তৃতীয়াংশের বেশি সদস্য প্রতিবেশী ইরাক এবং লেবাননের নাগরিক হিসেবে পরিচয় নিশ্চিত করেছে একটি পর্যবেক্ষক গোষ্ঠী।
১ ঘণ্টা আগেসৌদি আরবের প্রবাসী শ্রমিকদের কর্মস্থল পরিবর্তনের জন্য এখন থেকে নিয়োগকর্তার অনুমতি বাধ্যতামূলক। শ্রম আইন সংস্কারের মাধ্যমে শ্রমিকদের অধিকার সুরক্ষা ও নিয়োগকর্তার দায়িত্ব নিশ্চিত করা হয়েছে।
২ ঘণ্টা আগে